welcome to
MHuq WebGraphics
welcome to
MHuq WebGraphics
আপনার নিজস্ব সব তথ্য নিয়ে আপনার কম্পিউটারে রেখে ব্যবহারের জন্য তৈরী করে নিতে পারেন একটি অফলাইন ওয়েবসাইট! আপনার সব তথ্য দেখতে/ব্রাউজ করতে পারবেন একটি অনলাইন ওয়েবসাইটের মতই!
এটি দিয়ে আপনার কি কি উপকার হবে?
হ্যা, বহুমাত্রিক আধুনিক ও দৃষ্টিনন্দন অনেক কাজের একটি জিনিস হতে পারে এটি!
আপনি যদি-
শিক্ষক বা ছাত্র হনঃ
কম্পিউটারে বা প্রজেক্টরে, ইন্টাএকটিভ ডিসপ্লেতে আপনার pdf বই, গুরুত্বপূর্ণ ইমেজ বা ছবি, ডিজাইন, ৩৬০ ডিগ্রী ছবি, স্লাইডশো, ভিডিও, জার্নাল সহ বিভিন্ন তথ্য ও ওয়েবসাইটের লিংক ইত্যাদি নিয়ে একটি অফলাইন ওয়েবসাইট বা পোর্টফোলিও বানাতে পারেন।
বিভিন্ন সভা, সেমিনার, ওয়ার্কশপ, অনুষ্ঠান, সম্মেলন, প্রদর্শনী ইত্যাদিতে ব্যবহারের জন্য বিভিন্ন তথ্য ও এনিমেশন, স্লাইডশো ইত্যাদি নিয়ে ওয়েবসাইট, ওয়েব কনটেন্ট বা পোর্টফোলিও বানাতে পারেন।
ব্যবসায়ী হনঃ
আপনার প্রতিষ্ঠানে কম্পিউটারের জন্য পণ্য বা তথ্যের সম্ভার নিয়ে অফলাইন ওয়েবসাইট বা পোর্টফোলিও বানাতে পারেন। কমার্সিয়াল ডিসপ্লেতে প্রদর্শনের জন্য স্লাইডশো বানাতে পারেন। এরকম আরো অনেক কিছু যা আপনার প্রয়োজন বানাতে পারেন।
যেকোনো পেশাজীবী, সৌখিন ব্যাক্তি বা কম্পিউটার ব্যবহারকারীঃ
প্রয়োজনীয় বিভিন্ন রকমের কনটেন্ট বা তথ্য নিয়ে অফলাইন ওয়েবসাইট, স্লাইডশো, পোর্টফোলিও সহ অনেক কিছু বানাতে পারেন।
এ জন্য নিচের তথ্যসমূহ পড়ে দেখুন।
ধরুন বিভিন্ন ড্রাইভ ও ফোল্ডারে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডকুমেন্ট, বই, ম্যাপ ইত্যাদি বিভিন্ন কনটেন্টকে ওয়েবসাইট আকারে সাজিয়ে গুছিয়ে নিজের মনের মত করে প্রদর্শন করতে চান।
সেগুলো মাঝেমধ্যেই দেখতে বা ব্যবহার করতে হয়, স্থায়ীভাবে, সংরক্ষণ ও ব্যবহার করতে চান।
বিভিন্ন চলমান প্রজেক্ট, কার্যক্রমের আপডেট, সেমিনারে প্রেজেন্টেশন,
ব্যাক্তিগত প্রোফাইল,
ছবির এ্যালবাম,
স্লাইড শো,
ঘড়ি, ক্যালকুলেটর, এনিমেশন ইত্যাদির মত বিভিন্ন রকমে চমৎকার ও কাজের জিনিসকে মনের মত করে উপস্থাপন করতে চান।
কম্পিউটারে কাজ করতে করতে ছবি, ডকুমেন্ট ডিলিট হয়ে যায় তা থেকেও বাচতে চান।
এরকম আরও বিভিন্ন সুবিধা পেতে, নিজের ডকুমেন্ট ও নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সাইটের লিংক সমূহকে নিজের পছন্দ অনুযায়ী সাজিয়ে গুছিয়ে দেখতে ও সহজে ব্যবহারের জন্য
এরকম ওয়েবসাইট হতে পারে আপনার নিত্যদিনের সঙ্গী!
