UtsoMuk
Visual Emotions
UtsoMuk
Visual Emotions
// by Saptarshi Chakraborty //
ছোটবেলায় বইতে পড়েছি ভিন্ন দেশের ভিন্ন জাতির ভিন্ন ভাষা রয়েছে। আমার দেশেরই ভাষার সংখ্যা প্রায় উনিশ হাজার।
সেই সময় থেকেই মনবাঞ্ছা ছিল আমি নিজের একটা ভাষা তৈরি করবো।
তখনও ভাবতে পারিনি নিজের মাতৃভাষাকে আয়ত্বে আনতেই কতটা দক্ষতা ও শিক্ষার প্রয়োজন হয় ।
বড় হওয়ার সাথে সাথে অনুভব করলাম অক্ষর বা শব্দের ভাষা থেকে দৃশ্যের ভাষা ও তাঁর ভাবের প্রতি মন টানছে বেশি।
ধীরে ধীরে শুরু হলো মনের খিদে মেটানোর প্রচেষ্টা। আজও সেই চেষ্টাই চলছে। যাকে বলা যায় দৃশ্য দর্শনের "রেওয়াজ"।