রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) চালু করা জনপ্রিয় একটি প্রকল্পের নাম হচ্ছে লক্ষী ভান্ডার (Lakshmi Vander)। যেই প্রকল্পের মাধ্যমে এই রাজ্যে বসবাসকারী ST, SC এবং অন্যান্য সম্প্রদায়ের মহিলারা প্রতিমাসে ব্যাংক একাউন্টে ১০০০ এবং OBC ও জেনারেল সম্প্রদায়ের মহিলারা ৫০০ টাকা করে পেয়ে উপকৃত হচ্ছেন। যদি লক্ষী ভান্ডারে পাওয়া টাকার পরিমাণ পরবর্তিতে কিছুটা বাড়ানো হয়েছে।
এবারে লক্ষী ভান্ডার নিয়ে উঠে আসছে একটি গুরুত্বপূর্ণ খবর। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এবার থেকে আর লক্ষী ভান্ডারের টাকা দেয়া হবেনা কিছু কিছু ব্যাংক একাউন্টে। এবং এই বিষয়ে রাজ্যের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি (notification) প্রকাশ করে জানানো হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, আপনি যদি সেই সমস্ত মহিলাদের মধ্যে হয়ে থাকেন যাদের কিনা ঐসব ব্যাংকে একাউন্ট রয়েছে তাহলে অতিসত্বর আপনাকে করতে হবে একটি কাজ। নয়তো আপনি এবার থেকে আর লক্ষী ভান্ডারের ৫০০ এবং ১০০০ টাকা পাবেন না।
read more https://www.indiaday30.live/2023/06/laxmi-vander-big-update-news/