ফুলবাড়িতে গাঁজাসহ-১ মাদক ব্যবসায়ী আটক।
ফুলবাড়িতে গাঁজাসহ-১ মাদক ব্যবসায়ী আটক।
কুড়িগ্রামের ফুলবাড়ী থানাপুলিশ চলমান মাদক বিরোধী অভিযানে, পুলিশের মাদক উদ্ধার কারি একটি অভিযানিক টিম,অদ্য ১৩-০৯-২১ইং রাত্রি আনুমানিক ০২ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট হাফেজিয়া মাদ্রাসার পিছনের রাস্তা থেকে মোটরসাইকেলের ট্যাংকি ও সিটি কভারে বিশেষ কায়দায় ফিটিং করা অবস্থায় ০৬ কেজি গাঁজাসহ- মোঃ আব্দুল জলিল (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে।
জানাযায়,গাঁজাসহ-আটক ঐ ব্যাক্তি নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব বালাতারী গ্রামের মোঃ গোলাম মোস্তফার ছেলে,মোঃ আব্দুল জলিল (৩৬)।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান আটক ঐ মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।