| Payment Method |
Payment Through Bkash ::
+8801839865200 [ My Bkash number ]
please fill up the form below after paying the course fee.
[ Note: Everyone have to pay the course fee before : 15 October 2020, Thursday ]
C Programming Language খুবই শক্তিশালী এবং দ্রুত তম একটি প্রোগ্রামিং ভাষা। ১৯৭২ সালে Dennis M. Ritchie নামের কম্পিউটার সাইন্টিস্ট Bell Laboratories (formerly AT&T Bell Laboratories) এই প্রোগ্রামিং ল্যাঙ্গুইজটি Develop করেন।
এটি মাইক্রো কম্পিউটার এর অপারেটিং সিস্টেম বানানোর উদ্দেশ্যে ডেভেলাপ করা হয়েছিলো। বর্তমান সময়ের অনেক সফটওয়্যার এবং অপেরেটিং সিস্টেম, এমন কি আমাদের সবার পরিচিত এবং জনপ্রিয় "Windows Operating System" ও "C Language" এর উপর বেইস করে বানানো...
এছাড়া আরো অন্যান্য আমাদের পরিচিত বর্তামান সময় এর অনেক সফটওয়্যার এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও 'সি' এরই অবদান। বর্তমান সময়ে ও অনেক কিছুই Develop হচ্ছে 'সি' বা 'সি++' ব্যাবহার করে।
তাই 'সি' শেখার গুরুত্ব টা ও অপরিসীম. . .
একটি ল্যাঙ্গুয়েজ যেটি বেরিয়েছে আরো ৫০ বছর আগে, এখোনো তার চাহিদা অনেক। এখোনো ইউনিভার্সিটি গুলোতে CSE বা কম্পিউটার সম্পর্কিত কোনো বিষয় নিয়ে পড়তে গেলে, সর্ব প্রথম C Language শিখানো হয়। কারণ, একটাই এটা সব থেকে বেসিক এবং সেই সাথে powerful language. এই ল্যাগুয়েয এর উপর নির্ভর করেই যেমন বর্তমান সময়ের সফটওয়ার এবং আরো অন্যানো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েয এর সৃষ্টি, সেহেতু এটি শেখার মাধ্যমে আমরা প্রোগ্রামিং এবং কম্পিউটার কিভাবে কাজ করে তার একটি ধারানা পাই...
খুব বেসিক ল্যাঙ্গুয়েজ হওয়াতে, আমাদের শিখতেও তেমন একটা অসুবিদে হয় না। এবং C Programming Language দিয়ে প্রোগ্রামিং এর জগতে প্রবেশ করলে, ভবিষ্যতে আমরা অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ খুব সহজেই বুঝে যাবো।
অনেকেই মনে করেন C++ হয়তো আলাদা অন্য একটি ল্যাঙ্গুয়েজ। এবং C এর থেকে C++ অনেক ভালো ল্যাঙ্গুয়েজ. . .
C++ Programming Language -C এর তুলনায় অবশ্যই ভালো। কারণ, সি++ হচ্ছে, সি ল্যাঙ্গুয়েজ এরই Extended Version বা এটাকে Superset of C বলা হয়।
C Programming Language এর বিশেষত্ব হলো, এটি Structured Programming Language এবং
C++ এর বিশেষত্ব হলো, এটি OPP - Object Oriented Programming -Support করে। তার মানে এখানে আমরা Class ব্যাবহার করতে পারবো।
তো আসল কথা হচ্ছে, সি++ প্রায় ৮০%-৮৫% এর মতো keyword বা Function সি++ এর সাথে মিলে যায়। নতুন কিছু জিনিশ মাত্র অ্যাড করা হয়েছে, সি++ এ।
তাহলে, আমরা যদি 'সি ল্যাগুয়েজ খুব ভালো ভাবে শিখতে পারি, তাহলে সি++ এবং সেই সাথে আরো অন্যানো সব ধরনের ল্যাগুয়েজ শিখা আমাদের জন্য অতি মাত্রায় সহজ হয়ে যাবে।'
তাই আমার মতে 'সি++' দিয়েই প্রোগ্রামিং জগতের শুরুটা হওয়া অতি মত্রায় ভালো। ধন্যবাদ।