ঐতিহ্য মেনে প্রতি বছর "বালি ব্যারাকপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি" কুমোরটুলি থেকে নৌকায় করে দুর্গা প্রতিমা নিয়ে যায়। তিনটি নৌকায় প্রায় ঘন্টা খানেক উজান বেয়ে সাবেকি ধাঁচের প্রতিমা যখন বালী কাকেশ্বর ঘাটে পৌছায় তখন প্রতিমা দেখার জন্য ভীড় জমে যায় ঘাটে। এলাকার মহিলারা শাঁখ বাজিয়ে উলু দিয়ে মাকে বরণ করে তারপর ধীরে ধীরে প্রতিমাগুলি একে একে মন্ডপে নিয়ে যাওয়া হয়।