HSC ACADEMIC

Batch 24

Batch 25 

 (BANGLA MEDIUM)

প্রিয় একাদশ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা,

স্কুল জীবন শেষে তোমরা লেখাপড়া জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি ধাপে পদার্পন করেছো। কারণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই সময়ের পড়ালেখার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া কলেজ শুরু থেকে এইচএসসি বোর্ড পরীক্ষা পর্যন্ত মোট সময় ২ বছর ধরা হলেও মূলত প্রস্তুতির জন্য ১৮ মাস সময় পাওয়া যায়। তবে তুলনামূলক বড় সিলেবাস, পড়ালেখার পরিধি বেশি আর কিছুটা কঠিন হওয়ায় বোর্ড পরীক্ষার জন্য পরিপূর্ণ প্রস্তুতি এই কম সময়ের মাঝে নেওয়া কঠিন। তাই তোমাদের পড়ালেখা একটু আগে থেকেই গুছিয়ে নিতে হবে। তাহলে ভালোভাবে প্রস্তুতি নিয়ে সময়ের মধ্যে সিলেবাস সম্পূর্ণ করা সম্ভব।

 

তোমরা জানো, একাদশ শ্রেণির পড়ালেখা মূলত এইচএসসি পরীক্ষার ভিত্তি তৈরি করে। একাদশ শ্রেণির প্রস্তুতি ভালো হলে তা দ্বাদশ শ্রেণির প্রস্তুতিতে অনেকাংশে সাহায্য করে। তাই HSC বোর্ড পরীক্ষার প্রস্তুতি একাদশ শ্রেণি থেকেই শুরু করা জরুরি। আর HSC বোর্ড পরীক্ষার রেজাল্ট তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। এজন্য HSC-তে ভালো রেজাল্ট করতে চাইলে এখন থেকেই একাদশ শ্রেণির সম্পূর্ণ প্রস্তুতিতে তোমাদের মনোনিবেশ করতে হবে। এজন্য তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষার প্রস্তুতির কথা বিবেচনায় ‘ISR STUDY HOME এর আয়োজন “HSC 1st Year একাডেমিক প্রোগ্রাম ২০২২”। যেখানে- তোমাদের পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান বিষয়ের উপর একাদশ শ্রেণির সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করা হবে।

 

বিঃদ্রঃ এছাড়া একাদশ শ্রেণি মূল কোর্সে ভর্তিচ্ছুদের জন্য থাকছে অনলাইনে 1 Week ফ্রি কোর্স! যার মাধ্যমে তোমরা এই কোর্সের ক্লাস ও পরীক্ষাগুলো কেমন হবে, কীভাবে তোমাদের প্রস্তুতিতে তা সাহায্য করবে এবং সম্পূর্ণ কোর্সটি সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে।


►কোর্স ফি:

1 Week ফ্রি কোর্স বিবরণী:

►মূল কোর্স বিবরণী:

তোমার ভর্তি সম্পূর্ণ হবার মেসেজ পাওয়ার পরই তুমি রুটিন পেজে লগ ইনকরতে পারবে