New Alipore Multipurpose School Alumni Association
New Alipore Multipurpose School Alumni Association (NAMSAA) welcomes all the ex-students of the school to come together and establish a strong network. In the era of social media, almost all the batch-mates are somehow connected among themselves over Facebook, WhatsApp, etc.
The Alumni Association gives you the common platform to connect across batches and look back to our bottle green days.
The Alumni Association is open for membership and welcomes each individual who studied at New Alipore Multipurpose School to be a part of it. With all of us coming forward and being together, we will be a strong group connected through the same umbilical cord – NAMS.
Health Camp
প্রত্যেক বছরের মত এবারও ৮ই ডিসেম্বর রবিবার, আমাদের স্কুলে নামসা আয়োজিত স্বাস্থ্য শিবির (হেল্থ ক্যাম্প) কর্মসূচী অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানকে সফল করতে পরিবারের সদস্যদের নিয়ে সব প্রাক্তনীদের সকাল ৯ টায় স্কুল প্রাঙ্গনে উপস্থিত হতে অনুরোধ জানাই।
শিবিরে বিনামূল্যে ইসিজি, বি এম ডি, এন সি ভি, স্পাইরোমেট্রি, এফ বি এস ইত্যাদি ছাড়াও চোখ পরীক্ষার ব্যবস্থা থাকবে।
প্রতিবারের মত এবারও স্বল্পমূল্যে থাইরোকেয়ার সংস্থার দুটি রক্তপরীক্ষার প্যাকেজ শিবিরে উপলব্ধ থাকবে। এই প্যাকেজগুলির সুবিধা গ্রহণ করতে হলে খালি পেটে শিবিরে আসতে হবে ( খাবার এবং জলের ব্যবস্থা থাকবে )।এই প্যাকেজ গুলির মূল্য এবং বিস্তারিত বিবরণ নিম্নরূপ।
স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারিবৃন্দ এবং সব প্রাক্তন ছাত্রদের পরিবারের সদস্যসহ স্বাস্থ্য শিবিরে অংশ নিতে অনুরোধ জানাচ্ছি।
স্বাস্থ্য শিবির সংক্রান্ত যে কোনো প্রশ্ন এবং তথ্যের জন্য নামসা মুক্ত মঞ্চে নির্দ্বিধায় সবাইকে লিখে জানাতে অনুরোধ রইলো।
আহ্বায়ক,
মেডিকেল সাব কমিটি, নামসা
NAMSAA ANNUAL CULTURAL EVENT 2024
আমরা আনন্দের সাথে জানাই যে আগামী ২১শে সেপ্টেম্বর ২০২৪ শনিবার বেহালা শরৎ সদনে নামসার বাষি'ক অনুষ্ঠান শুরু হবে ঠিক সন্ধ্যা ৬টায়। নামসা সঙ্গীতের সাথে প্রদীপ প্রজ্বলন দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা। তারপর সম্পাদকীয় প্রতিবেদন। এরপরেই এবারের অতিথি শিল্পী , আকাশবানীতে ৩৭ বছর ধরে জড়িত, এবং পশ্চিম বঙ্গে কবিতা কম'শালা পরিচালনা করেন,সেই বাচিক শিল্পী অলক রায় ঘটক অনুষ্ঠান করবেন। এরপরেই এবারে নামসা প্রাক্তনী সুমন সেনগুপ্তের দল দ্বিতীয় সত্তা নিবেদন করবেন নাটক " না তোর জন্য"। পরিচালনা সুমন সেনগুপ্ত। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করবেন সুবীর ব্যান্যাজী '। আমরা সকল নামসা সদস্য ও তাদের পরিবার সহ সকলকে সাদর আমন্ত্রণ জানাই এবং আমরা আশা রাখি প্রত্যেক বারের মতন এবারেও বেহালা শরৎ সদন সদস্য রা ভরিয়ে দেবেন।
তাহলে দেখা হচ্ছে ২১শে সেপ্টেম্বর ২০২৪ শনিবার বেহালা শরৎ সদনে ঠিক সন্ধ্যা ৬টায়।
আহ্বায়ক,
সাংস্কৃতিক উপসমিতি
নামসা।
AGM 2024
17th Annual General Meeting of New Alipore Multipurpose School Alumni Association was held on Sunday, 23rd June 2024 at 04-30 P.M. at the Registered Office of the Association located at New Alipore Multipurpose School at 23A/439/1, D. H. Road, New Alipore, Kolkata 700053.
