AMobileware বাংলা
Bangla
মোবাইল ফোনের জন্য সফটওয়ের বিভিন্ন প্লাটফর্মে তৈরি করা যায়। ঊইন্ডোজ মোবাইল, সিম্বিয়ান, ফ্ল্যাশ লাইট, নোকিয়া সিরিজ, জাভা ইত্যাদি। জাভার মাইক্রো এডিশন (MIDP/CLDC) মোবাইল ফোনের জন্য উপযোগী।
জাভার অনেক প্রোফাইল আছে যার মধ্যে সব একসেটে থাকে না। কোন মোবাইল সেটে কি কি প্রোফাইল আছে তা জানতে এখানে যাওয়া যেতে পারে।
প্রোগ্রাম কম্পাইল করার জন্য Sun WTK ব্যবহার করা যায়। WTK এর ktoolbar রান করতে হয়। সেখান থেকে New Project তৈরী করার সময় midlet class এর নাম দিতে হয়। midlet (applet বা servlet এর মত) তে মোবাইল এপ্লিকেশন ম্যানেজ করা হয়। start, pause, destroy প্রভীতি মেথড দিয়ে midlet এর execution flow নিয়ন্ত্রন করা হয়। প্রোগ্রাম চালু করলে প্রথমে midlet এর constractor তারপর start মেথড কল করা হয়। external event হলে (যেমন কারোর কল আসলো) তখন pause মেথড কল করা হয়।
Last updated: 15th May, 2008
(c) copyright by Ataul Haque