বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি তাতে নিজের পরিবার, আত্মীয়, বন্ধু-বান্ধব, পরিচিত যে কারো COVID-19 এ সংক্রমিত হওয়া শুধু সময়ের ব্যাপার । প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো যেহেতু সফল হয়নি, এখন প্রতিকারমূলক ব্যবস্থার জন্য তৈরি থাকার বিকল্প নেই । নিজের পরিবারের কথা ভেবেই ফেসবুকে বিভিন্ন জনের শেয়ার করা তথ্যমূলক পোস্টগুলো সংগ্রহ করে রাখছিলাম । যারা নিজেদের অভিজ্ঞতা থেকে তথ্যগুলো শেয়ার করেছেন, তাদের প্রতি অপরিসীম কৃতজ্ঞতা । কারো জানা অন্য কোন উপকারি তথ্য থাকলে, আর সেটা জানালে, যুক্ত করে দিবো । কোন তথ্য ভুল থাকলে বা পুরনো হয়ে গেলে, সেটাও ঠিক করে রাখবো । প্রয়োজনের সময়ে একটা সঠিক তথ্যও জীবন আর মৃত্যুর মাঝে পার্থক্য গড়ে দিতে পারে, সেই ভাবনা থেকেই শেয়ার করা । ঔষধের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয়, এটা মাথায় রাখতে হবে ।
Emergency Services (Bangladesh): Link (The best possible source for everything)
Fighting COVID-19 on the front line: Link
Front Liners' Notes:
(1) Original Post, PDF
(2) Original Post, PDF
DMC COVID-19 Test: Original Post, PDF
COVID-19 Test at ICDDR,B: Link
More on COVID-19 Tests: Link
COVID-19 Protocol for Hospitals: Original Post
Hospitals with ICU: Original Post
Online Health Service: Link
Oxygen at Home: Link