ঝালকাঠিতে আমির হোসেন আমু'র সহধর্মিণীর ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত
ঝালকাঠিতে আমির হোসেন আমু'র সহধর্মিণীর ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত
ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া সাতুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর (এমপি) সহধর্মিনী ফিরোজা আমুর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতুরিয়া ইউনিয়ন পরিষদ এর সভা কক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
এ সময় সাতুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুস সোবাহান খান এর সভাপতিত্বে সাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মায়নুল হায়দার নিপু, সাতুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো. কামাল গাজী, সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন খান, আওয়ামীলীগ নেতা মো. হায়দার জম্মাদার, মো. সোহেল আলোচনায় অংশগ্রহন করেন।
দোয়া ও মোনাজাতে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।
আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধি