" নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়.../ হে মন বলাকা, মোর অজানার আহবানে.../ চঞ্চল পাখা মেলে ধরো.../ নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়..."
" ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল.../ তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল.../ ঐ রুপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি.../ দূর হতে তোমারেই দেখেছি.../ আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি..."
" বর্ণে গন্ধে ছন্দে গীতিতে, হৃদয়ে দিয়েছ দোলা.../ রঙেতে রাঙিয়া, রাঙাইলে মোরে, একি তব হরি খেলা.../ তুমি যে ফাগুন, রঙেরও আগুন তুমি যে রসেরও ধারা.../ তোমার মাধুরী, তোমার মদিরা করে মোরে দিশাহারা.../ মুক্তা যেমন শুক্তিরও বুকে তেমনি আমাতে তুমি.../ আমার পরাণে প্রেমের বিন্দু, তুমি শুধু তুমি..."
" আর আমি আমি জানি জানি চোরাবালি কতখানি.../ গিলেছে আমাদের রোজ.../ আর আমি আমি জানি জানি প্রতি রাতে হয়রানি হারানো শব্দের খোঁজ..."
" ওপারে মেঘের ঘটা কনক বিজলী ছটা.../ মাঝে নদী বহে সাঁই সাঁই রে.../ আমি এই দেখিলাম সোনার ছবি, আবার দেখি নাই রে..."
" ঐ দূর দিগন্ত পারে.../ যেথা আকাশ মাটিতে কানাকানি.../ তোমার আমার শুধু, তেমনি করেই জানাজানি..."
" গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখী.../ হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হল ফাঁকি..."
" গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ.../ আমার মন ভুলায় রে.../ ওরে কার পানে মন হাত বাড়িয়ে.../ লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে..."
" জীবন খাতার প্রতি পাতায়.../ যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না.../ লুকোচুরির এই যে খেলায়, প্রাণের যত দেয়া নেয়া পূর্ণ হবে না..."
" আমি এক গরিব প্রেমিক নীলা.../ আমার আর কিচ্ছু করার নেই.../ আমি এক বেকার প্রেমিক নীলা.../ তোমাকে কিচ্ছু দেবার নেই..."
" আলোরে চেয়েছি হারানো আঁধারে.../ কেন যে বাঁধি গো এ মন বীণারে.../ মেঘেরই আড়ালে জোছনা হারালে.../দূরে কি যায় ওগো শ্রাবণী চাঁদ?.../ হারায়ে আপনারে সে যেন তবু হাসে.../ আজও তো এলো না সে..."
"ওরে নীল দরিয়া.../ আমায় দেরে দে ছাড়িয়া.../ বন্ধি হইয়া মনোয়া পাখি,হায়রে.../ কান্দে রইয়া রইয়া..."
আমার " জগদ্দল "...
" खड़ा हूँ आज भी वहीं.../ कि दिल फिर बेक़रार है.../ खड़ा हूँ आज भी वहीं.../ कि तेरा इंतज़ार है..."
" আমি শুনেছি সেদিন তুমি.../ সাগরের ঢেউয়ে চেপে নীল জলদিগন্ত ছুঁয়ে এসেছ.../ আমি শুনেছি সেদিন তুমি.../ নোনাবালি তীর ধরে বহুদুর বহুদুর হেঁটে এসেছ..."
" দ্বীপ ছিল শিখা ছিল.../ শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না.../ ভাষা ছিল কথা ছিল.../ কাছে ডাকলে না বলে মন কথা বলল না..."
" ঝরা মালা বুকে তুলে নিয়ে.../ স্মৃতির সুরভী ঢেলে দিয়ে.../ ফাগুনের গান মনে রেখো না.../ হারানো স্বপন চোখে একো না..."
" ঝরা পাতা ঝড় কে ডাকে, বলে তুমি নাও আমাকে.../ আমায় কেনো একটি বার ও ডাকলে না ?.../ লতা যেমন ফুল শাখাকে ভালোবেসে জড়িয়ে থাকে.../ আমার হয়ে তেমনি কেনো থাকলে না ?..."
" নীল আকাশের নিচে এই পৃথিবী.../ আর পৃথিবীর পরে ওই নীল আকাশ.../ তুমি দেখেছো কি?..."
" নীল-অঞ্জনঘন পুঞ্জছায়ায় সম্বৃত অম্বর.../ হে গম্ভীর! হে গম্ভীর!.../ বনলক্ষ্মীর কম্পিত কায়, চঞ্চল অন্তর.../ ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জীর.../ হে গম্ভীর! হে গম্ভীর!..."