Click here for Latest EC member list
বৃত্তি প্রদান অনুষ্ঠান - ১৩ই এপ্রিল ২০২৪
প্রিয় সদস্য বন্ধুরা --------
নামসা'র বৎসর ব্যাপী বিভিন্ন কার্যাবলীর মধ্যে অন্যতম হলো স্কুলের ছাত্রদের মেধা ও আর্থিক সঙ্গতির ভিত্তিতে বিভিন্ন শ্রেণীর মনোনীত ছাত্রদের জন্য বৃত্তির ব্যবস্থা করা।
তুষার কান্তি নাগ মেমোরিয়াল ফাউন্ডেশন এবং নামসা'র ও স্কুল প্রাক্তনী দের স্বতস্ফূর্ত আর্থিক অনুদানে প্রতি বছর (মহমারীর দুই বছর ছাড়া)সুষ্ঠুভাবে এই কর্ম পরিচালিত হয়ে আসছে। এই বৎসরের বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজিত হবে আগামী ১৩ই এপ্রিল, শনিবার,সকাল ১১-০০টায় স্কুলের লাইব্রেরী হলে।
বর্তমান সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে স্কুলের ছাত্রদের ক্রমবর্ধমান বৃত্তির চাহিদার সাথে কিছুটা সঙ্গতি রেখে এই বছর বৃত্তি প্রাপকদের সংখ্যা ৬৬ করা হয়েছে এবং মোট অনুদানের পরিমাণ গতবারের তুলনায় বৃদ্ধি পেয়ে দুই লক্ষ একান্ন হাজার টাকা হয়েছে।
নামসার সমস্ত আধিকারিক , যারা বৃত্তি প্রদানের জন্য আর্থিক সহায়তা করেছেন এবং অন্যান্য সব সদস্যদের প্রত্যেককে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ জানাচ্ছি।
সুমিত রায়, সম্পাদক
নামসা কার্যনির্বাহী সমিতি
Flicitation Of NAMSAA
By its School "New Alipore Multipurpose" on its Diamond Jubilee Celebration (09-11, Jan, 2024)
CRICKET TOURNAMENT
24TH DECEMBER 2023 - 9AM ONWARDS
AT ABBA, THE ART OF CRICKET, ABBA GROUND, RABINDRA SAROVAR (OPP. LAKE KALIBARI)
HEALTH CAMP CAMP 2023
Health Camp will be held in Sunday 19th November 2023 (10AM to 1PM) at the School Premises.
