Prasantada-7

সময়ে জবাই , না হলে গেঁয়ো মহিষ হয়ে যায় জলের নবাব

তোমার মাংসে আমার অধিকার , তাই তুমি হবে টুন্ডে কাবাব !

প্রশান্ত উবাচ 7

আবার সন্ধ্যেবেলা নেব্রাস্কা থেকে দূরভাষ , ওদিকে প্রশান্তদা !

" কি রে শুনলাম বিকাশ ভট্টাচার্যকে নাকি কে বা কারা ঠেঙিয়েছে ? যিনি ছবি আঁকেন ?"

"না শিল্পী বিকাশ ভট্টাচার্য গত হয়েছেন , ইনি কলকাতার প্রাক্তন মেয়র "

"তা খামোখা তাকে ধোলাই দিতে গেলো কেন ? ওহো , সেই যিনি প্রকাশ্যে গোমাংস খেয়েছিলেন ? তা, গৈরিক বাহিনী মারলো নাকি?"

"না, না শোনা যাচ্ছে ঘাসফুলের ঠ্যাঙাড়ে বাহিনী , উনি আদালতে দুর্নীতির বিরুদ্ধে মামলা লড়ছিলেন, কিনা।"

"লোকটা কেমন রে, সততার প্রতীক নাকি ?"

" না না ও প্রতীকটা আগেই দখল হয়ে গেছে , ভদ্রলোকের ধর্মজ্ঞান টনটনে তবে কাণ্ডজ্ঞানের কিঞ্চিৎ অভাব ।"

"বটে , কি রকম ?"

" আপনি ব্রাহ্মণসন্তান , ধর্মনিরপেক্ষতা প্রমাণ করার জন্যে প্রকাশ্যে গোমাংস খাওয়া ছাড়া কি আর কোনো পথ ছিল না? আপনার মুসলমান কমরেডরা কি শূলপক্ক বরাহমাংস ভক্ষণ করে ধর্মনিরপেক্ষতার অগ্নিপরীক্ষা দিচ্ছেন ? তাছাড়া , আপনি ছিলেন কলকাতার মেয়র , টাকা পয়সার প্রতি শুধু অনাসক্তই নন , আবার নাকি কবিতা লেখেন!"

"আর শ্রীজাত কেমন আছে, গৈরিক বাহিনী নাকি তাকে শ্রীঘরে পাঠাচ্ছিল ?"

" না না তিনি দিব্যটি আছেন, ছুটি তে উনি শ্রী রোম গিয়েছিলেন, রোমহর্ষক কিছু ঘটেনি !!!"

" আর একজন কবিকে উত্তম মধ্যম দেয়া হয়েছে বলে তিনি সহমর্মিতা প্রকাশ করেছেন?"

"এখনো সেরকম খবর নেই! তবে সংবাদে প্রকাশ যে মার্ক জুকারবের্গ শ্রীজাতকে ফোন করেছিলেন , করে বলেছেন ,বস ! ভুল করে তোমার ফেসবুক একাউন্ট মুছে ফেলেছিলাম, আমায় ক্ষমা করো ।"

"বাঃ , মার্ক কি উদার বল , মার্কিন না?"

"তবে একটা রহস্য থেকে যাচ্ছেই । আনন্দবাজারের সাংবাদিকরা সব খবর রাখে, কে কি দিয়ে ভাত খেলো, কে কার সঙ্গে কি করলো সব জানে !

ধনঞ্জয় ফাঁসির মঞ্চে যেতে যেতে কি গান গেয়েছিল তাও আনন্দবাজার ছেপে দিয়েছিলো । কিন্তু মার্ক জুকেরবের্গের ক্ষমা প্রার্থনার পত্রটা স্রেফ চেপে যাচ্ছে । আর কারু কাছে না থাক , জয়ন্ত ঘোষালের কাছে আলবাত কপি আছে কিন্তু কেউ ছাপায় নি !!"

"শ্রীজাত তো খুব উঁচু জাতের কবি , উনি নিশ্চয় বিকাশের স্বপক্ষে কিছু লিখবেন !"

"দেখুন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কবিতার জাত বিচার করার মতো পান্ডিত্য আমার নেই , তবে তাঁর চিন্তা শক্তি প্রখর ! যীশু বলেছিলেন ছুঁচের চোখ দিয়ে একটি উঠ গলে গেলেও যেতে পারে কিন্তু একটি বিত্তবান ব্যক্তি স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবেন না ! শ্রীজাত বাবাজির বিশাল ত্রিশূলে একটি নাতিদীর্ঘ ফরাসি টুপি পরিয়ে কবিতার গরুকে গাছে উঠিয়েছেন ! তা বেশ করেছেন ,তোমাদের ট্রাম্প সাহেব চীনের সঙ্গে ভাব করছেন শুনলাম ।"

"ওরে আমি ফোন রাখছি , এফবিআই আড়ি পাতে রে ।"