রাজধানীর মিরপুর থেকে ১২ বছরের সন্তান রাইসুলকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় ঢাকা শিশু হাসপাতালে আসেন আক্তারুল ইসলাম। ভেতরে ঢুকে কয়েক মিনিট পরই ফিরে এসে ছেলেকে নিয়ে তিনি হুড়াহুড়ি করে একই অটোরিকশায় উঠে বসেন। কী হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে নাকি বেড খালি নাই। সবই ডেঙ্গু রোগীতে ভরা। এখন দেখি অন্য কোনো হাসপাতালে নিয়ে যাব।’ এর পরপরই জরুরি বিভাগের ভেতর থেকে আরেক শিশুকে ধরাধরি করে নিয়ে বেরিয়ে এসে সামনে দাঁড়ানো অ্যাম্বুল্যান্সে ওঠেন হাজারীবাগের সুলতানা বেগম। প্রশ্নের উত্তরে তিনিও বলেন, ‘এইহানে সিট খালি নাইক্কা।’
ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ শফি আহম্মেদ মোয়াজ বলেন, ‘এখন আর হাসপাতালে বেড খালি থাকে না। ৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে এখন। আজ (গতকাল রবিবার) ২০ জনের বেশি রোগী ভর্তি হয়েছে। সবাইকে তো ঠাঁই দেওয়ার উপায় নেই। তাই অনেকেই ফিরে যাচ্ছেন অন্য কোথাও।’