LECTURE SHEET 8
JOB PREPARATION ONLINE :
বিষয় সাধারণ জ্ঞান
বাসয় বসে প্রস্তুুতি নিন । একাধিক বই কিনার প্যারা নাই তাই আজই জয়েন করুন
বিসিএস ও ব্যাংক জব প্রিপারেশন
JOB PREPARATION ONLINE :
বিষয় সাধারণ জ্ঞান
বাসয় বসে প্রস্তুুতি নিন । একাধিক বই কিনার প্যারা নাই তাই আজই জয়েন করুন
বিসিএস ও ব্যাংক জব প্রিপারেশন
বিসিএস প্রস্তুতি যদি পরিকল্পিতভাবে ঠিকঠাক করা যায়, তাহলে হাজার হাজার প্রার্থীর মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা করে নিজেকে এগিয়ে রাখা সম্ভব। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে হলে বেশি বেশি এমসিকিউ সলভ করার বিকল্প কিছু নেই।
প্রশ্নব্যাংক এইজন্য সমাধান করতে বলা হয় যাতে প্রশ্নের ধরন সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হয়৷ এছাড়াও প্রশ্নব্যাংক সমাধান করতে যেয়ে দেখবেন একই তথ্য থেকেই ঘুরেফিরে প্রশ্ন করছে। কিংবা একই টপিক থেকে একাধিক বছর প্রশ্ন এসেছে। সেজন্য দরকার প্রশ্ন সলভ করার সময় সেই প্রশ্ন সম্পর্কিত টপিক পড়ে ফেলা।
আর এইজন্য www.massbd.org নিয়ে এসেছে বিসিএস প্রশ্নব্যাংক সলভ স্টাডি ম্যাটেরিয়াল। এই স্টাডি ম্যাটেরিয়ালের নোট ও গাইডের মাধ্যমে প্রশ্নব্যাংকের কোন কোন টপিকগুলোর প্রতি বিশেষ জোর দিতে হবে, কোনগুলো বাদ দিতে হবে, কোন এমসিকিউগুলো একবার পড়লেই হবে তা জানতে পারবেন।
এই স্টাডি ম্যাটেরিয়ালে প্রতিটি নোট ও গাইড এমনভাবে সাজানো হয়েছে, যাতে পরীক্ষার্থীরা বিষয়ভিত্তিক চূড়ান্ত পরীক্ষায় ভালো করার সঠিক দিকনির্দেশনা পান। বিসিএস ক্যাডার চাইলে এখনই স্টাডি ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করে পড়া শুরু করুন এবং সম্পূর্ণ করুন আপনার প্রস্তুতি!
আনারস’ ও ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে—
ক) পর্তুগিজ ভাষা হতে
খ) আরবি ভাষা হতে
গ) দেশি ভাষা হতে
ঘ) ওলন্দাজ ভাষা হতে তথ্
Explanation : আনারস ও চাবি পর্তুগিজ ভাষার শব্দ
2. শুদ্ধ বানান কোনটি? =
ক) মূমুষু
খ) মুমূর্ষু
গ) মুমূর্ষ
ঘ) মূমূর্ষ
Explanation : মুমূর্ষ সঠক বানান
3. গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?
ক) শব পােড়া
খ) মড়া দাহ
গ) শবদাহ
ঘ) শব মড়া
Explanation : শবদাহ শব্দটি গুরুচন্ডালী দোষ মুক্ত। কারণ শব ও দাহ দুটি শব্দই তৎসম শব্দ,
4. ‘কবর’ নাটকটির লেখক—
ক) জসীমউদ্দীন।
খ) কাজী নজরুল ইসলাম
গ) মুনীর চৌধুরী
ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
Explanation : কবর নাটকটি মুনীর চৌধুরীর লেখা।১৯৫৩ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় এই নাটকটি মুনীর চৌধুরী রচনা করেন।
5. উভয় কূল রক্ষা’ অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
ক) কারাে পৌষ মাস, কারও সর্বনাশ
খ) চাল না চুলাে, চেঁকি না কুলােত
গ) সাপও মরে, লাঠিও না ভাঙে
ঘ) বােঝার উপর শাকের আঁটি
Explanation : উভয় কূল রক্ষার্থে ব্যবহৃত হয় সাপও মারে লাঠিও না ভাঙে
6. রত্নাকর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ—
ক) রত্না + কার
খ) রত্ন + কর
গ) রত্না + আকার
ঘ) রত্ন + আকর
Explanation : অ+আ=আ(রত্ন-আকার=রত্নাকার)
7. শুদ্ধ বাক্য কোনটি?
ক) দুর্বলবশতঃ অনাথিনী বসে পড়ল
খ) দুর্বলতাবশত অনাথিনী বসে পড়ল
গ) দুর্বলতাবশত অনাথ বসে পড়ল
ঘ) দুর্বলবশতঃ অনাথ বসে পড়ল
Explanation : ‘দুর্বলতাবশত অনাথ বসে পড়ল” শুদ্ধ বাক্য
8. ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়—
ক) বিভক্তি
খ) ধাতু
গ)প্রত্যয়
ঘ) কৃৎ
Explanation : ক্রিয়া পদের মূল অংশকে বলা হয় ধাতু
9. কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করে?
