Poem-8
Poem-8
“সংকটে জীবন”
রাখিন বাবু.
সুনিকট্ট পরগাছা
নুয়ে পরেছি দূর্বলতায় ।
একি বৃক্ষের বীজে
জন্ম মোদের
সময়ের ব্যবধানে
বড় তুমি,
ছেয়েছো মন্ড বিস্তারে।
মূখ্য ,বড় , ভালোবাসো আমায়,
বল, বেশি , বেশি ,খাঁ
সেরে যাবে দূর্বলতা ।
তবে , কেন দিচ্ছ না ,
সূর্যলোক , পরতে আমার গায় ।
পাতা মেলে , অবাক হই ,
আলো একটু দিয়েই
কেন নাও ফিরিয়ে ।
কার্বন-ডাইঅক্সাইড’ই শুধু নয়
সব চাইতে ভালো
খাদ্য উৎপাদনে
সর্বো প্রয়োজনে
সূর্যলোক তো চাই
বর্তমান ধারাতে ।
@Eng.Rakhin babu.
------Finished----