প্রিয় ছাত্রছাত্রী, প্রাক্তনী, শিক্ষক সহকর্মী ও ভূগোল অনুরাগী শিক্ষাব্রতী,
আগামী ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ আমাদের দেশ তথা ভারতীয় ভূগোলচর্চার জনক বলে যিনি বিশ্বে সম্মানিত, সেই পদ্মশ্রী অধ্যাপক শিবপ্রসাদ চট্টোপাধ্যায় স্যারের ১২০ তম জন্মশতবার্ষিকী। বিভাগীয় সিদ্ধান্ত অনুসারে আমাদের বিভাগের বার্ষিক পত্রিকা ‘পরিক্রমণ’ ২০২১-২২ ও ২০২২-২৩ এর দুটি সংখ্যা যুগ্মভাবে প্রকাশ করা হবে ঐ দিনে। ভূগোল বিভাগের সকল ছাত্রছাত্রী, প্রাক্তনী, শিক্ষক সহকর্মী ও ভূগোল অনুরাগী শিক্ষাব্রতী যারা মৌলিক লেখা দিতে চান, আগামী ফেব্রুয়ারি ৫ তারিখের মধ্যে নিচের মেইল আইডি (geography@raidighicollege.org.in) তে লেখা পাঠাবেন। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও অংশগ্রহণ একান্ত কাম্য। লেখা পাঠাবেন বাংলা বা ইংরাজি যে কোন ভাষায় সুস্পষ্ট হাতের লেখায় A4 সাইজ পাতার একদিকে অথবা টাইপ করে পাঠালে, বাংলা অভ্র (কালপুরুষ) ফন্টে অথবা আপনার সুবিধামত যে কোন ফন্টে পাঠাতে পারেন। বিশেষ প্রয়োজনে বিভাগীয় অধ্যাপক ড. শিশির চ্যাটার্জি’র সাথে সাথে যোগাযোগ করে নেবেন।
লেখা পাঠাবেন ভূগোল ও পরিবেশ সম্পৃক্ত সাম্প্রতিক কালের ভৌগোলিক ঘটনা সম্বলিত তথ্যবহুল প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, সমসাময়িক সমস্যা নিয়ে প্রবন্ধ, আঞ্চলিক ইতিহাসের সাথে ভৌগোলিক সম্পর্ক, সুন্দরবনের যে কোন বিষয় নিয়ে লেখা যাবে। রায়দিঘি অঞ্চলের উপর যে কোন বিষয় সম্পর্কিত লেখা অগ্রাধিকার থাকবে।
ভূগোল বিভাগ, রায়দিঘি কলেজ
১৫/০১/২০২৩
পরীক্ষা সংক্রান্ত জরুরী নির্দেশিকা
বিশেষ বিজ্ঞপ্তি
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের নির্দেশক্রমে আগামী ১৫ ই জানুয়রি, ২০২২ থেকে ৩১ শে জানুয়ারি, ২০২২ পর্যন্ত তৃতীয় ও পঞ্চম সেমেস্টার (অনার্স ও জেনারেল) এবং পার্ট-১ ও পার্ট-২ (অনার্স ও পাস) পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে। সকল সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নির্দিষ্ট নিয়ম পরীক্ষার কাজে সহায়তার নির্দেশ দেওয়া হচ্ছে। - আদেশানুসারে ১২/০১/২০২২
বিশেষ বিজ্ঞপ্তি
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের নির্দেশক্রমে ২য় সেমেস্টার অনার্স এর প্র্যাক্টিক্যাল পরীক্ষা ২০ এ আগস্ট, ২০২১ এর পরিবর্তে ২৩ এ আগস্ট, ২০২১ অনুষ্ঠিত হবে। - আদেশানুসারে ১৮/০৮/২০২১
বিশেষ বিজ্ঞপ্তি
