INCOME TAX SOFTWARE FOR MULTIPLE EMPLOYEE
INCOME TAX SOFTWARE FOR MULTIPLE EMPLOYEE
সফটওয়্যারটির মূল্য 2000 টাকা
“ইনকাম ট্যাক্সের হিসাব” অত্যন্ত জটিল এবং সময় গ্রাসকারী কাজ। জটিলতার পরিমাণ আরও অনেকগুণ বেড়ে যায়, যখন কোনো সংস্থায় কর্মীর সংখ্যা অনেক বেশি থাকে। যেমন -
পশ্চিমবঙ্গের বেশিরভাগ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ৩০ থেকে ৮০ জন শিক্ষক/শিক্ষিকা কর্মরত।
এছাড়াও পশ্চিমবঙ্গের একজন S.I. of Schools এর অধীনে প্রায় ২০০ থেকে ৪০০ জন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক/শিক্ষিকা কর্মরত।
এসব ক্ষেত্রে নিম্নলিখিত সমস্যা গুলি দেখা যায় -
(ক) এতজন কর্মীর ইনকাম ট্যাক্সের হিসাব করা অত্যন্ত জটিল একটি কাজ।
(খ) এতজন কর্মীর ইনকাম ট্যাক্সের হিসাব করতে অনেক সময়ের প্রয়োজন।
(গ) আবার অনেক ক্ষেত্রে সঠিক ভাবে ইনকাম ট্যাক্সের হিসাব করতেও অনেকে ভয় করেন।
(ঘ) এছাড়া ট্যাক্সের বিষয়ে অনেক তথ্য মাথায় রেখে সঠিকভাবে ট্যাক্সের হিসাব করা একটি জটিল কাজ। যদি হিসাবে কোনও ভুল হয় তাহলে ইনকাম ট্যাক্সের রিটার্ন সাবমিট করার সময় অনেক সমস্যা হয়।
(ঙ) এতজন কর্মীর ট্যাক্সের হিসাব যদি বহিরাগত কোনও ব্যক্তির দ্বারা করানো হয় তাহলে সকল কর্মীর তথ্য অন্যের কাছে চলে যাওয়া একটা ঝুঁকিপূর্ণ বিষয়।
এই সকল সমস্যার সমাধান করে খুব সহজেই এবং খুব কম সময়ে সকল কর্মীর ইনকাম ট্যাক্সের হিসাব করতে এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে।
পশ্চিমবঙ্গে সকল প্রাথমিক/মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকার বেতন করা হয় https://osms.wbsed.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে। এই ওয়েবসাইট থেকে প্রতি মাসে সকল কর্মীর বেতনের তথ্য Excel Sheet এ ডাউনলোড করা যায়। এই পদ্ধতিটির উপর ভিত্তি করে এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে।
নিম্নলিখিত তিনটি ধাপে সফটওয়্যারটি কাজ করে:
১) প্রথম ধাপ : https://osms.wbsed.gov.in/ ওয়েবসাইট থেকে সকল কর্মীর ১২ মাসের বেতন Excel Sheet এ ডাউনলোড করতে হবে। এক্ষেত্রে মাত্র ২ মিনিট সময় প্রয়োজন। (ভিডিও দেখুন)
২) দ্বিতীয় ধাপ : ডাউনলোড করা ১২ মাসের বেতন ইনকাম ট্যাক্স সফটওয়্যারে প্রবেশ করতে হবে। এক্ষেত্রে মাত্র ১০ মিনিট সময় প্রয়োজন। (ভিডিও দেখুন)
৩) তৃতীয় ধাপ : এক ক্লিকে সকল কর্মীর ইনকাম ট্যাক্সের হিসাব করতে পারবেন ৫ মিনিটেরও কম সময়ে। (ভিডিও দেখুন)
বিগত ৫ বছরের বেশি সময় ধরে ৮ টি অবর বিদ্যালয় পরিদর্শকের অফিস ( লাভপুর চক্র, লাভপুর দক্ষিণ চক্র, নলহাটি পশ্চিম চক্র, রানিবাঁধ চক্র, রানিবাঁধ উত্তর চক্র, পাত্রসায়ের চক্র, পাত্রসায়ের উত্তর চক্র, রায়না-৩ চক্র, ময়না চক্র এবং হলদিয়া চক্র, পূর্ব মেদিনীপুর ) - এর অন্তর্গত প্রায় ৫০০০ প্রাথমিক শিক্ষক/শিক্ষিকার ইনকাম ট্যাক্সের হিসাব ও FORM-16 তৈরি এই সফটওয়্যারটির সাহায্যে করা হয়েছে এবং হবে। সকল শিক্ষক শিক্ষিকার Annexture-A এবং Annexture-B একদিনে তৈরি করা যায়।
