বিড়ি, সিগারেট, আমি ও নেপথ্যে ঝড়
কোন একদিন, কোন এক চায়ের দোকানে, ঝড় নিয়ে কথোপকথনের মধ্যে দিয়ে ঝড়ের ব্যাখ্যা। (বাস্তবকে কল্পনার কলমে রূপ দেওয়ার প্রয়াস) রেমাল ঝড়ের ছবি ব্যবহার করা হয়েছে।
বিড়ি, সিগারেট, আমি ও নেপথ্যে ঝড়
কোন একদিন, কোন এক চায়ের দোকানে, ঝড় নিয়ে কথোপকথনের মধ্যে দিয়ে ঝড়ের ব্যাখ্যা। (বাস্তবকে কল্পনার কলমে রূপ দেওয়ার প্রয়াস) রেমাল ঝড়ের ছবি ব্যবহার করা হয়েছে।
কোন একদিন, কোন এক চায়ের দোকানে, ঝড় নিয়ে কথোপকথন -
বিড়ি- ঝ্র ক্যানি হয় বলেন দ্যাখিতো বাবু ?
সিগারেট- ঝড় কেন হয় ও সব তোর মাথায়ে ঢুকবে না, তার চেয়ে তোর কি মনে হয় সেটা আগে বল শুনি ।
বিড়ি- আমার কথা শোনবেন!... তাহলে শোনেন, পকিতি যখ্ন ভেসন রাগি যায় তখ্ন সে এসব গোল বাঁধায়
সিগারেট- তোর মাথা আর আমার মুণ্ডু, প্রকৃতির আবার রাগ হবে কি করে !
বিড়ি- তালে বলি শোনেন… আমার বয়স তখ্ন ১০ কি ১১, আমাদের গাঁর পাসে এক জংগল সি্লো আর তার ধার দিয়ে ছিল নদী। কত ইয়্যা বড় বড় গাছ ছ্যালো সে জংগলে। তারপর একদিন শহর থিকে বাবুরা এল, কত মাপজোক কল্ল সে জংগল নিয়ে …
সিগারেট- তারপর ?
বিড়ি- তারপর আর কি ! জংগল হাপিস্ । মস্ত এক কারখানা হল সেখানি। তকন বামুন বুড়া বলেছিল যে এবার নাকি আমাদের গাঁয়ে শাপ লাগবে।
সিগারেট- তা কি শাপ লাগল শুনি।
বিড়ি- পরের বছর বোসেখ মাসে, সে কি ঝ্র, তোফান, মোসল ধারে বেসটি । তিনদিন হয়ে গেল, বেসটির বেরাম নাই । আমরা তত্দিনে সবাই ইশকুল বাড়িতে গিয়ে উঠেছি । পকিতির রাগ কমতে কমতে হপ্তা পার । ততদিনে আমাদের সবার ঘরদোর সব তচনচ আর নদীর ভাঙনে কারখানা গ্যাছে তলিয়ে।
সিগারেট- তারপর?
বিড়ি- তারপর আর কি! আমাদের আবার নতোন করে আবার ঘর বাঁধা, ওই আপনারা যারে কন্- শোননো থিকা শুরু।
আমি- ঠিক যেন কার্য আর কারণ, আমরা প্রকৃতির ভারসাম্য নষ্ট করলাম আর প্রকৃতি আমাদের । একদম যেন conflict and climax । The Cause of Global Warming ।
সিগারেট- আরে আরে, আপনি কে মশাই???
আমি- কে মানে! আমিই তো লিখছি আপনাদের কথা । ছবিও দেব আমার দেখা কিছু ।
সিগারেট- ওহ, বুঝেছি আমাদের নিয়ে গল্প লিখছেন বুঝি! তা লিখুন, তবে ওই The Cause of Global Warming-এর জন্যে আবার আমাদের উন্নয়ন দায়ী করবেন না মশাই । মানে ওই North Pole-র বরফ গলার জন্যে নদীয়ার উন্নয়নকে দায়ী করার মত আরকি ।
আমি- সে সব জানি না, যে কি করব আর কিইবা করব না ।
সিগারেট- ওহ, তা কি সব বললেন যেন- প্রকৃতির ভারসাম্য… conflict and climax, দিন তো দেখি তার ছবি।
আমি- বেশ দিচ্ছি তাহলে-
Conflict
Climax
সিগারেট- কি যেন সব বলেছিলেন ‘ঠিক যেন কার্য আর কারণ, আমরা প্রকৃতির ভারসাম্য নষ্ট করলাম আর প্রকৃতি আমাদের’ তা প্রকৃতি আমাদের ভারসাম্য নষ্ট করতে গিয়ে তো নিজেরও বিপত্তি ডেকে আনছে, মানুষ ছাড়াও তো কত গাছপালা পশুপাখির চরম ক্ষতি হচ্ছে এরা তো প্রকৃতির কোন ক্ষতি করেনি তাও তাদের এই পরিণাম ঘটছে কেন ? একে আপনি কি বলবেন ?
