জামায়াতের সেক্রেটারিসহ পাঁচ নেতা আবার রিমান্ডে
জামায়াতের সেক্রেটারিসহ পাঁচ নেতা আবার রিমান্ডে
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের পাঁচ নেতাকে আরও দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত গতকাল রোববার এ আদেশ দেন।
নতুন করে রিমান্ডে নেওয়া বাকি চারজন হলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদের সদস্য ইজ্জত উল্লাহ, মোবারক হোসেন এবং ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত। আর দলের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এবং নির্বাহী পরিষদের সদস্য আবদুর রবকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।