প্রত্যেক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং অবর বিদ্যালয় পরিদর্শকের অফিস এই সফটওয়্যারটি ব্যবহার করলে সুফল পাবেই।
সুতরাং আর দেরি না করে আজই এই সফটওয়্যারটি কিনুন।
Please send email at "evbasoftware@gmail.com" or call / WhatsApp 9800074626
সফটওয়্যারটির বৈশিষ্ট :
1. 5 মিনিটেরও কম সময়ে বেতনের তথ্য (12 মাস) সফটওয়্যারে প্রবেশ করানো যায়। আপনার কর্মী সংখ্যা যতই থাকুক, খুবই কম সময়ে এটি করা যায় (উদাহরণ: 100/200/300/500/1000/2000)।
2. আপনি "GIST" শিটে 5 মিনিটেরও কম সময়ে সমস্ত কর্মচারীর আয়কর রিপোর্ট তৈরি করতে পারবেন।
3. আপনি 5 মিনিটেরও কম সময়ে 20 জন কর্মচারীর ফর্ম-16 তৈরি এবং ডাউনলোড করতে পারবেন।
4. আপনি একটি ক্লিকে সমস্ত কর্মচারীর ফর্ম-16 (এক্সেল/পিডিএফ) ডাউনলোড করতে পারবেন।
5. আপনি একজন কর্মচারীর Excel বা PDF ফর্ম-16 ফাইল ডাউনলোড করতে পারবেন।
6. সিরিয়াল নম্বর/ প্যান/ মোবাইল/ অ্যাকাউন্ট নম্বর দ্বারা কর্মচারী খুঁজে বের করতে পারবেন।
7. বেতন বিবরণীও তৈরি করতে পারবেন।
8. পরিচালনা করা সহজ।
9. খুবই কম সময়ে Form-16 তৈরি করা যায়।
10. প্রিন্ট করা সহজ।
11. যেকোনো কম্পিউটারে সফটওয়্যারটি কাজ করে।
12. কম্পিউটারে Java, VB এবং অন্যান্য Database software ইন্সটল করার প্রয়োজন নেই।
________________________________________________________________________
প্রশ্ন: যে ব্যক্তি কাজটি করবেন তিনি কিভাবে ইনকাম করবেন এই সফটওয়্যারের মাধ্যমে?
1. যদি কোনো S.I. of Schools এর অধীনে ২০০ জন শিক্ষক/শিক্ষিকা থাকেন, তাহলে প্রত্যেকের কাছে থেকে Form-16 এর জন্য ১০০ টাকা নেওয়া হলে মোট (২০০ x ১০০) = ২০০০০ (কুড়ি হাজার) টাকা ইনকাম করা যায়।
2. এর পর রিটার্ন সাবমিট এর জন্য প্রত্যেকের কাছে থেকে ২০০ টাকা নেওয়া হলে মোট (২০০ x ২০০) = ৪০০০০ (চল্লিশ হাজার) টাকা ইনকাম হবে।
তাহলে বছরে মোট ৬০০০০ টাকা ইনকাম করা যাবে।
সুতরাং এই সফটওয়্যার কিনে খুব সহজেই কম সময়ে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন।
রেফার করে ইনকাম:
আপনার পরিচয় করে দেওয়া একজন ক্রেতা যদি সফটওয়্যারটি ক্রয় করে তাহলে আপনি ৩০০ টাকা কমিশন পাবেন। (উদা: ১০ জনে ৩০০০ টাকা কমিশন পাবেন)। যত বেশি রেফার করবেন তত বেশি কমিশন পাবেন।
________________________________________________________________________
স্যাম্পল সফটওয়্যার টি ডাউনলোড করুন এবং দেখুন কিভাবে সফটওয়্যার টি কাজ করে।
see video : How to use Income Tax Calculation Software for Multiple Employee
QR কোডটি স্ক্যান করে টাকা প্রদান করুন।
২০২২-২৩ অর্থবর্ষে যে সকল ব্যক্তি সফটওয়্যারটি কিনেছেন।