Poem-3
Poem-3
“জীবন ধারা”
রাখিন বাবু
মানব জীবন কেমন যেন !
একটা নদীর চল্লয় মান
স্রতের ন্যায় ।
যখন সুখ আসে মনে,
নদীর স্রতে মলয় বহিলে
তরঙ্গ যেমন বহে ।
আবার সুখ হারিয়ে যায় ।
মলয় না বহিলে যেমন
তরঙ্গ হারিয়ে যায় ।
আবার সুখময় জীবন
হঠাত করে ,
বাঁধা এসে ঘোরপাঁক খায় ।
এরি মাঝে জন্ম মোদের
এই একই নিয়মে একাধারে
সবার জীবনের পরিসমাপ্তি ঘটে,
এটাই মোদের জীবন ধারা
এর ব্যতিক্রম নহে ।
@Eng.Rakhin babu.
------Finished----