Poem-n
Poem-n
“জন্মান্তর”
রাখিন বাবু.
হে জমিন
কি’বা হবে তোমার
এই যৌবন দিয়ে ।
কাদের জন্য তুমি,
সাঁজিয়াছো প্রকৃতির
নতুন সাঁজে,
তোমার যৌবনটাকে।
যাদের জন্য
তুমি সাঁজিয়াছো
তাঁরাতো এক
অপভ্রংশ মানব।
যাদের নিয়ে তুমি
সগৌরবে দ্বারিয়ে আছ
স্রষ্টার আদেশে।
তারা তো তাদের
উৎকর্ষকে , সততা কে,
অর্থের স্বার্থে বিক্রয়
করতে পারে।
যাদের জীবনের
সেকেন্ড মাত্র নেই
তারাই আজ
তোমার বুকেতে
অহংকারে বলিয়ান।
@Eng.Rakhin babu.
------Finished----