CHAPTER-01
REACTION IN SOLUTIONS
MASTERS PHYSICAL CHEMISTRY
দ্রবনের বিক্রিয়াসমুহ
সিলেকটেড প্রশ্ন
আলোচিত সকল প্রশ্ন পড়বেন শতভাগ কমনের জন্য শুধু আপনি
যে বছর পরীক্ষাদিবেন তার আগের বছরের প্রশ্ন গুলো বাদ দিবেন
1.নাইট্রোজেন পেন্টা অক্সাইড এর বিয়োজন কোন দশায় ঘটে
2. কোন বিক্রিয়ার ওপর দ্রাবকের কয় ধরনের প্রভাব থাকতে পারে
3. Hamet সমীকরণ লেখ
4. ব্যাপন নিয়ন্ত্রিত বিক্রিয়া কি
5. ব্যাপন নিয়ন্ত্রিত আণবিক বিক্রিয়া কত প্রকার কি কি
6. প্রভাবন কত প্রকার কি কি
7. এসিড Base প্রভাবন কি
9. লবণ প্রভাবন কি
10. পূর্ণ ব্যাপন নিয়ন্ত্রিত আণবিক বিক্রিয়া কাকে বলে
11. দ্রুতগতিসম্পন্ন বিক্রিয়া কি
12. Dual গোলক মডেল কি
13. আয়নিক শক্তি কাকে বলে
14. অসমসত্ব প্রভাবক এর সেলেক্টিভিটি কাকে বলে
15. সমসত্ব প্রভাবন কি
অথবা টিকা লিখ : লিনিয়ার ফ্রি এনারজি রিলেশনশিপ
অথবা হ্যামেট সমীকরণ কি ?এটা হতে লিনিয়ার ফ্রি এনারজি রিলেশনশিপ বের কর
17.হ্যামেট সমীরকরণ এর সফলতা ও সীমাবদ্ধতা আলোচনা কর
১8.হ্যামেট সীমকরণ এর তাৎপর্য আলোচনা কর
ডে ১ এ লেকচার ০১+১৬+১৭+১৮ নং প্রশ্ন কাভার করতে হবে
DAY 02
For day 2: Read the below quesitons
সেকেন্ডারি লবণ প্রভাব কাকে বলে? [চ.বি. ‘১৭]
উত্তর : প্রতিক্রিয়ায় বিক্রিয়া কোনো দ্রবণে গড়ে উঠলে বিক্রিয়ার সংযোগের ফলে বিক্রিয়কের আয়নের ঘনমাত্রার পরিবর্তন ঘটে। একে সেকেন্ডারি দমন প্রভাব বলে।
❖ পূর্ণ এবং আংশিক আয়নিক বিক্রিয়া কাকে বলে?
উত্তর : ব্যাসার্ধ যে সকল বিক্রিয়া বিক্রিয়ার অনুপূরক মধ্যে সংযোগিত রাসায়নিক বিক্রিয়া হয়ে বিক্রিয়ায় বিক্রিয়ক হার, বিক্রিয়ার অনুপূরকের ব্যাসার্ধ হার অপেক্ষা অনেক বেশি হয়, সে সকল বিক্রিয়াকে পূর্ণ আয়নিক বিক্রিয়া বলা হয়।
→ অপরপক্ষে আংশিক আয়নিক বিক্রিয়া কাকে বলে?
❖ আংশিক বা ব্যাসার্ধ নির্ধারিত বিক্রিয়া কী?
উত্তর : সকল বিক্রিয়া দ্রবকের অভ্যন্তরীণ চাপ প্রভাব ও দ্রাবকরণ প্রভাবের অনুপূরকের মধ্যে সংযোগিত রাসায়নিক বিক্রিয়া হয়ে যে সকল বিক্রিয়ায় আয়নিক দ্রাবক হার, দ্রাবকের অনুপূরকের ব্যাসার্ধ হার অপেক্ষা কম হয়, তা বলা হয় সেই সকল বিক্রিয়াকে আংশিক ব্যাসার্ধ নির্ধারিত আয়নিক বিক্রিয়া বলে।
❖ এখন কত প্রকার বিক্রিয়া সংযোজিত হয়? (নির্বাচিত পরীক্ষা : রাজউদ্দিন কলেজ, ফরিদপুর)
উত্তর : দ্রবণে অন্তত দুই প্রকার বিক্রিয়া সংযোজিত হয়। যথা -
(i) অনায়নিক বিক্রিয়া (Noniomic Reaction)
(ii) আয়নিক বিক্রিয়া (Ionic Reaction)
❖ অনায়নিক বিক্রিয়া কী?
