আমি ক্রিকেট খেলতে খুব ভালোবাসি। নিজে যদিও ভালো খেলতে পারি না তবুও চেষ্টা করি। একবার বল করতে গিয়ে ওভারে ১১ টা ওয়াইড দিয়েছিলাম।☺️
আমি ইন্টারনেটে প্রচুর সময় দেই। নতুন কিছু শেখার খুব আগ্রহ। যতটুকু সম্ভব চেষ্টা করি শিখার জন্য।
সত্য কথা বলতে পছন্দ করি। অন্যের কাছ থেকে ও মিথ্যা প্রত্যাশা করি না।
হাসতে ভালোবাসি কিন্তু উচ্চস্বরে হা হা করে হাসি আমার একদমই পছন্দ নয়।