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের নির্দেশক্রমে ৪র্থ সেমেস্টার অনার্স এর প্র্যাক্টিক্যাল পরীক্ষা ১৯ এ আগস্ট, ২০২১ এর পরিবর্তে ২১ এ আগস্ট, ২০২১ অনুষ্ঠিত হবে। - আদেশানুসারে ২৫/০৭/২০২১
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অনলাইন বি.এ./বি.এস.সি (অনার্স/জেনারেল) পরীক্ষা-২০২১
২৯ শে জুলাই, ২০২১ থেকে ২০ শে আগস্ট, ২০২১
ভূগোল বিভাগের অনার্সের ছাত্রছাত্রীদের Laboratory Note Book বা Project Work জমা দেবার জন্য নিম্নে দেওয়া নিজেদের ক্লাসের ট্যাবের উপর ক্লিক করতে হবে।
Important: ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে তারা Laboratory Note Book/Project Book/Theory বা Practical এর Answer Paper জমা করার জন্য কেবল মাত্র .pdf ফাইল ব্যবহার করবে। ফাইলের সাইজ বেশী বড় হবে না। নিজেদের সুবিধার জন্য ফাইল গুলি আগে কোর কোর্স অনুযায়ী নিজের রোল নাম্বারসহ Rename করে রাখতে পারে। যেমন GEOA_CC1_192534-11-0033 বা GEOG_CC5_182534-21-0001 অথবা GEOA_DSCA_192534-21-0005 ইত্যাদি।
আগামী ২৬.০৭.২০২১ মঙ্গলবার রাত ১০ পর্যন্ত সকল সেমেস্টার (অনার্স) এর Laboratory Note Book & Project Book এর সকল File জমা দেওয়া যাবে। এরপর একদিন অর্থাৎ ২৭ শে জুলাই, ২০২১ রিসার্ভ দিন হিসাবে জরুরী কারণ থাকলে বিশেষ অনুরোধে জমা করা যাবে। তারপর আর কোন লিঙ্ক কার্যকরী থাকবে না।
পার্ট-৩ (অনার্স) এর ছাত্রছাত্রীরা আগামী ০৩.০৮.২০২১ এর মধ্যে সংশ্লিষ্ট শিক্ষকের পরামর্শ অনুসারে তাঁদের খাতা জমা করতে পারবে।
জেনারেল কোর্সের ছাত্রছাত্রীদের কোন Laboratory Note Book জমা করতে হবে না। তাঁদের ঐ বিভাগের মার্কস পরীক্ষায় প্রশ্ন হিসাবে থাকবে। বিশদ বিবরণের জন্য বিভাগীয় শিক্ষকদের সাথে যোগাযোগ করতে হবে।
২২/০৭/২০২১
বিশেষ বিজ্ঞপ্তি
পঞ্চম সেমেস্টার (সাম্মানিক) ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে আগামী ১৩ ই মার্চ, ২০২১ সকাল সাড়ে ১০ টা থেকে Field Work & Research Methodology বিষয়ে অনলাইনে চূড়ান্ত ভাইভা নেওয়া হবে। জয়েনিং লিঙ্কসহ অন্যান্য তথ্য সবাইকে মেইল করা হয়েছে। যথাসময়ে হাজির হতে নির্দেশ দেওয়া হচ্ছে।
আদেশানুসারে
১০/০৩/২০২১
বিশেষ বিজ্ঞপ্তি