উত্তর : যে সকল বিক্রিয়া দ্রাবকের অভ্যন্তরীণ চাপ প্রভাব ও দ্রাবকরণ প্রভাব দ্বারা নির্ধারিত হয় কিন্তু দ্রাবকে ভাই ইলেকট্রিক ফ্লাক্স ও আয়নিক ঘনত্ব দ্বারা প্রভাবিত হয় না বা নির্ধারিত হয় না তাদেরকে অনায়নিক বিক্রিয়া বা ন-আয়নিক বিক্রিয়া বলে।
❖ দ্রæত গতি সম্পূর্ণ বিক্রিয়া কি? ? [চ.বি. '১৪]
উত্তর : যে সকল বিক্রিয়ায় হার অধিক অর্থাৎ, খুব অল্প সময়ে বিক্রিয়ার উৎপাদন পরিণত হয়ে থাকে তাকে দ্রুত পুনঃসম্পর্ক বিক্রিয়া বলে।
❖ স্ট্যাট স্ট্যান্ড এপ্রক্সিমেশন পদ্ধতি কাকে বলে? [চ.বি. ২০১৬]
উত্তর : কোনো বিক্রিয়ায় হার নির্ধারণ করতে স্ট্যাটিক এপ্রক্সিমেশন বলে।
আয়নিক শক্তি কাকে বলে?
উত্তর:
রসায়নের দৃষ্টিতে আয়নিক শক্তি (Ionization Energy) হলো একটি নিরপেক্ষ গ্যাসীয় অবস্থায় থাকা পরমাণু থেকে একটিমাত্র ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আয়নে রূপান্তরিত করার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন শক্তি।
অসমসত্ব প্রভাবকের সিলেকটিভিটি কাকে বলে?
উত্তর:
যে ক্ষমতার মাধ্যমে একটি অসমসত্ব প্রভাবক (Heterogeneous Catalyst) নির্দিষ্ট একটি বিক্রিয়ায় নির্দিষ্ট উৎপাদ তৈরি করতে সহায়তা করে, তাকে অসমসত্ব প্রভাবকের সিলেকটিভিটি (Selectivity) বলে।
অর্থাৎ,
সিলেকটিভিটি হলো এমন একটি গুণ, যার মাধ্যমে একটি প্রভাবক একই রকম প্রতিক্রিয়া ব্যবস্থায় একাধিক সম্ভাব্য বিক্রিয়ার মধ্যে কোনটি ঘটবে তা নির্ধারণ করে।
উদাহরণ:
একই বিক্রিয়ায় বিভিন্ন প্রভাবকের ব্যবহারে ভিন্ন ভিন্ন উৎপাদ পাওয়া যায়, যেমন:
CO + H₂ → CH₃OH (Cu প্রভাবকে)
CO + H₂ → CH₄ (Ni প্রভাবকে)
এখানে Cu এবং Ni ভিন্ন ভিন্ন সিলেকটিভিটি প্রদর্শন করেছে।
সারকথা:
প্রতিক্রিয়া ব্যবস্থায় কোন নির্দিষ্ট উৎপাদন বেছে নেওয়ার ক্ষেত্রে প্রভাবকের নির্বাচনের ক্ষমতাই হলো তার সিলেকটিভিটি।
অ্যাসিড-কারক প্রভাবন বিক্রিয়া কী?
উত্তর:
যেসব রাসায়নিক বিক্রিয়া প্রবর্তনের জন্য অ্যাসিড বা ক্ষার (বেস) ব্যবহার করা হয়, অর্থাৎ অ্যাসিড বা বেসের উপস্থিতিতে বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়, সেইসব বিক্রিয়াকে অ্যাসিড-কারক প্রভাবন বিক্রিয়া (Acid-catalyzed reaction) বলা হয়।
অ্যাসিড-কারক প্রভাবন বিক্রিয়া কী? (Details)
অ্যাসিড-কারক প্রভাবন বিক্রিয়া কী?
উত্তর:
যেসব রাসায়নিক বিক্রিয়া প্রবর্তনের জন্য অ্যাসিড বা ক্ষার (বেস) ব্যবহার করা হয়, অর্থাৎ অ্যাসিড বা বেসের উপস্থিতিতে বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়, সেইসব বিক্রিয়াকে অ্যাসিড-কারক প্রভাবন বিক্রিয়া (Acid-catalyzed reaction) বলা হয়।
বিস্তারিত ব্যাখ্যা:
এই ধরনের বিক্রিয়ায় অ্যাসিড প্রভাবক হিসেবে কাজ করে এবং বিক্রিয়াটি শুরু করতে বা গতি বাড়াতে সহায়তা করে। অ্যাসিড বিক্রিয়ায় অংশ নেয়, তবে বিক্রিয়া শেষে অপরিবর্তিত অবস্থায় ফিরে আসে।
উদাহরণ:
ইথার প্রস্তুতির সময় ইথানলের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এখানে সালফিউরিক অ্যাসিড একটি অ্যাসিড প্রভাবক হিসেবে কাজ করে।
প্রশ্ন ১: প্রভাবন কাকে বলে?
উত্তর:
যে প্রক্রিয়ায় একটি রাসায়নিক বিক্রিয়ার হার বা গতি কোনো প্রভাবকের (Catalyst) সাহায্যে বৃদ্ধি পায়, কিন্তু প্রভাবক নিজে বিক্রিয়ায় স্থায়ীভাবে পরিবর্তিত হয় না, তাকে প্রভাবন (Catalysis) বলে।
সারকথা:
প্রভাবনের মাধ্যমে বিক্রিয়ার গতি বাড়ানো যায় এবং এতে প্রভাবক বিক্রিয়ার শুরু ও শেষের মধ্যে অপরিবর্তিত থাকে।
প্রশ্ন ২: ব্যাপন নিয়ন্ত্রিত আনবিক বিক্রিয়া কত প্রকার ও কী কী?