ক) পাকা পাকা আম
খ) ছি ছি, কি করছ।
গ) নরম নরম হাত
ঘ) উড়ু উড়ু মন
Explanation : পাকা পাকা বলতে আধিক্য বোঝানো হয়েছে। দ্বিরুক্ত শব্দ বলতে বোঝায় ঐ সকল শব্দ যা বাক্যের মধ্যে পরপর দুবার উচ্চারিত হয়েছে।
10. কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক?
ক) যত গর্জে তত বৃষ্টি হয় না
খ) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
গ) নাচতে না জানলে উঠোন বাঁকা
ঘ) যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়
Explanation : ‘অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট” প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক।বাকি গুলো হবে- যত গর্জে তত বর্ষে না, নাচতে না জানলে উঠান বাঁকা এবং যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়
11. ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ রচিত –
ক) কবিতার নাম
খ) গল্প সংকলনের নাম
গ) উপন্যাসের নাম
ঘ) কাব্য সংকলনের নাম
Explanation : রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে চোখের বালি, চার অধ্যায় ইত্যাদি।উপন্যাসের চরিত্র। অমিত লাবন্য
12. বাংলায় টি. এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক—
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) বিষ্ণু দে
গ) সুধীন্দ্রনাথ দত্ত
ঘ) বুদ্ধদেব বসু
Explanation : প্রথম বাংলায় টিএস ইলিয়টের কবিতা অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। টি এস এলিয়ট এর The Journey of the Magi কবিতার অনুবাদ করা হয়েছিলো। রবীন্দ্রনাথ তার পুনশ্চ কাব্যে “তীর্থযাত্রী” কবিতা নামে এটি সংকলন করেছিলেন।
13. অগ্নিবীণা কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা
ক) অগ্রপথিক
খ) বিদ্রোহী বিনতা।
গ) প্রলয়ােল্লাস
ঘ) ধূমকেতু
Explanation : অগ্নিবীণা বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (অক্টোবর ১৯২২ খ্রিষ্টাব্দ) প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট বারোটি কবিতা আছে। কবিতাগুলি হচ্ছে – প্রলয়োল্লাস (কবিতা) ‘বিদ্রোহী, রক্তাম্বর-ধারিণী মা, আগমণী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার রণভেরী, শাত-ইল-আরব, খেয়াপারের তরণী কোরবানী ও মোহররম। এছাড়া গ্রন্থটির সর্বাগ্রে বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ কে উৎসর্গ করে লেখা একটি উৎসর্গ কবিতাও আছে। অগ্নি-বীণা প্রচ্ছদপটের পরিকল্পনা ছিল অবনীন্দ্রনাথ ঠাকুর এবং এঁকেছিলেন তরুণ চিত্রশিল্পী বীরেশ্বর সেন। বইটির তৎকালীন মূলা ছিল ৩ টাকা। ৭ নং প্রতাপ চ্যাটার্জি লেন থেকে গ্রন্থকার কর্তৃক গ্রন্থটি মুদ্রিত ও প্রকাশিত হয়। প্রাপ্তিস্থান হিসেবে গ্রন্থে লেখা ছিল আর্য পাবলিশিং হাউস, কলেজ স্ট্রিট মার্কেট (দোতলায়)। গ্রন্থটি ছাপা হয় মেটকাফ প্রেস, ৭৯ নং বলরাম দে স্ট্রিট, কলিকাতা থেকে। দাম এক টাকা। গ্রন্থটির উৎসর্গ হচ্ছে- বাঙলার অগ্নিযুগের আদি পুরোহিত সাপ্নিক বীর শ্রীবারীন্দ্রকুমার ঘোষ শ্রীশ্রীচরণারবিন্দেষু। নিচে লেখা আছে তোমার অগ্নি-পূজারী-হে.. মহিমান্বিত শিষ্য-কাজী নজরুল ইসলাম। অরবিন্দ ঘোষের ভ্রাতা বারীন্দ্রকুমার ঘোষ, বাংলা তথা ভারতের বিপ্লববাদী আন্দোলনের অন্যতম নায়ক ছিলেন। বিপ্লবে বিশ্বাসী নজরুল তাই নিজেকে বারীন্দ্রকুমারের হে-মহিমান্বিত শিষ্য বলে উল্লেখ করে তাকেই তার প্রথম কাব্যগ্রন্থ উৎসর্গ করেছিলেন।
14. কোন বাক্যে মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত?
ক) তিনিই সমাজের মাথা
খ) মাথা খাটিয়ে কাজ করবে
গ) লজ্জায় আমার মাথা কাটা গেল
ঘ) যে মাথা নেই আবার মাথা ব্যথা
Explanation : বাক্যে মাথা বলতে বুদ্ধি কাজে লাগিয়ে কাজ করার কথা বুঝানো হয়েছে।
15. কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক) নিখুঁত
খ) আনমনা
গ) অবহেলা
ঘ) নিমরাজি
Explanation : বিদেশি উপসর্গ মোট ২০ টি আরবি উপসর্গ —> কিরে (লা)লু এই (গর)মে (বাজে) (আম) (খাস) ? ইংরেজি উপসর্গ —> (হেড) (সাব) বাড়িতে (হাফ) এবং স্কুলে (ফুল) হাতা শার্ট পরেন। হিন্দি উপসর্গ —> (হর) (হরেক) ফারসি উপসর্গ —> (নিম) বাবু (বে) আদব (বদ) মাশ (না)লায়েক (কম) (ব)খত (ফি)রোজকে (কার)চুপি করে (দর)বার থেকে (বর)খাস্ত করে দেন।