proposal for investor

আমি গুলশান বাড্ডা লিংক রোড একদম চার রাস্তার মোড়ে, একটি থ্রী ষ্টার মানের রেষ্টুরেন্ট করছি।


এখানে সর্বমোট ৩০ জন পার্টনার থাকবে৷ ২০ হাজার টাকা করে ইনভেষ্ট করবে। গতকাল আমাদের সমবায় নীতিতে প্রথম কোম্পানি saturn electronic এর ইন্টেরিয়র এর কাজ শেষ হয়েছে।


প্রস্তাবিত কোম্পানি

Saturn Resturent cafe & cataring

আয়তন-৭৫০ স্কয়ার ফীট, চারিদিকে গ্লাস কোটেড থাকায়, ৪/৫০০০ স্কয়ার ফীট রেষ্টুরেন্ট মনে হবে৷

ঠিকানা ও লোকেশান - গ-৯৬, বাড্ডা লিংক রোড, গুলশান।

গুলশান কমার্স কলেজের উল্টো দিকে৷



আমাদের প্রথম কোম্পানি saturn electronucs এ ২৪ জন পার্টনার রয়েছে অলরেডি, প্রথম পাইলট প্রজেক্টে৷ সেখান থেকে ১৫ জন পরবর্তী কোম্পানি saturn resturent এ মালিক হবেন৷

আমরা, আরো ১৫ জনকে আমাদের সঙ্গে নিতে আগ্রহী। অলরেডি নতুন ৬ জনকে কনফার্ম করেছি৷



উল্লেখ্য, আমাদের নীচের তলার শো রুম এর এডভান্স ১৭ লাখ টাকা, ভাড়া ১ লাখ ৮০ হাজার টাকা। আমাদের রেষ্টুরেন্ট স্পেস এর ভাড়া আমরা দিবো মাত্র ৮০ হাজার টাকা আর এডভান্স সৌভাগ্যবশতঃ অনেক কম লাগছে।


অংশীদারিত্বের প্রস্তাব -

আমরা নম্র, ভদ্র, শিক্ষিত সুন্দর মনের মানুষদের অংশীদার হিসেবে গ্রহন করছি।



আপনি, আগ্রহী থাকলে, ফিনানসিয়াল চ্যালেঞ্জ সেভাবে নেই৷ একবার ২০ হাজার টাকা দেবার বদলে, মাসে ৫ হাজার টাকা করে দিয়েও আপনি ১% শেয়ার এর মালিক হতে পারবেন। অথবা, সর্বোচ্চ ৫% শেয়ার এক লাখ টাকায় ক্রয় করতে পারবেন। এটি হবে একটি লিঃ কোম্পানি৷ কোম্পানির সততা ও স্বচ্ছতা নিয়ে আলোচনা করে সুনিশ্চিত হবার বিষয়ে

স্বাগতম৷




প্রজেক্টে আয় ব্যয়

------------------


রেষ্টুরেন্ট এর মাসিক ব্যয় -

ভাড়া ৮০ হাজার

বিদ্যুত বিল-৬ হাজার

কর্মী -১৭ হাজার

বিবিধ-৫ হাজার

গ্যাস-২ হাজার

নেট, ফোন-১ হাজার

________________

১ লাখ ১০ হাজার +



প্রতিদিন ২০ হাজার টাকা বিক্রয় থাকলে, ইনকাম আসবে - ৭ হাজার টাকা।


মাসে -

২ লাখ ১০ হাজার টাকা


মাসিক ইনকাম

২,১০,০০০-১,১০,০০০ টাকা

= ১ লাখ টাকা।


এছাড়াও বার্থ ডে পার্টি, লাভ বার্ড পার্টি,

ক্যাটারিং ও অন লাইন অর্ডার থেকে ইবকাম বাড়বে ভবিষ্যতে৷


ধারনা করা যায়, প্রতি ২০ হাজার টাকা ইনভেষ্টমেন্ট এ এক হাজার থেকে

৩ হাজার টাকা পর্যন্ত লাভ নেয়া যাবে প্রতি মাসে।



ইনভেষ্ট করলে বাড়তি সুবিধাসমূহ -

১. বছরে একবার রিসোর্টে বেড়ানো ফ্রী।

২.আমাদের ১০ টি কোম্পানি থেকে ৫% ডিসকাউন্ট, প্রায় বছরে ১০ হাজার টাকার ডিসকাউন্ট।

৩. ব্যক্তিগত জীবনে বিপদে আপদে সহযোগীতা

৪. আপনার মাধ্যমে কোনো বার্থ ডে পার্টি বুকিং এলে, ২,০০০ টাকা ছাড়।

৫. প্রতি তিন মাসে একবার ইনভেষ্টর এর জন্য খাবার ফ্রী৷

৬. গার্মেন্ট আইটেম ও বই উপহার বছরে ৩/৪ হাজার টাকার৷

৭. কোনো অংশীদার ফ্লাট, জমি কেনার সময় ২/৩ লাখ টাকা বিনা সুদে লোন প্রয়োজন হলে, ব্যক্তগত ফান্ড থেকে চেয়ারম্যান সাহেব সাপোর্ট দিবেন ৩ বছর পর থেকে৷