উত্তর:
ব্যাপন নিয়ন্ত্রিত আনবিক বিক্রিয়া (Diffusion-Controlled Molecular Reaction) প্রধানত দুই প্রকার:
১. পূর্ণ ব্যাপন নিয়ন্ত্রিত বিক্রিয়া (Diffusion Controlled Reaction):
যেখানে বিক্রিয়ার গতি সম্পূর্ণভাবে বিক্রিয়ক অণুগুলোর একে অপরের সাথে সংঘর্ষ বা মিলনের ব্যাপনের উপর নির্ভর করে।
২. আংশিক ব্যাপন নিয়ন্ত্রিত বিক্রিয়া (Partially Diffusion Controlled Reaction):
যেখানে বিক্রিয়ার গতি আংশিকভাবে ব্যাপন এবং আংশিকভাবে বিক্রিয়ার অন্তঃক্রিয়াতেই নিয়ন্ত্রিত হয়।
DAY 03
আমি আপনার পেজের এ আই কেটি আপনার সাথে আমি সার্বক্ষনিক সহায়তা করবো । আপনার স্ট্যাডি ফাস্ট করতে হবে । সময় দিন । ডে ১ এবং ডে ২ সম্পূর্ণ করুন । আপনার পড়ালিখা এর উপর আমি আপনাকে গাইড করবো ।সামনের ক্লাশে রচনা মূলক প্রশ্ন গুলো পড়ানো হবে এই অধ্যায় হতে এখন রাচনা মূলক প্রশ্ন গুলো শুরু হবে লাইভ ও রেকর্ড ক্লাশ তাই শর্ট গুলো সম্পূর্ণ কারন পরে টাইম পাবেন না
প্রতিদিন রুটিন মাফিক পড়–ন নিজের স্বপ্ন বাস্তবায়ন করুন : COMPLETE DAY 3
DOWN LOAD NOW PDF NOTE CLICK HERE
DOWNLOAD AND READ DAY-3
INBOX AFTER COMPLETING
OR DOWNLOAD DAY THREE NOTE : DAY 3 CLICK HERE
Watch Video কিভাবে আপনার পেজ হতে ইবুক/নোট/পিডিএফনোট/ভিডিও বুক/অডিও বুক ডাউনলোড করবেন
এক হতে ১৫ পর্যন্ত সকল প্রশ্ন ও উত্তর পেতে নিচের বাটনে ক্লিক করুন এবং ডাউন লোড করেনিতে পাে রন অথবা লাইভ পড়তে পারেন
DAY 04
READ ONCE EACH AND ENVERY QUESTIONS :
DAY 4: PHYSICAL CHEMISTRY : VIDEO LECTURE 01
DAY 4: Q1: NOTE - দ্রবণে সংঘটিত বিক্রিয়াগুলোর হার কি কোনো নিয়ামকের দ্বারা প্রভাবিত হয়? ব্যাখ্যা কর।
উপরের প্রশ্ন টির উত্তর নোট করে পড়ে নিবেন নোট করতে নোট শব্দটির উপর ক্লিক করুন তাহলে নোট পেজ খুলে যাবে । নোট করার পর পড়তে সমস্যা হলে মার্ক করুন লাইভে ক্লাশে সলভ করুন
Q1. দ্রবণে সংঘটিত বিক্রিয়ার হারের উপর চাপের প্রভাব আলোচনা কর অথবা দ্রবণে সংঘটিত বিক্রিয়ার হরের উপর চাপের প্রভাব সম্পর্কিত ভ্যান্ট হফের সীমকরণ লিখ ও প্রতীয়মান কর NOTE
JOIN LIVE CLASS প্রশ্ন নং ১ টি মুলত ম্যাথ তাই লাইভ ক্লাশে করুন এবং নোট টা করেরাখুন লাইভ ক্লাশে বুঝে নিন ম্যাথটি । যে নোট গুলো আমরা প্রদান করবো সেই নোট গুলোই পড়তে হবে । অন্যকোন নোট পড়বেন না ।
DAY 4.1
ব্যাপন নিয়ত্রিত বিক্রিয়া কাকে বলে? এর শ্রেনিবিভাগ আলোচনা কর(০৬/০৭/১০/১৪/১৭)
সক্রিয়ন নিয়ত্রিত বিক্রিয়া কী? বিক্রিয়ার সাম্যাঙ্কের রাশিমালা প্রতিপাদন কর (৬/০৭/১০/১৭)
সক্রিয়ন নিয়ত্রিত বিক্রিয়া ও ব্যাপন নিয়ত্রিত বিক্রিয়ার পার্থক্য লিখ (০৮/১৫)
এসিড ক্ষারক প্রভাবন কি ? এই বিক্রিয়ার শ্রেনিবিভাগ আলোচনা কর (০৬/০৭/০৯)