আমরা শেপ বিল্ডার, বাংলাদেশের একটি পেশাদার গ্রাফিক্স ডিজাইনার টিম। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করছি আমরা। দেশী-বিদেশী প্রায় ৫০০ এর অধিক ক্লাইন্টের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে আমাদের। লোগো ডিজাইন, বিজনেস কার্ড, ব্রশিওর, ফ্লায়ার, ফেসবুক ব্যানার সহ একটি ব্যাবসায়ের A-Z ব্রান্ডিং ডিজাইনের কাজ করে আমাদের টিম। অভিজ্ঞ টিম নিয়ে ২৪ ঘন্টা ই আমাদের সেবা চালু।
ডিজাইনিং কেন করাবেনঃ
আপনি কি দারাজ, পিকাবো সম্পর্কে জানেন? কেন তারা আজকের এই পর্যায়ে? তার অন্যতম একটি কারন হচ্ছে ব্রান্ডিং। দারাজ বা অন্যান্য প্রতিষ্ঠান তাদের ব্রান্ডিং টা স্মার্ট ভাবে করেছে। ওদের ফেইসবুকে গেলে দেখবেন বিভিন্ন ধরণের প্রমোশনাল ডিজাইন, তাদের একটা জরিপে বলা হয় তাদের ফেইসবুকের ছবি ক্লিক থেকেই তাদের ৭০% ক্রেতা আসে। তাছাড়া আপনিও হয়তো আমাদের সাইটেও এসেছেন প্রমোশনাল ডিজাইন দেখে।
আবার কম-বেশি অনেকেই অনলাইনে প্রোডাক্ট সেল নিয়ে কাজ করছেন। আর অনলাইনে প্রোডাক্ট সেল দেওয়ার অন্যতম একটা উপায় হচ্ছে পেজের মাধ্যমে ব্রান্ডিং করে সেল দেওয়া। অনেকসময় খেয়াল করবেন যে আপনার পেজের কোন ছবি ডাউনলোড করে অন্য কেউ তার পেজে আপলোড দিয়ে প্রোডাক্ট সেল দিচ্ছে। এতে অনেকে রেপুটেশন ও হারাচ্ছেন। কিন্তু আপনি যদি আপনার প্রতিটি ছবিতে আপনার প্রতিষ্ঠানের লোগো লাগিয়ে দেন ব্যাপার টা অনেক স্মার্ট দেখায় কি। আপনার একটা নির্দিষ্ট লোগো থাকলে মানুষ দেখেই চিনে ফেলবে এটা আপনার কাজ। এমনকি লোগো দেখেই বোঝা সম্ভব যে আপনি কি নিয়ে কাজ করছেন।
একটি ব্যাবসায় প্রসার করার জন্য ব্রান্ডিং ডিজইনের বিকল্প নেই। ডিজাইনিং দেখেই একটা প্রতিষ্ঠানের মূল্যবোধ আঁচ করা যায়। বিখ্যাত লেখক রবার্ট লি. পিটার এর মতে “ডিজাইন তৈরি করে সংস্কৃতি, সংস্কৃতি মূল্যবোধকে আকার দেয়। আর মূল্যবোধ ভবিষ্যত নির্ধারণ করে।”
কেন আমাদের কে বেঁছে নিবেনঃ
প্রফেশনাল ডিজাইনার দিয়ে কাজ করা।
নিজস্ব ধারনা, কল্পনা দিয়ে ডিজাইন করা।
হাই রেজুলেশন JPEG, PNG ফাইল দেওয়া।
সোর্স ফাইলের সাথে AI, EPS, PSD, PDF, JPG, PNG, SVG ফাইল দেওা হয়।
আনলিমিটেড ২৪ ঘন্টা ক্লাইন্ট সাফোর্ট।
3D মকআপ দেওয়া হয়।