কভার ফটো হলো আপনার বাসার ড্রয়িং রুমের মতো। অপরিচিত কেউ আসলে যেমন ড্রয়িং রুম দেখলে আপনার ঘরের পরিবেশ সম্পর্কে বুঝে ফেলে। ঠিক তেমনি আপনার কভার ফটো দেখলেও আপনার ক্লাইন্ট আপনার পেজ বা গ্রুপের পরিবেশ সম্পর্কে বুঝে ফেলবে, এটাও বুঝবে যে এই পেজ বা গ্রুপের কাজ বা উদ্দ্যেশ্য কি। তাই বাসার ড্রয়িং রুমের মতো আপনার কভার ফটোকেও সবসময় মার্জিত আর রুচিশীল রাখুন।


আর আপনার ফেসবুক কভার যদি করা হয় একজন প্রফেশনাল ডিজাইনার দিয়ে তাহলে তো কোন কথাই নেই। এর মাধ্যমে আপনি অন্য ১০ টা পেজ বা গ্রুপ থেকে সম্পূর্ন আলাদা ও পরিপাটি থাকবেন। আমরা গতো ৩ বছর ধরে সফলতার সাথে গ্রাফিক্স ডিজানিং করে আসছি। প্রতিটা সেক্টরের জন্য আমাদের আলাদা আলাদা ডিজাইনার রয়েছে এর মাধ্যমে একদিকে আমাদের প্রফেশনালিজম টিকে থাকে, অন্যদিকে ক্লাইন্ট ও তার রুচীশীল ডিজাইন পেয়ে খুশি থাকেন।


সোসাইল মিডিয়া কভার ডিজাইন প্যাকেজ সমূহঃ

  • গোল্ড প্যাকেজ> মূল্য ৪০০ টাকা

এই প্যাকেজে পাচ্ছেন ১ টি কভার ফটো + JPEG, PNG হাই রেজুলেশন ফাইল + আনলিমিডেড রিভিশন।


  • প্লাটিনাম প্যাকেজ> মূল্য ৬০০ টাকা

এই প্যাকেজে পাচ্ছেন ১ টি প্রিমিয়াম কভার ফটো + JPEG, PNG, PDF, PSD হাই রেজুলেশন ফাইল + ইডিটেবল Ai, EPS ফাইল + আনলিমিডেড রিভিশন।

*আনলিমিটেড রিভিশন বলতে আপনার পছন্দ না হওয়া পর্যন্ত আমাদের টিম আপনাকে সাফোর্ট দিবে।

ধন্যবাদ

টিম শেপ বিল্ডার