এতদ্বারা ভূগোল বিভাগের সকল সেমেস্টারের অনার্স ও জেনারেল কোর্সের ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে, বর্তমানে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের চলমান অনলাইন পরীক্ষার সকল খাতা তথা Internal Assessment, Tutorial, Theoretical ও Practical পরীক্ষার খাতাসহ Laboratory Note Book (জেনারেল কোর্সের জন্য প্রযোজ্য নহে) অনলাইনে সফট কপি জমা দেবার পর হার্ড কপি ওরিজিনাল নিজের দায়িত্বে রাখতে হবে। এই পরীক্ষার রেজাল্ট বের হবার দু’মাস পর পর্যন্ত এই খাতা সংরক্ষণ করা বাধ্যতামূলক। যে কোন দিন যে কোন সময় যে কোন খাতার ওরিজিনাল কপি চেয়ে পাঠাতে পারে বিশ্ববিদ্যালয়। ছাত্রস্বার্থে প্রচারিত।
আদেশানুসারে
০৮/০৩/২০২১
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অনলাইন বি.এ./বি.এস.সি (অনার্স/জেনারেল) পরীক্ষা-২০২০
৮ ই মার্চ, ২০২১ থেকে ২৬ শে মার্চ, ২০২১
ভূগোল বিভাগের অনার্সের ছাত্রছাত্রীদের Internal Assessment জমা দেবার জন্য নিম্নে দেওয়া নিজেদের ক্লাসের ট্যাবের উপর ক্লিক করতে হবে।
Important: ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে তারা Internal Assessment এর Paper জমা করার জন্য কেবল মাত্র .pdf ফাইল ব্যবহার করবে। ফাইলের সাইজ 10 MB এর থেকে বড় হবে না। তাদের সুবিধার জন্য ফাইল গুলি আগে কোর কোর্স অনুযায়ী নিজের রোল নাম্বারসহ Rename করে রাখতে পারে। যেমন CC1_192534-11-0033 বা CC5_182534-21-0001 অথবা DSCA_192534-21-0005 ইত্যাদি।
আগামী ২৭.০২.২০২১ শনিবার রাত ১০ পর্যন্ত তৃতীয় ও পঞ্চম সেমেস্টার (অনার্স) এর Internal Assessment এর সকল Paper জমা দেওয়া যাবে। এরপর লিঙ্ক কার্যকরী থাকবে না।
প্রথম সেমেস্টার (অনার্স) জন্য আগামী ০৩.০৩.২০২১ থেকে ০৬.০৩.২০২১ শনিবার রাত ১০ পর্যন্ত Internal Assessment এর সকল Paper জমা দেওয়া যাবে। এরপর লিঙ্ক কার্যকরী থাকবে না।
তৃতীয় ও পঞ্চম সেমেস্টার (অনার্স) এর Laboratory Note Book জমা দেবার শেষ সময় ০৪.০৩.২০২১ বৃহস্পতিবার রাত ১০ টা পর্যন্ত। এরপর লিঙ্ক কার্যকরী থাকবে না।
প্রথম সেমেস্টার (অনার্স) এর Laboratory Note Book জমা দেবার সময় ০৭.০৩.২০২১ থেকে ১১.০৩.২০২১ বৃহস্পতিবার রাত ১০ টা পর্যন্ত। এরপর লিঙ্ক কার্যকরী থাকবে না।
IA পরীক্ষার খাতা জমা দেওয়ার জন্য প্রত্যেক ছাত্র-ছাত্রীকে অবশ্যই মনে রাখতে হবে।
নির্দিষ্ট তারিখের মধ্যে উত্তরপত্র জমা দিতে হবে।
ফাইল টাইপ অবশ্যই .pdf হতে হবে।
ফাইল অবশ্যই 1MB -র কম হবে।
একবারের অধিক কেউ জমা করবে না।
ফিডব্যাক না পেলে গ্রুপে যোগাযোগ করবে।
অন্যান্য সমস্যার জন্য বিভাগীয় অধ্যাপকদের সঙ্গে যোগাযোগ করো।
বিশেষ বিজ্ঞপ্তি
আগামী ০৫/০৩/২০২১ ও ০৬/০৩/২০২১ শুক্র ও শনিবার পঞ্চম সেমেস্টার অনার্সের ফিল্ডের খাতা জমা নেওয়া হবে। সবাই নিজেদের খাতায় সার্টিফিকেটসহ জমা দেবে।
- আদেশানুসারে
২৫/০২/২০২১