রবীন্দ্র জয়ন্তীতে প্রীতি বিতর্ক


কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিচরণ করেছেন সাহিত্যের সকল শাখায়। বাংলা সাহিত্যকে সমৃদ্ধ একটি ভান্ডারে পরিণত করতে তাঁর অবদান অনস্বীকার্য। তাই বিশ্বকবি খেতাবপ্রাপ্ত নোবেলজয়ী এ কবির অবদানকে স্মরণ করতে গত ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ (২৫শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ) তাঁর জন্ম বার্ষিকীতে নওগাঁ কৃষ্ণধন স্কুল বিতর্ক ক্লাব একটি আলোচনা সভা ও প্রীতি বিতর্কের আয়োজন করে। উক্ত প্রীতি বিতর্কে অংশগ্রহণ করে নওগাঁর স্বনামধন্য দুটি প্রতিষ্ঠান নওগাঁ কৃষ্ণধন সরকারী উচ্চ বিদ্যালয় ও নওগাঁ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি করে দল।

প্রতি দলে ৩ জন সদস্য নিয়ে এশিয়ান সংসদীয় পদ্ধতিতে বিতর্ক অনুষ্ঠিত হয়। নওগাঁ কৃষ্ণধন সরকারী উচ্চ বিদ্যালয়ের পক্ষে এম এম তাহা, মেজবাহ উল ইসলাম ও সানজিদ সিয়াম এবং নওগাঁ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষে সাদিকা রহমান বুশরা, রিফাহ তাসফিয়া ও এম টি রশীদ মৌন বিতর্কে অংশ নেয়। বিতর্কের বিষয় ছিল "এই সংসদ মনে করে, রবীন্দ্র সাহিত্য নব যৌবনকে বিভ্রান্ত করছে।" উক্ত বিতর্কে বিচারকের ভূমিকায় ছিলেন নওগাঁ কৃষ্ণধন (কে.ডি) সরকারী উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ক সিনিয়র শিক্ষক জনাব হাসমত আলী, নওগাঁ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় বিতর্ক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাদিয়া আরবী প্রার্থনা ও নওগাঁ প্যারীমোহন বালিকা উচ্চ বিদ্যালয় বিতর্ক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রিদিতা আহমেদ রোজা।

উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ কৃষ্ণধন (কে.ডি) সরকারী উচ্চ বিদ্যালয় ও নওগাঁ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ। এছাড়াও নওগাঁ কৃষ্ণধন স্কুল বিতর্ক ক্লাব, নওগাঁ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় বিতর্ক ক্লাব ও নওগাঁ জিলা স্কুল বিতর্ক ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য এবং নওগাঁর নানা প্রান্তের বিতার্কিকরা উপস্থিত ছিলেন। তুমুল তর্কযুদ্ধ ও পরিশেষে রবীন্দ্রকেন্দ্রীক আলোচনার মাধ্যমে সমাপ্তি ঘটে এ অনুষ্ঠানের।

উল্লেখ্য যে, নওগাঁ জেলার কোনো স্কুল ক্লাব হিসেবে সর্বপ্রথম নওগাঁ কৃষ্ণধন স্কুল বিতর্ক ক্লাব সফলভাবে রবীন্দ্রজয়ন্তী পালন করে যা প্রতিষ্ঠানটির জন্য অত্যন্ত সম্মানজনক।