Glimpse of IISER visit with present Students and Teachers on 11 Oct' 2023
তুষার কান্তি নাগ স্মারক বক্তৃতা ২০২৩
REUNION 2023
CLICK HERE - FOR PHOTOS
আনন্দ সংবাদ
আগামী ৮ই জানুয়ারী ২০২৩, রবিবার আবার পুরানো কায়দায় নামসা পুনর্মিলন আয়োজিত হতে চলেছে। তিন বছর পর আবার স্কুল প্রাঙ্গণে স্কুলের বন্ধুদের সঙ্গে গল্পগুজব, চাইলে একত্রে মধ্যাহ্ন ভোজন, প্রাক্তনীদের নিজস্ব উদ্যোগে নানান আনন্দানুষ্ঠান সবই থাকছে দীর্ঘ পরম্পরা বজায় রেখে।
যারা অতীতে পুনর্মিলনে যোগ দিয়েছে তাদের নতুন করে কিছুই বলার নেই। অতীতের আনন্দময় অভিজ্ঞতাই তাদের আবার আয়োজনে সামিল করবে এমন আশা করা যেতেই পারে। সবাইকে অনুরোধ, এখনই সহপাঠীদের সঙ্গে যোগাযোগ গড়ে উঠুক আবার একবার স্কুলের মাঠ পুনর্মিলনে হয়ে উঠুক প্রাক্তনীময়।
সম্ভবত এখন স্কুলের প্রত্যেক ব্যাচের কোনো না কোনো ছাত্র নামসার সঙ্গে সদস্য হিসেবে যুক্ত। যারা বহুবছর আগে স্কুল ছেড়েছেন তাদের অনেকেই সহপাঠীদের খুঁজে পেয়েছেন পুনর্মিলনে।
গত তিন চার বছরে অনেক নবীন প্রাক্তনী নামসার বিভিন্ন উদ্যোগ আয়োজনে অগ্রণী ভুমিকা নিয়েছে। যারা করোনাকালে নামসার সঙ্গে সাময়িক বিচ্ছিন্ন হয়েছে তাদের আবার অভ্যর্থনা জানাতে নবীন সদস্যরা সাগ্রহে অপেক্ষা করবে।
নামসা'র আপামর প্রাক্তনীদের সাদর আমন্ত্রণ রইলো নামসা ২০২৩ পুনর্মিলনে।
সুমিত রায়
সম্পাদক
HEALTH CAMP - BLOOD DONATION CAMP 2022
Health Camp will be held on Sunday, the 20th November 2022 at the School Premises from 10 AM to 1PM. We are also organizing blood donation camp on the same day at the School Premises from 9AM to 1PM. Members along with their Spouse, Ex & Present Teachers and Non-teaching staffs are welcome. Click Here for Photos.
Handing over financial assistance to Rajib Addya (2022 HS batch of NAMS) for his college admission.
FULL EVENT VIDEO - COMING SOON
RENOVATED OFFICE ROOM
NAMSAA SUCESSFULLY INAUGURATED ITS OFFICE ON 10TH JULY 2022 DURING ANNUAL GENERAL MEETING 2022. DR. ARUNANGSHU CHAKRABORTY (ALUMNUS) GLADALY CUT THE RED RIBBON AND WELCOMES ALL. THE NEW LOOK WAS DESIGNED WITH LOVE BY ALUMNI MR. ARINDAM CHAKI & MR. PARTHA MITRA.
FOR MORE PHOTOS OF ANNUAL GENERAL MEETING, CLICK HERE.
NAMSAA Punarmilon O Barshobaron 2022 (24th April, 2022)
NAMSAA Punarmilon O Barshobaron 2022 (Part 1)
NAMSAA Punarmilon O Barshobaron 2022 (Part 2)
NAMSAA Punarmilon O Barshobaron 2022 (Part 3)
NAMSAA Punarmilon O Barshobaron 2022 (Part 4)
NAMSAA Successfully arranged YAAS Relief at Bharat Sevashram Sangha, Gangasagar on 21st June, 2021
New Alipore Multipurpose School Alumni Association was formed on 18th March 2007 and it is registered under West Bengal Societies Registration Act, 1961 (Regd. No. S1L44785 of 2007-08).
Apart from our regular Programmes like Reunion, Cultural Show, Medical Checkup Camp, we have decided to contribute towards perennial development for our School. We are happy that we have been able to accomplish few tasks so far.
The main aim of the New Alipore Multipurpose School Alumni Association (NAMSAA) is to maintain a link between the School and the alumni to share details of mutual growth, achievement and advancement in various fields in education and overall development of the School.
ABOUT SCHOOL
Some eminent inhabitants of New Alipore area felt the need of a good Secondary School for boys and moved the Government of West Bengal. Agreeing with the proposal the Department of Education sponsored an institution. The land was donated by Life Insurance Corporation. P.W.D constructed the School building.