চাইলে কিছু উদাহরণ দেখতে এই ওয়েবসাইটের বিভিন্ন পেজ ভিজিট করতে পারেন এবং নিচের দিকের লিস্ট ফলো করতে পারেন।
এছাড়া কম্পিউটার ও মোবাইলে ব্যবহারযোগ্য বুয়েটের ক্যালেন্ডার, ইসলামী কনটেন্ট সহ কিছু প্রয়োজনীয় তথ্যও পাওয়া যাবে https://sites.google.com/view/mozammel-info এ।
একটি পোর্টফোলিও সাইটের নমুনা। এভাবে আপনার ব্যাক্তিগত বা প্রতিষ্ঠান বা যেকোনো প্রজেক্ট, কোনো ব্যাচ, বাড়ি ইত্যাদির যাবতীয় তথ্য, নিয়ে একটি অফলাইন সাইট তৈরি করে সকল তথ্য সুবিন্যাস্ত করতে পারেন।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
যেকোনো seminar, workshop, research presentation, অনুষ্ঠান ইত্যাদির সকল তথ্য, স্লাইড, pdf বই বা ফাইল, ডিজাইন, পোস্টার, স্লাইডশো সব কিছু নিয়ে একটি ওয়েবসাইট তৈরি করে সুন্দর ও সহজে একই পেইজে সকল তথ্য দেখানো ও ব্রাউজ করা সম্ভব যা অনেক সুবিধা ও অধুনিকতা এনে দেবে।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
বিবিধ তথ্য নিয়ে একটি বাস্তব ওয়েবসাইটের মত অফলাইন ওয়েবসাইট তৈরি করা যায় যাতে বিভিন্ন তথ্য, ডকুমেন্ট, ডিজাইন, লিংক সহ বহুকিছু সন্নিবেশিত করে কল্পনাতীত সুবিধা পাওয়া সম্ভব।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
উপরের স্যাম্পল সাইট .rar ফাইল ডাউনলোড করুন। .rar ফাইলকে extract করুন। ওপেন হওয়া ফোল্ডারের মধ্যে থাকা index.html ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করুন এবং স্বাভাবিক ওয়েবসাইটের মত ব্রাউজ করে দেখুন।
একটি স্যাম্পল অফলাইন কনটেন্ট ওয়েবসাইট/ ইউএক্স ডিজাইনে যেসব কন্টেন্ট থাকতে পারেঃ
(আপনার পিসিতে থাকবে এবং অনলাইন ওয়েবসাইটের মত ব্যবহার করবেন কোনো ইন্টারনেট ছাড়া)
১। অনুষ্ঠান, প্রতিষ্ঠান বা যে কোনো উপলক্ষ্যে স্লাইড শো, লেখা ও ছবির সংমিশ্রণে এনিমেশন।
একটি স্থান বা ছবির বা কোনো জিনিসের 360 degree view, এর সাথে automatic moving যোগ করা যাবে।
২। ছবি সহ নাম, ঠিকানা, তথ্য, সখ, পেশা, ভৌগলিক অবস্থান, গুরুত্বপূর্ণ সাফল্য, টাইমলাইন, ……।
৩। ছবির এ্যালবাম ও হাজারো ছবি নিয়ে স্থান, উপলক্ষ, সময় ইত্যাদি অনুসারে বিভিন্ন এ্যালবাম সহ ওয়েবসাইট।
৪। পরাশুনা সম্পর্কিত তথ্য, লিংক, ওয়েবসাইট, বিদেশে পড়াশুনা, স্কলারশিপ….
