যদি আপনি কলকাতা হয়ে আসছেন তাহলে ট্রেন এ কৃষ্ণগর/লালগোলা লোকাল ধরে কৃষ্ণনগর স্টেশন এ নামুন।
সেখান থেকে করিমপুর বাসস্ট্যান্ড এ আসুন টোটো বা ছোট জিও ধরে |এর পর বাস ধরে সোজা করিমপুর (৮৫ কিলোমিটার )।
নিচে ট্রেন এর টাইম টেবিল দেয়া হলো |হাইলাইট করা লিংক এ ক্লিক করুন
যদি আপনারা সোজা করিমপুর এ বাস এ আসবেন মনে করেন তাহলে ধর্মতলা থেকে সোজা করিমপুরের বাস ধরুন
নিচে বাস এর সময় দেয়া হলো |হাইলাইট করা লিংক এ ক্লিক করুন
যদি বহরমপুর হইস আসতে চান তাহলে প্রতি ১০ মিনিট অন্তর বাস চলে ,সেগুলো ধরে সোজা করিমপুর আসতে পারেন।