ভেবোনা না তোমাকে ছাড়া চলবেনা

বরং তুমি না থাকলে কোন কাজ বসে থাকবেনা

তোমার জায়গা অন্য জন দখল করবে

তুমি না থাকলে সময় ১ টা সেকেন্ড থেমে থাকবেনা।


তুমি কি তোমার দাদার নাম বলতে পারবে, তার বাবা বা তার দাদার নাম

অথচ তাদের সম্পদ তুমি ভোগ করছ তার জীন তুমি বহন করছ মনে করাতো দুরে থাক দোয়া পর্যন্ত করোনা

অথচ তারা অনেক কষ্ট করে সম্পদ গড়ে ছিল । 

তুমি কেনো অসৎ পথে সম্পদের পাহাড় বানাচ্ছো তাদের জন্য

যারা তোমাকে মনে রাখবেনা তোমার জন্য দোয়া করবেনা অথচ সমস্ত পাপের ভাগীদার তুমিই তারা নয়।

একবারা ভেবে দেখোনা তুমি মারা যাবার পর সম্পদের মালিক তুমি নও, সাথে তো নিবে কাফনের কাপড় আর কয়েকটা বাঁশ

বান্দার হক নষ্ট করোনা,  হাসরের ময়দানে সে মাফ না করলে আল্লাহ্ও মাফ করবেনা।


ক্ষমতা, অর্থ, সম্পদ, সুস্থতা, সৌন্দর্য কোনটাই স্থায়ী নয়।

তোমার পরিচিত অনেক মুখ নেই যাদের সাথে অনেক সময় কাটিয়েছো 

কত দিন বাচবে ৮০ বা ১০০ বছর বা ১ সেকেন্ড

কিসের এত বরাই তোমার

Mahmud a transient traveler in the world