৮. সকল কেম্পানি থেকে বাছাইকৃত ১০ জন আড়াই শতাংশ জমি কেনার সুযোগ পাবেন, ডাউন পেমেন্ট ছাড়া।

৯. আমাদের ১০ টি কোম্পানিতে যারা ইনভেষ্ট করবেন ২০ হাজার করে, পাবেন এক কোটি টাকার ফ্লাটের মালিজানার অংশীদারিত্ব।

১০. চিকিতসা ফী ফ্রী করে দিবো।

১১. অন্যান্য ব্যবসায়িক কানেকশান দ্বারা বিনা ইনভেষ্টমেন্ট এ বৈধ ভাবে টাকা রুজীর পথ করে দিবো৷

১২. Skill development এ সহযোগীতা করবো।

১৩. রেষ্টুরেন্ট এ সর্বোচ্চ বুকিং দাতার পয়েন্ট ভিত্তিতে, থাকবে - ডায়মন্ড অর্নামেন্ট বা মটর সাইকেল৷



টাকার গ্যারান্টি


১. এগ্রিমেন্ট থাকবে

২. এডভান্স চেক দেয়া হবে

৩. জয়েন্ট ষ্টক দ্বারা স্বীকৃত মেমোরেন্ডাম হবে৷ সরকারী আইন অনুযায়ী মালিকানার পাকা দলিল৷

৪.এছাড়া কি নিরাপত্তা প্রয়োজন, জানাবেন।


স্বচ্ছতা

সি সি ক্যামেরা থাকবে।

মালিকদের হোয়াটস আপ গ্রুপ এ প্রতিদিন এর sell record update হবে৷ তাই, পৃথিবীর যে কোনো স্থান থেকে আপনি নিশ্চিন্তে invest করতে পারেন৷



কাষ্টমারদের জন্য বিশেষ অফার

বিরিয়ানী খান

ফ্রীজ পান


পিজা খান

মোবাইল পান ইত্যাদি৷।


প্রতিদিন ভালো কাজের বিনিময়ে একজন অচেনা মানুষ রেষ্টুরেন্ট এ ফ্রী খেতে পারবেন৷


রেষ্টুরেন্ট আইটেম-

কাচ্চি বিরিয়ানি, ভাত, গরুর মাংস, চাইনীজ সেট মেনু (দুপুর)

কোল্ড কফি, আখের রস, ফ্রুট জুস, কফি, কোল্ড ড্রিংকস

(সকাল ৮ টা থেকে রাত ১১ টা)

পরোটা, চিকেন স্যুপ ( সকাল)

পিজা, স্যান্ডইউচ, বার্গার ( দুপুর ২ টা থেকে রাত ১১ টা)



আপনাকে আমাদের অংশীদার হিসেবে স্বাগতম৷



নীচের ভিডিও টি দেখুন ও ওয়েব সাইট দুটি খুব মন দিয়ে পড়ুন৷



২০ হাজার টাকা ইনভেষ্ট করে ২/৩ লাখ বানাবার পথ


https://youtu.be/-CQLzyVOCxQ


saturn electronics website

www.saturnebd.com




আবদুল্লাহ আল মাসুম

the poet of love



যারা Investor হিসেবে যুক্ত হতে পারবে না

১. যাদের নামে কোনো ফৌজদারী মামলা আছে

২. ১০ জনে ৪ জন মানুষ যাদের মন্দ জানে!

৩. অহেতুক তর্ককারী

৪. শর্ট টেম্পার লোকজন, যাদের ধৈর্য্য কম।

৫. যারা সহজ কথা বোঝে না, আইকিউ কম৷

৬. যারা ভেতরে ভেতরে ego, jelousy অমূলক সন্দেহ রোগে আক্রান্ত!

৭. যারা অহংকারী ও শ্রেনী বৈষম্যে বিশ্বাস করে

৮. যারা অন্যকে Respect করার ক্ষেত্রে right manner জানে না।

৯. যাদের সাহস ও এনার্জি খুবই সীমিত।

১০. যারা ধর্মীয় উগ্রবাদী!

১১. যারা অহেতুক আত্মগৌরবে বিশ্বাসী!



১২. ভিক্ষুক, চোর, প্রতারক, ক্রিমিনাল, সন্ত্রাসী, দূর্নীতিবাজ, সাইকোপ্যাথ, রং হেডেড পারসন, ব্যাড টেম্পার, জোর খাটানোতে অভ্যস্থ মানুষ ব্যতীত সকলে আমাদের অংশীদার হবার যোগ্য৷


১৩. যাদের ন্যাশনাল আইডি কার্ড নেই, তারা আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন না৷



যা যা লাগবে

১. তথ্য

২. পাসপোর্ট সাইজের ২ কপি ছবি

৩. জাতীয় পরিচয় পত্রের ফটোকপি

৪. স্বাক্ষর

৫. ই টিন, যদি না থাকে, খুলে দেবার ব্যবস্থা করবো৷


অফুরন্ত ভালোবাসা৷


আবদুল্লাহ আল মাসুম

the poet of love.

www.abdullahalmasum.com

২০ হাজার টাকা ৩/৪ বছরে ৩ লাখ বানানোর উপায়

youtube.com