বিভিন্ন বই, জিআইএফ, স্লাইড, অডিও, ভিডিও, এনিমেশন ইত্যাদি।
বিজ্ঞানঃ বিজ্ঞান বিষয়ক বিভিন্ন তথ্য যেমন পদার্থের বিভিন্ন তথ্য সহ Periodic Table ইত্যাদি।
৫। ম্যাপ, ভৌগলিক তথ্য, ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ তথ্য, কম্পাস সহ ম্যাপ
ম্যাপের উপর লোকেশন, পিনের মধ্যে টেক্সট ও তথ্য, একাধিক লোকেশনের মধ্যে রুট, এনিমেশন, একাধিক গন্তব্যে বিমান চলাচল, ম্যাপের উপর বার বা চার্ট, পিনে ক্লিক করলে ছবি ও চলে আসবে এরকম বিভিন্নমুখী সুবিধা…।
৬। জমির ম্যাপ ও দলিল পরচা, বাড়ির প্ল্যান পাশ ও ডিজাইন ও সংশ্লিষ্ট তথ্য ওয়েবসাইট আকারে সংরক্ষণ ও প্রদর্শন।
৭। কর্মসংস্থান বিষয়ক চাকরীর পরামর্শ, চাকরীর বিজ্ঞাপন ও প্রশিক্ষণ তথ্য ওয়েবসাইট, বিদেশে গমণ বিষয়ক।
৮। একটি ব্যাচের সবার বিভিন্ন ছবি, ফলাফল, ফোনবুক, কোর্স সম্পর্কিত তথ্য সহ বিবিধ তথ্য নিয়ে একটি সাইট। একেকজন বিভিন্ন স্থানে চলে গেলে তথ্য ও ছবিও একসময় হাড়িয়ে যায় তাই বিবিধ তথ্যের সাইট বানালে একই ফোল্ডারে, ব্রাউজারে সব তথ্য পাওয়া যাবে।
*** পরীক্ষার প্রস্ততি ও পরাশুনা, মডেল টেস্ট, সাবজেক্ট সম্পর্কে…..
৯। নিউজ পেপারের লিংক
১০। সরকারী সেবা ও ফরম সম্পর্কিত
১১। মূদ্রা বিনিময়, স্বর্ণের মূল্য, বাজার দর, …………. ইত্যাদি তথ্য নিয়ে ওয়েবসাইট।
১২। ওয়েদার, ভূমিকম্প ইত্যাদি তথ্য ও ওয়েব লিংক
১৩। স্বাস্থ্য বিষয়ক তথ্যের লিংক, দৈনন্দিন ব্যবহার্য চার্ট,
১৪। ইসলামী বিভিন্ন মৌলিক তথ্য, দোয়া, ডিজাইন, কোরআন হাদিস ও বিভিন্ন বিষয়ে তথ্য ও ওয়েবসাইট, পেইজ, চ্যানেল লিংক, কিবলা কম্পাস সহ ম্যাপ, নামাজ রোজার সময় সূচী,
১৫। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, আত্মীয় ও বন্ধু বাড়ি, স্থাপনার তথ্য ম্যাপে প্রদর্শন
১৬। খেলাধুলা ও কয়েকটি স্পোর্টস স্কোরের সাইট
১৭। ভ্রমণ তথ্য, ম্যাপ, ডিজাইন, ওয়েবসাইট
১৮। ব্যবসা করার আইডিয়া ও বিভিন্ন তথ্য
১৯। বিনোদনমূল তথ্য ও ওয়েবসাইট
২০। এনালগ ও ডিজিটাল ঘরি, ক্যালকুলেটর, ইউনিট কনভার্টার (পপআপ), টাইমার, কাউন্টডাউন,
২১। সাধারণ ডিজাইন টুল্স
২২। সাধারণ ওয়ার্ড প্রসেসিং টুল্স
২৩। 3D ডিজাইন ও কনটেন্ট ও ভিউয়ার
২৪। ফোনবুক, ইনডেক্স ছবি সহ ও ছবি ছাড়া,
২৫। ক্যালেন্টার (1) ও টু-ডু (To-Do), নোটবুক, অফলাইন ও গুগল ড্রাইভ ডকসিট
২৬। QR Code Generator (কিউআর কোড জেনারেটর)
২৭। ছোট ফটো এডিটিং টুল্স
২৮। টেক্সট টু এনিমেশন
২৯। ফটো টু ইফেক্ট
৩০। সুডোকু
৩১। মেমোরি গেম্স
৩২। Drag & Drop
৩৩। Text editor
এরকম আরো বিভিন্ন সুবিধা
বুয়েট ক্যালেন্ডার, e-Diary, নামাজ রোজার সময় সূচী, দোয়া ইত্যাদি বিভিন্ন প্রয়োজনীয় কনটেন্ট পেতে ভিজিট করতে পারেন আমার sites.google.com/view/mozammel-info সাইটে