বর্তমান সময়ের ব্রান্ডিং এর অন্যতম একটি মাধ্যম হল সামাজিক যোগাযোগ মাধ্যম। মানুষ এখন অফলাইন ব্রান্ডিং এর ছেয়ে অনলাইন ব্রান্ডিং এর প্রতি বেশি ঝুঁকছে। কেননা অফলাইন ব্রান্ডিং প্রতিটা শহর, অঞ্চল ভেদে করতে হয়। আর অনলাই এ একটি মাধ্যমে ব্রান্ডিং করলে তা পৃথিবীর প্রতিটি প্রান্তে পৌঁছানো সম্ভব। এবং এতে খরচ অনেক কম হয়, সময় ও কম লাগে।