New Video Release
আমরা জানি, বরফ পানিতে ভেসে থাকে, কিন্তু তোমরা জানো কেন ভাসে?
কারণ বরফের ঘনত্ব পানির চেয়ে প্রায় ৯ শতাংশ কম। তাই বরফ পানিতে ভাসে।
প্লবতার সুত্র অনুযায়ী,কোনো বস্তু তখন ই পানিতে নিমজ্জিত হবে(ডুবে যাবে) যখন বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন ,বস্তুর ওজনের চেয়ে বেশি হবে।
কিন্তু আজকে এমন একটি বরফ নিয়ে কথা বলবো যেটি তার উলটা কাজ করে। অবাক হুয়ার কিছুই নেই হাহাহা। এটি বাস্তবে সম্ভব অবশ্যই, সেটি বিজ্ঞানসম্মত। আমরা জানি পানির সংকেত H2O।
এটির ভর ১৮(1x2+16=18). কিন্তু এই হাইড্রোজেনেরই একটি আইসোটোপ 2H1 যার ভর আসলে ১ না, ২, যার কারণে এটির ২ টি পরমানুর ভর ৪ এসে দাঁড়ায়, ফলে সেই পানির ভর এসে দাড়ায় ২০, যেহেতু এটি গতানুগতিক H2O হতে ভারী আর তাই এটি পানিতে ডুবে যায়, একজন রসায়নবিদ Nilered এটি বাস্তবে করে দেখিয়েছেন, সেই ভিডিও হতে অনুপ্রেরণা নিয়ে আমার লেখা শুরু, আপনারা আমার ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি ভবিষ্যতে ভালো কিছু করবই! এই প্রজন্ম আমরাই, আর আমরাই দেশকে এগিয়ে নিয়ে যাবো। পড়ার জন্য ধন্যবাদ
Real Experiment Link: https://www.youtube.com/shorts/lVryXeXbwGM