Poem-2
Poem-2
“সাবধান”
রাখিন বাবু
সাবধান ওরে ওলস প্রানি
আরাম প্রিয় জাতি ।
তোদের দ্বারা হবে না তো
দেশের কোন কাজ’ই ।
মিষ্টি মূখের বুলি দিয়ে
সত্যের আস্রয়ে
মিথ্যার প্রচার
আর তোরা কত দিন করবি ।
পরবি তোরা পরবি
ধরা তোরা পরবি
সময় যে ঘনিয়ে আসিতেছে ।
যেমনটি
উত্তাল সমুদ্রের মাছ গুলি
পালাতে পালাতে অবশেষে
ধরা পরে মাজির ঐ
জালের ফাঁদে ।
পরবি’ই তোরা পরবি’ই ধরা
সময়ের ব্যবধানে ।
@Eng.Rakhin babu.
------Finished----