Story-4
Story-4
“পরিনতি”
Wr:Rakhin babu….
সময় কথা বলে, বিশ্বাস করো আর নাই বা করো, বাস্তবতা তোমার প্রিয় শিক্ষক,
সে তোমাকে ছেড়ে যাবে না কখনো, সে তোমাকে শিক্ষা দিবেই, ঠিক তুমি “”যেমন শিক্ষা পাওয়ার যোগ্য।“”
সময় যেমন কখনো কারো জন্য অপেক্ষা করেনা, ঠিক বাস্তবতাও কাউকে ভয় পায় না, সে তোমার প্রাপ্য শিক্ষা, তোমায় দেবেই, তাইতো বাস্তবতায় তোমার একমাত্র প্রিয় শিক্ষক, যাকে তুমি কখনোই একবারের জন্যও ভাবনা।
তোমার আমার এই প্রিয় শিক্ষক ( বাস্তবতা ) সর্বদা তোমার-আমার সম্মুখে সবাইকে তার যোগ্য শিক্ষা দিয়ে চলেছে।
আমরাই এই বাস্তবতার শিক্ষাদান পদ্ধতি দেখতেছি কিন্তু আমরাই একই ভাবে বাস্তবতার শিক্ষাদান পদ্ধতির মন্দ দিকের’ই সম্মুখে পড়তেছি ।
গল্পের নামটা দিয়েছি “”পরিণতি “” অর্থাৎ শূন্য থেকে সমৃদ্ধি আবারো শুন্য হয়ে যাওয়াকে মূলত পরিণতি বলে না। কোন কিছু শূন্য থেকে শুরু হয় আবার শেষ হয়ে যায়, আবার কোন কিছু শুন্য থেকে শুরু হয়ে পরিণতি হিসেবে সুখ বা দুঃখ রয়ে যায় ।
>>>
কোন কিছু তোমার জীবনে আসবে সুখের বারিধারা হয়ে আবার কোন কিছু তুমি সুখী হবে ভেবে, নিজের জীবনে গ্রহণ করবে
কিন্তু সেটা তোমার জীবনে দুঃখের ঝড় হাওয়া বয়ে দেবে, তুমি তোমার জীবনে কোনটা বেঁছে নেবে সেটা বেছে নেবার দায়িত্ব তোমার নিজের।
জীবনটা রহস্যময় সত্য-মিথ্যা কথার কর্মশালা,
তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা বেঁছে নিতে ভুল করো না, দুঃখের পরিণতি ছাড়া আর কিছুই পাবে না।
সময় কথা বলে সময় পরিবর্তনের সাথে সাথে সবকিছুই পরিবর্তিত হতে থাকে বাধ্য। তুমি যেটাই বল না কেন তোমার যেটাই করতে নাই বা ইচ্ছা হোক না কেন, বাস্তবতা তোমাকে ছাড়বে না, বাস্তবতা তোমার পরিবর্তন করেই ছাড়বে,
ছিলে না তুমি, কেহই চিনত না তোমায়, জন্ম নিলে তুমি, একটি ছোট্ট শিশু তুমি, নিজেকে বড় হওয়া থেকে আটকাতে পেরেছ কি?
ছোট-বেলার সেই তোমার শিশু- কান্নার ভিডিও টি আজ তোমায় দেখালে হেঁসে ফেলবে কিন্তু ভেবে দেখোতো,
তোমার সেই ছোট্ট বেলার “”তোমার শিশু কান্নাটা কি তুমি আটকাতে পেরেছিলে “” পারো নাই, সে কান্না আটকাতে,
আজও পারোনাই, সেই ছোট্টবেলার কান্না দেখে তোমার হাসিটা আটকাতে,
বাস্তবতার পরিণতি, পারবে না তুমি নিজেকে আটকিয়ে রাখতে, যতই বল ভাল-লাগেনা আমার,
তবুও ফুটিবে ফুল, আসিবে ভ্রমর ফিরিয়ে দিতে পারবে না তুমি, পথ চেয়ে বসে রবে, আসবে কখন সে তোমার ত্বরে..
বাস্তবতার পরিণতি, তুমি কখনো পারবে না নিজেকে বাঁধিয়ে রাখতে, বাস্তবতায় একদিন তোমায় মনে করিয়ে দেবে,
“”আপনা-আপনি জন্মানো গাছটিও পারে, বিশাল বৃক্ষে পরিনত হয়ে ছায়া দিতে,
শুচনায়-শুরু, অনেক পরিবর্তনের মধ্য দিয়ে হয় তার পরিণতি, অর্থাৎ পরিণতি অবশ্যই হবে। তুমি যেটাই বল, বাস্তবতা তোমায় চেনে না, বাস্তবতার চেনে তার নিয়ম শৃঙ্খলা ।
তুমি নিজেকে পারবেনা আটকিয়ে রাখতে, বাস্তবতার শিক্ষা ও পরিণতি থেকে, বাস্তবতা তোমার প্রিয় শিক্ষক, তোমার পরিবর্তন করেই ছাড়বে,”” যতয় বল ভাল-লাগেনা আমার এসব””.
@Eng.Rakhin babu.
------Finished----