Notice

2021-2022 Session এর প্রথম বর্ষের ক্লাস এবং কিছু নিয়বাবলি

এতদ্বারা 2021- 2022 শিক্ষাবর্ষের নগর কলেজে ভর্তি হওয়া B.A/B.Sc Hons. এবং Programme CBCS Curriculum এর ছাত্র-ছাত্রীদের নিম্নলিখিত বিষয়গুলিতে বিশেষ দৃষ্টি দিতে এবং কঠোর ভাবে পালন করতে নির্দেশ দেওয়া হচ্ছে।

১. আগামী 12/10/2021 তারিখ থেকে 13/11/2021 তারিখ অবধি দুর্গাপূজা উপলক্ষে কলেজের সমস্ত কাজ বন্ধ থাকবে।

২. 15/11/2021 তারিখ থেকে ক্লাস শুরু হবে । Online এ Class হবে না Offline অর্থাৎ কলেজে উপস্থিত থেকে হবে তা সরকারী নির্দেশ পেলেই Nagar College Website এবং ছাত্রছাত্রীদের Subject ভিত্তিক তৈরি হওয়া Group এ দেওয়া হবে। Nagar College website নিয়মিত দেখতে হবে আমাদের Website হল www.nagarcollege.in । ঐ Group এ প্রফেসরগণ পড়াশোনা বিষয়ে আলোচনা করে নেবেন।

৩. Online বা Offline এর Students Scholarship গুলি নিজেদের Complete করে রাখতে হবে। Website এ পুজোর ছুটির পর বা মধ্যে জানিয়ে দেওয়া হবে কবে কলেজে এসে সেগুলি জমা করতে হবে বা অধ্যক্ষের স্বাক্ষর করাতে হবে।

৪. যেদিন সরকারি নির্দেশ অনুসারে তোমাদের কলেজে আসতে বলা হবে সেদিন ভর্তির Money receipt, M.P. Admit, H.S Marksheet এর Original ও Xerox copy আনতে হবে। ঐ দিন তোমাদের কলেজ থেকে Diary(Almanac) দেওয়া হবে। Renewal এর জন্য 1st Semester এবং 2nd Semester মিলিয়ে (50 নম্বর বাংলা অথবা ইংরেজি এবং ENVS Compulsoryর নং বাদ দিয়ে) 60% নম্বর থাকতে হবে এবং কোন Semester এ Supplementary থাকা চলবে না। প্রত্যেক Semester এর ক্ষেত্রে এটি প্রযোজ্য।

৫. প্রত্যেক ছাত্রছাত্রীর প্রাইমারি কম্পিউটার শেখার সরকারি অনুমোদিত সংস্থার সার্টিফিকেট থাকতে হবে এবং কলেজে জমা দিতে হবে।  যাদের থাকবে না তাদেরকে কলেজের নাম নথিভুক্ত করে শিখে নিতে হবে।  এ ব্যাপারে পৃথকভাবে নোটিশ দেওয়া হবে ।

৬. রাত্রি ৯টার পর বিশেষ প্রয়োজনে 2022 সালের জানুয়ারি অব্দি 9434720972 এই ফোন নাম্বারে কথা বলা যাবে তবে কথা বলার আগে অবশ্যই Nagar College এর  Website দেখে নিতে হবে। কলেজ Website এ উল্লেখিত বিষয়ে পুনরায় ফোন করে জানতে চাইলে তার নং নথিভুক্ত রাখা হবে এবং এরকম পর পর দুইবার ঘটলে শাস্তির ব্যাবস্থা হবে। অভিভাবকরা ছাত্র-ছাত্রীর পড়াশোনা বা অন্য বিষয়ে অভিযোগ বা পরামর্শ থাকলে অবশ্যই রাত্রি ৯টার পর যোগাযোগ বা কলেজে এসে কথা বললে ভালো লাগবে। কিন্তু ছাত্র-ছাত্রীদের প্রয়োজনের কথা অভিভাবকরা কলেজে নিয়ে এলে সেটি গ্রহন করা হবে না। ছাত্র-ছাত্রীদের নিজের প্রয়োজনের কথা নিজেদেরই বলতে হবে।

৭. ছাত্র-ছাত্রীর প্রয়োজনের কথা নিজেকে বলতে হবে কলেজে এসে বা ফোনে কাউকে দিয়ে বলানো যাবে না সমস্যা থাকলে নিজ হাতে আবেদন পত্র লিখে কলেজে জমা দিতে হবে ।

৮. বেশকিছু ছাত্র-ছাত্রীর ভর্তির ক্ষেত্রে দুবার পেমেন্ট হয়েছে, উপযুক্ত কাগজপত্রাদি দিয়ে আবেদন পত্র কলেজে এসে জমা দিতে হবে। কবে আসতে হবে ওয়েবসাইটের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে ।

৯. বিষয় পরিবর্তন (Subject Change) এর কোন সুবিধা কলেজে থাকবে না। ছাত্রছাত্রীরা যে বিষয় নিয়ে পড়াশোনা করবে বলে Admission নিয়েছে সেই বিষয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে।

১০. ছাত্রছাত্রীদের যদি কোন বিশেষ কারনে কলেজে আসতে হয় তাহলে করোনা বিধি মেনে মাস্ক পরে কলেজে আসতে হবে।

Bengali routine 22_23 final 13.02.23.pdf
Bengali Internal Exam Routinee.pdf
3rd sem prog. (1).pdf
NOTICE_23.12.2022[1].pdf
PTM.pdf
Bengali routine 22_23 New W.E.F 16.01.23.pdf