আমি- Collateral Damage বলতে পারেন ।
সিগারেট- কিরে বিড়ি, কি বুঝছিস ?
বিড়ি- আমি তো বলেছিলুম যে পকিতি যখ্ন ভেসন রাগি যায় তখ্ন সে গোল বাঁধায়, তা ওই বাবুও তো মনে হয় সিটাই বলতি চাছ্ছি । তবে ইনজিরিতে কি সব বললিন সে সব বুঝি নাই ।
সিগারেট- তা নিজের ভাল তো পাগলেও বোঝে, প্রকৃতি বোঝে না !
আমি- বোঝে, হয়তো অন্য অর্থে ।
সিগারেট- ওঃ, তাহলে আপনি আর ওই বিড়ি এই বোঝেন ! আর দুনিয়ার সব পাগল । দাঁড়ান তাহলে …
সিগারেট মোবাইল সার্চ করে পড়তে শুরু করল- ‘সমুদ্রের কোনও স্থানে বায়ুর তাপ বৃদ্ধি পেলে সেখানকার বায়ু উপরে উঠে যায়। ফলে বায়ুর চাপ ব্যাপকভাবে হ্রাস পায়। একে নিম্নচাপ বলে। এ নিম্নচাপ অঞ্চলে প্রায় বায়ুশূন্য অবস্থা থাকে বলে আশপাশের অঞ্চল থেকে বায়ু প্রবল বেগে ঘুরতে ঘুরতে নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসে। এ নিম্নচাপ কেন্দ্রমুখী প্রবল ঘূর্ণি বায়ু প্রবাহকে ঘূর্ণিঝড় বলে।’- এবার বলুন
আমি- আপনি যা পড়ে গেলেন তা অনেকটা Proposition আর Rising Action মনে হল, কিন্তু এসব ঠিক কোন কারণে ঘটছে তার উত্তর আরও গভীরে আছে বলে আমার অনুমান, সব কিছু কি ঠিক এই ভাবে ব্যাখ্যা যায় নাকি !
সিগারেট- কি Proposition আর Rising Action হচ্ছে এখানে মশাই !
আমি- ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি-
Proposition
Rising Action
সিগারেট- ছবি আর কোথায়ে? সব তো Screenshot দেখছি, ওঃ এখনতো সব কিছুই আবার ‘ART’ বলে চালান আপনারা । তা Screenshot দিয়েই তো সব করতে পারতেন, ওই কটা ছবিরই বা কি দরকার ছিল?
আমি- ওই… যা মনে হল তা করলাম, তবে Screenshot-ও দুমদাম নিলেই আর হয় নাকি, আগে তো সঠিক জায়গাটা নির্বাচন করতে হয় আর সেটার জন্যেও তো কিছুটা হলেও বুঝতে হয় নাকি…
সিগারেট- নাটক… তা আপনার আর কি বাকি রইল মশাই, যা বাকি আছে তা দিয়ে শেষ করুন, তারপর সবটা একবার একসাথে দেখি ।
আমি- হুম…
Falling
আমি- এবার আপনারা দুজনেই বলুন, যে সব দেখে কি বুঝলেন ?
সিগারেট- বলছি, তবে কিছু মনে করবেন না মশাই ।
আমি- না না, ঠিক আছে আপনার যা মনে হয়েছে তা নির্দ্বিধায় বলুন ।
সিগারেট- Rubbish, না ঠিক আছে বাংলার না ঠিক আছে কোন ছবির, Timeline তো ঘেঁটে ঘ ।
ক্লাস ৭-৮ এর ছেলে-মেয়েরা আপনার থেকে ভাল লেখে মশাই । বানান ভুল তো উপরি পাওনা আপনার ।
অনেক পড়তে হবে মশাই আপনাকে ।
তবে আবার AC Room-এ বসে বিভূতি বাবুর ‘আরণ্যক’ পড়ে ভাববেন না যে সব বুঝে গেছেন ।
গুরুদেব বলে গেছেন- 'ভাবো, ভাবো, ভাবা প্র্যাকটিস করো'
সব কিছু অতো সস্তা নয়, অনেক পরিশ্রম করতে হবে। বুঝলেন মশাই ।
আমি- হুমম, বুঝলাম। পাঁকে না নেমে পদ্ম ফুলের ছবি তোলা যাবেনা আর বাংলাকে বলিষ্ঠ করতে হবে ।
তা বিড়ি বাবু আপনিও কিছু বলুন।
বিড়ি- আমার কি আর অত গ্যন-গম্মি আছে বাবু যে কিসু বলবো, তবে এটটুকু বুঝি্ যে, ঝ্র সো্লে জা্বার পর যে ঝ্রটা আমাদের জেবনে আসে, সেটা আমাদের আরও বেশি খেতি করে। সেই ঝ্রের গপ্পোটা কেম্নে বলবেন বাবুরা?
Connect with me on social media platforms