Notice Board


Pay the tuition fees of each month without fine by 1oth. if 10th is a holiday -then deposit before date.  In case of Failure , will be charged 120bdt as fine for delaying  [each week]

 

Precaution  for any viral or contagious  diseases: 

Regarding this viral disease we almost know every aspect of precaution. But to maintain the precaution properly we need more concern. 

Corona Virus is severe kind of Cold and Respiratory disease. So the spreading mode of the virus like other viruses but the difference is it’s a strong virus which can live in the air for long time. 

The normal health hygiene which we do not follow properly every day or every time, should be followed strictly to prevent this disease. 

And pray to Allah to keep us safe from the epidemic virus. 



পরিচ্ছন্ন থাকি  আর একান্ত মনে সৃষ্টি কর্তা র কাছে প্রার্থনা করি –তিনি যেন আমাদের  সকলকে ও আমাদের সন্তানদের  ক্ষতিকর, দুরারোগ্য ও মহামারী  অসুখ থেকে সুরক্ষিত রাখেন।

পরিচ্ছন্নতার সাধারণ কিছু নিয়ম আমরা স্কুলে সবসময় বাচ্চাদের  শিখিয়ে থাকি। 

oযেমন- নাকে বা মুখে অযথা হাত , আঙ্গুল বা অন্যান্য বস্তু স্পর্শ না করানো।

oখাবার এর আগে হাত ভালভাবে ধোয়া – [যদি ও সেটা শুকনো খাবার ও হয় ]। হাত ভালো করে ধোয়া  মানে  সাবান এবং পানি ব্যবহার করা। এটা জীবাণু কে মেরে ফেলে না কিন্তু সংক্রমিত হওয়া ঠেকায়। 

oআমরা বাচ্চাদের চিপস বা বিস্কিট বা বান কিনে দিলে তাঁরা হাত না ধুয়েই খেতে শুরু করে, রাস্তায় বা টিফিনে। রাস্তার পাশে মুখরোচক  ঝাল  নাস্তা বা কাটা ফল বা শরবত- আমরা সব সময়ই খেতে নিষেধ করি। 

oশত ব্যস্ততার মাঝেও  আমরা মায়েরা পরিচ্ছন্ন বক্সে ঘরের খাবার এবং বোতলে বিশুদ্ধ খাবার পানি বা ঘরে তৈরি ফলের রস দিয়ে দিবো । 

oহাঁচি , কাশি দিলে টিস্যু ব্যবহার করবো  এবং নির্দিষ্ট বিনে ফেলে দিব।  ব্যাগে টিস্যু রাখবো এবং হ্যান্ড ওয়াশ বা সেনিটাইজার ব্যবহার করবো। 

oএই সময় জুতা , মুজা, স্কুল ড্রেস প্রতিদিন পরিষ্কার করবো [ কারন রাস্তা এবং স্কুলের জীবাণু যেন কাপড়ে লেগে / সংক্রমণ  হয়ে না থাকে] 

নিয়মিত বিশুদ্ধ খাবার গ্রহণ  ও পানি পান  করলে – পরিচ্ছন্নতার নিয়ম মানলে- --শরীর সুস্থ থাকবে ও রোগ  প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।

পাঁচ বার অজুর মাধ্যমে নাক, গলা, মুখ, চোখ , চুলের আগা, পায়ের পাতা [দেহের বহিরাংশ] অনেক পরিষ্কার হয়ে যায়।

সচেতন থাকা, পরিচ্ছন্ন থাকা ও প্রার্থনা করা – আমাদের অবশ্য করনীয়।