Poem-6
Poem-6
“থমকাও না ধমকে”
রাখিন বাবু..
মন্ডে তোমার জ্ঞান আছে ।
বুদ্ধি আছে,
চক্ষ দিয়ে কৌশলে
তা প্রয়োগ করতে ।
পাগলা ঘোরা , আসছে তেরে
থমকে দিতে তোমাকে
তাই বলে কি থমকে যাবে
তার চেয়ে তুমি
ক্ষুদ্র বলে ।
সে জানে অনেক কিছু
তুমি জানো একটু কিছু
তার চেয়ে অনেক দামি যে ।
আজ নয় কাল
ভেংগে দিবে ঐ , মিথ্যা বুলি ।
সে জানে অনেক কিছু
করেছে কি?
দেখনা চক্ষু মেলি
তুমি জানো না অনেক কিছু ,
জানো তুমি নতুন
একটু কিছু
বিশ্ব ছুটবে
তোমার পিছু ।
@Eng.Rakhin babu.
------Finished----