Poem-4
Poem-4
“চালাও গতি”
রাখিন বাবু.
থামিওনা, থামিওনা
কখনো থামিওন ।
জীবন বিন্দু মাত্র থাকিতে
দেহ পিঁঞ্জরে ।
নতুন, অন্ধকার কিংবা আলোর পথে
পাঁ বাড়িয়ে ।
কি’বা আছে , ওহার মাঝে,
জয়ের নিশায় , এগিয়ে যাও
থমকে গিয়েও , ওহার মাঝে ।
কাহারো কথায় , কান দিয়ে নয় ,
বিফলতায় ভয় পেয়ে নয়
জয়ের নিশায় , এগিয়ে যাও
প্রবল মন-বিশ্বাসে
নতুন কিছু জয়ের নিশাতে,
একে নয় , দু’য়ে নয় , তিনে নয়
তোমারি জয় হবেই ।
অন্য কাহার নয়।
@Eng.Rakhin babu.
------Finished----