The Managing Committee was formed with Justice S.K.Sen, ICS (Retd.) as the President, Mr. Nogesh Chakraborty, Chief Presidency Magistrate (Retd.) as Vice-President, Mr. Anil Kumar Gupta, DI,Calcutta (Retd.) as Headmaster-Secretary and Dr. Sunil Ray as the Representative of the State Government. A Primary Section was also attached with Mrs. Gouri Gupta as the Head Mistress-in-charge. The School was founded on 9th January 1964 and named New Alipore Multipurpose School.
New Alipore Multipurpose School is one of the prestigious schools of south Kolkata, this Government sponsored Higher secondary Bengali-medium school was established in 1964. This school served to the society for more than 50 years and in this long journey, New Alipore Multipurpose School gifted myriads of jewels to the society under the tutelage of renowned educationists. New Alipore Multipurpose School celebrated it's Golden Jubilee in 2014.
ABOUT NAMSAA
In the beginning of year 2007, the divine power of philanthropic spirit reunited a huge number of ex-students of this New Alipore Multipurpose School, which included a galaxy of successful in its fold, such as IAS Officers, Judges of Kolkata High Court, Teachers, Professors, Doctors, Engineers, Senior Government Officials, Corporate leaders, Writers, Actors, Singers and famous Sports personalities, to name a few. That association took no time to culminate into a social welfare organization, as its members bound themselves by a single pledge;
We wish see our Alma Mater rising to a new height and re-establishing the Core values essential towards any success among the future citizens of India.
A meeting was held on 18th March 2007 in School premises. More than 250 ex-students from all passed out batches and some of ex-teachers met and the New Alipore Multipurpose School Alumni Association (NAMSAA) was formed on that day.
The Association (NAMSAA) thereafter became engaged in multifaceted welfare and development programmes involving the school, which also included rejuvenation of the school infrastructure and all-round welfare of the ex-teachers and staff of the school.
Events of New Alipore Multipurpose School Alumni Association
REUNION
New Alipore Multipurpose School Alumni Association (NAMSAA) organises Re-union at the School premises. Second Sunday of January, which is the prefixed date for the Reunion.
CULTURAL SHOWS
New Alipore Multipurpose School Alumni Association organises couple of Cultural Events approximately during the second or third quarter of every year.
MEDICAL CAMP
New Alipore Multipurpose School Alumni Association organises Medical Check-up Camp for the Members, Ex and Present Teachers and Non-teaching staffs sometimes during November-December Every year.
OTHER EVENTS
Apart from our regular Programmes, NAMSAA organises many different events like Voluntary Blood Donation Camp, Bengali New Year Celebration, Movie Shows and Popular Talk Shows for Students of the School. NAMSAA also organises events like Essay Competition, Quiz Contests, Lectures in Collaboration with partners like Tushar Kanti Nag Foundation.
We remember how a Teacher, looking lost in his world would rise like a Sun there in the classroom at around noon. We have not missed the opportunity to offer our humble gratitude and homage to our ex-teachers by felicitating them during our regular events.
Some Accomplishments
A bust of the first Headmaster of New Alipore Multipurpose School was unveiled by our ex-teacher Sri Ranendra Nath Dutta on 11th January 2014 at the School Building. This bust is the symbol of homage by New Alipore Multipurpose School Alumni Association in occasion of the Golden Jubilee of the School.
Installation of one Water Purifier Plant with a capacity of filtering 2000 liters of water per hour including the necessary plumbing work.
Replacement of the year-old, worn-out electrical wiring system of the School Building.
Snippets of various events since the beginning
Photograph of the Teaching & Non-teaching Staffs of New Alipore Multipurpose School (Primary Section). This is Probably the first batch of staffs. [Click to enlarge].
Photograph of the Teaching & Non-teaching Staffs of New Alipore Multipurpose School (Secondary Section). This is Probably the first batch of staffs. [Click to enlarge].