Registration of 2025 Class IX Students will be available up to 11 th September with late fine
Last Updated on : 06.09.2025
Jnanendu Siksha Niketan High School
[ Govt. Aided Co-Educational School ]
28, Canal South Road, Tangra, Kolkata 700 015
Recognized by WBBSE : Index No. A1-146
UDISE Code : 19170106018
Circle No. : XVI
Borough : III
Serial No. : 103
শিক্ষা আনে চেতনা ও মনুষ্যত্ব – মানুষ গড়ার লক্ষ্যে যা অত্যন্ত প্রয়োজন। তাই শিক্ষার ঝরনা তলায় সকল শিশুদের স্নাত করার অভিপ্রায়ে জ্ঞানেন্দু শিক্ষা নিকেতন হাই স্কুল (প্রতিষ্ঠা কাল ১৯৭১ খ্রী.) পথে নেমেছে। এই অঙ্গীকারে আমরা পাশে পেয়েছি শুধু বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীদের নয়, ছাত্রছাত্রীদের অভিভাবক ও পার্শ্ববর্তী অঞ্চলের শিক্ষানুরাগী ব্যক্তিদের।
বহু বছরের নিরলস সাধনার পথ পেরিয়ে আমাদের বিদ্যালয় আজ এমন একটি স্থানে উত্তীর্ণ যেখানে পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক নানা দিকের বিকাশে ও উন্নতিতে সকল ছাত্রছাত্রীদের প্রতি অবাধ সস্নেহ দৃষ্টি দিয়েছে। একই সঙ্গে তাদের মধ্যে আত্মনিয়ন্ত্রন, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা, সরলতা, কর্তব্যবোধ, জাতীয় সংহতি, মূল্যবোধ, সহমর্মিতা, পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা প্রভৃতি বিশেষ দিকগুলির উন্মেষে সার্বিক ভূমিকা নিয়েছে। বিদ্যালয়ের গ্রন্থাগারের উপযুক্ত মানের নানা বই-এর সম্ভার ছাত্রছাত্রীদের উৎসুক মনের পিপাসাকে যথাযথরূপে চরিতার্থ করতে পেরেছে এবং করে যাচ্ছে। বিদ্যালয়ের প্রস্তাবিত দেওয়াল পত্রিকা ‘ত্রিধারা’-র প্রকাশ ছাত্রছাত্রীদের সৃজনী ক্ষমতার বিকাশের অন্যতম মাধ্যম হয়ে উঠতে চলেছে। Mid-Day-Meal ব্যবস্থা এককথায় বলতে গেলে অত্যন্ত পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত। আরও একটি উল্লেখযোগ্য দিক বিদ্যালয়ে রয়েছে জীবাণুমুক্ত শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা।
সর্বোপরি, বিদ্যালয়ের ছাত্রছাত্রী-শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সম্পর্কের অটুট বন্ধন যা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গীর উপর প্রতিষ্ঠিত তা উত্তরোত্তর বিদ্যালয়ের সকল দিকের শ্রীবৃদ্ধিকে সহজতর করে তুলেছে।
মূল ভাবনা - বিপ্লব সাহা, সহকারী শিক্ষক (বাংলা বিভাগ)
১.১.১৯৭১ তারিখে কলিকাতার ট্যাংরা অঞ্চলের কামারডাঙ্গা পটারী রোড এলাকার কিছু বিদ্যোৎসাহী ব্যক্তির উদ্যোগে এলাকার বালক বালিকাদের শিক্ষার্থে 7, Kamardanga, Kolkata 700046 ঠিকানায় জ্ঞানেন্দু শিক্ষা নিকেতন প্রতিষ্ঠিত হয়। ১.১.১৯৭৩ থেকে কার্যকর হিসেবে বিদ্যালয়টি 2-Class Junior High হিসেবে সরকারী অনুমোদন লাভ করে। ১.১.১৯৮০ থেকে কার্যকর হিসেবে বিদ্যালয়টি মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদন ক্রমে দেবেন্দ্র চন্দ্র দে রোড, কলিকাতাস্থিত মাড়ের বাগান প্রাথমিক বিদ্যালয় ভবনে দিবা বিভাগে স্থানান্তরিত হয়।১.১.১৯৮৪ থেকে কার্যকর হিসেবে বিদ্যালয়টি 4-Class Junior High হিসেবে উন্নীত হয়। ফেব্রুয়ারি ২০০২ থেকে মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদন ক্রমে বিদ্যালয় 7/1 Kulia Tangra 2nd Lane, Kolkata 700015-এ পৌরনিগমের প্রাথমিক বিদ্যালয় ভবনে প্রাতঃ বিভাগে স্থানান্তরিত হয়। এরপর বিদ্যালয় ১.১.২০১৫ থেকে কার্যকর হিসেবে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয় এবং পৌরনিগমের প্রাথমিক বিদ্যালয় ভবন থেকে 28, Canal South Road, Tangra, Kolkata 700015-এ অবস্থিত বাস্তুহারা বিদ্যাপীঠের প্রাতঃ বিভাগে স্থানান্তরিত হয়।
শিক্ষার সর্বাঙ্গীণ উন্নতিকল্পে ছাত্র-ছাত্রীদের সুকুমার বৃত্তিগুলির বিকাশ সাধন করে, তাদের মধ্যে চারিত্রিক শৃঙ্খলা এনে, প্রকৃত শিক্ষাদান করাই বিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য। বস্তুতঃ “বিদ্যালয় হল মানুষ গড়ার কারখানা” – এ আদর্শকে সামনে রেখেই বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন এর উপর গুরুত্ব দিয়েছে। নৈতিক চরিত্র গড়ার মধ্য দিয়ে প্রতিটি ছাত্র-ছাত্রীকে ভবিষ্যতের সুনাগরিক গড়ে তুলতে সাহায্য করছে বিদ্যালয়, সেই শুরু থেকে বিদ্যলয় এই দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করছে। সম্প্রতি বিদ্যালয় মাধ্যমিক স্তরে উন্নীত হয়েছে। শুরুর জড়তা কাটিয়ে বেশ কিছু ছাত্র-ছাত্রী বিদ্যালয়ের শেষ পরীক্ষায় কৃতিত্ব দেখাতে সমর্থ হয়েছে। ছাত্র-ছাত্রীদের খেলা-ধুলার প্রতিও বিদ্যালয় দৃষ্টি রেখেছে। পঠন-পাঠন ও খেলা-ধুলা দুটি’ই ছাত্র-ছাত্রীদের কাছে অপরিহার্য, একটি আর একটির পরিপূরক। মানসিক উন্মেষের প্রকৃত বিকাশ তখনই সম্ভব যখন চারিত্রিক দৃঢ়তা, নিয়মানুবর্তিতা, স্বাস্থ্যের শ্রীবৃদ্ধির বিকাশ সম্ভব এবং এগুলি খেলা-ধুলার মাধ্যমেই সম্ভব। ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের প্রতিও বিদ্যাপীঠ দৃষ্টি রেখেছে। আমরা যখন আমাদের অর্ধশতবর্ষের দিকে এগোচ্ছি, তখন স্কুলটিকে ধারাবাহিকভাবে সমৃদ্ধ করার জন্য, পরিপূর্ণতা দানের জন্য আমরা অনলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আমাদের সাংস্কৃতিক ক্রিয়াকলাপ, শিক্ষার্থী-শিক্ষক সম্পর্ক অটুট রাখার জন্যও বদ্ধপরিকর। সর্বোপরি আমরা আমাদের সকল শিক্ষার্থীকে আমন্ত্রন জানাই, যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করার জন্য।