• প্রতি সপ্তাহে অন্তত ২বার অর্থাৎ ২দিন গিল্ডের প্লেয়ারদের সাথে ফ্রেন্ডলি কাস্টম খেলা হবে।
• প্রতি সপ্তাহে ১বার Mini Solo Tournament খেলা হবে।
• পাশাপাশি গিল্ডের প্লেয়ারদের সাথে Rank ম্যাচ ও খেলা হবে।
• তা ছাড়া Guil Vs Guild কাস্টম তো আছেই।
• এছাড়া পাশাপাশি আমাদের Telegram Channel এ সেটাতে আপনাদের Guild+Benefits এর সকল ধরনের Update সম্মদে জানানো হবে।
• প্রতি সপ্তাহে (বৃহস্পতিবার রাত ১০টা হতে ১২টা পর্যন্ত ও শুক্রবার বিকাল ৩টা হতে রাত ৮টা পর্যন্ত) ফ্রেন্ডলি কাস্টম খেলা হবে।
• প্রতি সপ্তাহে (শুক্রবার রাত ১০টা হতে ১২টা পর্যন্ত) Mini Solo Tournament ম্যাচ খেলা হবে।
• গিল্ডের একটি প্লেয়ারের সাথে গিল্ডের আরেকটি প্লেয়ার যখন ইচ্ছে তখন Rank ম্যাচ খেলতে পারবে এখানে কোনো টাইমের সিমাবদ্বতা নেই।
• যখন কোনো Guild Vs Guild কাস্টম ম্যাচ আয়োজিত হবে, তখন গিল্ডের প্লেয়ারদের খেলার 100% শুজুক দেওয়া হবে।
• Mini Solo Tournament এ কীভাবে Join হবেন তা ছাড়া Join হতে কী কী লাগবে ও Prize কী পাবেন?
Mini Solo Tournament এ Join হতে হলে নিচে থাকা 🔗 Link 🔗 এ ক্লিক করে প্রথমে Telegram Channel এ Join হতে হবে। তারপর Tournament এর ১দিন আগে আপনাদের Telegram Channel এর মাধ্যমে জানানো হবে। সেখানে Entry Fee কত ও Prize কী পাবেন সকল Details দেওয়া থাকবে। সেটা দেখে Tournament এ Join হয়ে যাবেন। Entry Fee খুব স্বল্প ১০ থেকে ২০ টাকা হতে পারে এর উপর যাবেনা "ইনশাআল্লাহ" আর Prize কী আর কতজনে পাবে তা Tournament এর ১দিন আগে Entry Fee সহ Prize এর সকল Update দেওয়া হবে।
• এখানে ফ্রেন্ডলি কাস্টম+Mini Solo Tournament+Guild Vs Guild খেলার আগে সব ধরনের সকল Update দেওয়া হয়।
⬇️Link⬇️
• ব্যবহার- Guid মেম্বারদের Guild প্লেয়ার মনে না করে ভাই মনে করতে হবে। কেউ কারো সাথে খারাপ ব্যবহার করবেন না দয়া করে। সবাই সবার সাথে ভালো ব্যবহার করবেন এবং শ্রদ্ধা ও সম্মান করবেন। কারো ID দেখে কারো বিবেচনা করবেন না।
How To Join Guild
• Guild এ Join হতে হলে অবশ্যই Try Out দিতে হবে। যেকোনো সময় আমরা Try Out নেই। Try Out দিতে, প্রথমে {8968818248} এই আইডিতে Add Request দিয়ে তারপর {a2z.tg.jahid} TikTok আইডিতে মেসেজ দিয়ে নিজের গেম আইডির নাম লিখে যাবেন। আমরা আপনার মেসেজের সময় TikTok এ Active থাকলে সঙ্গে সঙ্গে আমাদের রিপ্লাই পেয়ে যাবেন। আর যদি তখন Active না থাকি তাহলে যখন আসবো তখন সঙ্গে সঙ্গে রিপ্লাই পেয়ে যাবেন "ইনশাআল্লাহ" আর তখন রিপ্লাই এর মাধ্যমে বলে দেওয়া হবে। কখন আর কীভাবে আপনার Try Out নেওয়া হবে।
• Guild এ ঢুকতে হলে 1v2 Try Out দিতে হবে। Try Out দেওয়া মানে Booyah করতে হবে ব্যাপারটা এমন না। আমরা Try Out নেই আপনার গেইমপ্লে+Movement+Accuracy দেখার জন্য। আমরা যদি আপনার এই সকল দিক ভালো দেখতে পাই তাহলে ম্যাচ বা কাস্টম শেষে আপনাকে Guild Invite দেওয়া হবে।
• সবার নাম Same থাকবে শুধু নাম্বারটা Difference বা আলাদা হবে। যেমন আমার নাম আছে ╰1x╯ʜᴀʙɪʙɪ.모Serial অনুযায়ী আপনাকে অন্য কোনো নাম্বারের নাম দিবো আমরা।
• আর অবশ্যই নাম চেঞ্জের আগে {a2z.tg.jahid} TikTok আইডিতে মেসেজ দিয়ে নাম দিতে বলবেন। আমরা আপনাকে অবশ্যই খুব তাড়াতাড়ি Seen করবো।
• নাম চেঞ্জ করতে হবে।
• Guild এর প্লেয়ারদের সাথে ভালো ব্যবহার করতে ও দেখাতে হবে।
• সবাইকে Same Game Profile Avatar pic এবং Same Profile Banner লাগাতে হবে।
• Guild এর কেউ Invite দিলে তার Invite এর সারা দিতে হবে এবং তার সাথে Match Making করবেন কী না সেটা আপনার Parsonal বিষয়।