আমার কথা

আমি মেহেদী। প্রাণের শহর বগুড়ার আলো বাতাসে একটু একটু করে বেড়ে উঠেছি। শৈশবের দিনগুলো কেটেছে বেলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় সহপাঠীদের সাথে হেঁসে খেলে। দেখতে দেখতে কৈশরে পদার্পণ করলাম। রাইফেল সহ নেভী ব্লু রঙের পোষাক পরা মানুষদের দেখতে দেখতে আরো একটু খানি বড় হতে থাকলাম। হা...হা...( ভাবছেন এসব কি বলছি !) বগুড়া পুলিশ লাইন্স হাইস্কুলে পড়েছি আরকি। তারপর আরও একটুখানি বেড়ে ওঠা, মাধ্যমিকের গন্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিকে পড়ার সুযোগ হয়েছিল উত্তরবঙ্গের স্বনামধন্য বিদ্যাপীঠ সরকারি আজিজুল হক কলেজে। কিন্তু তড়িৎ গতিতে উচ্চ মাধ্যমিকটাও শেষ হয়ে যায়। এরপর একই কলেজে প্রিয় বিষয় পদার্থবিজ্ঞানে স্নাতক কোর্সে ভর্তি হয়ে যাই। পদার্থবিজ্ঞান পড়তে গিয়েই ক্রমশ গণিত ও পদার্থবিজ্ঞানের প্রতি ভালোবাসাটাও বাড়তে থাকে। সেই ভালোবাসাটাকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতেই 'ইনফিনিটি একাডেমি' এর ব্যানারে ৮ম থেকে HSC পর্যন্ত ব্যাচ করে শিক্ষার্থীদের পড়ানো শুরু করি।

Photo Gallery

My Social Sites Link

My Location

Calendar