ইসলামপুর গ্রাম

এক নজরে ইসলামপুর গ্রাম

ইসলামপুর (ইংরেজি: Islampur), বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় অবস্থিত ৭ নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের একটি গ্রাম।

অবস্থান

ইসলামপুর গ্রামটি জগন্নাথপুর উপজেলার সদর দপ্তরের প্রায় ছয়-সাত কিলোমিটার পূর্ব-দক্ষিণে, সিলেট শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সিলেট-জগন্নাথপুর সড়কের আনুমানিক চার কিলোমিটার দক্ষিণ-পূর্বে ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন থেকে আনুমানিক এক কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। ইসলামপুর গ্রামের উত্তর দিকে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল গ্রাম ও শাহারপাড়া গ্রাম, দক্ষিণে আশারকান্দি ইউনিয়নের শেওরা গ্রাম ও পাইলগাঁও ইউনিয়নের আলাগদি গ্রাম, পূর্ব দিকে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সোনাতনপুর গ্রামও আশারকান্দি ইউনিয়নের পাটকুরা গ্রাম, পশ্চিম দিকে রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রাম ও টিয়ারগাঁও এবং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের তেগরিয়া গ্রাম।

ভৌগোলিক উপাত্ত

এই গ্রামের অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৪.৭৩৫৪২৫° উত্তর ৯১.৫৯৩৬৫২° পূর্ব। দ্রাঘিমা রেখাংশে মোট ১.১৩৫ কিমি২ (০.৪৩৮ মা২) ভূখণ্ড জুড়ে বিস্তৃত।

জনসংখ্যার উপাত্ত

বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের ২০১১ সালের গ্রাম ভিত্তিক লোকসংখ্যা এবং ২০১১ সালের আদমশুমারি তথ্য অনুযায়ী, ইসলামপুর গ্রামের জনসংখ্যা পূর্ব ব্রাম্মণগাও মৌজায় ৬৭১ জন এবং সোনাতনপুর মৌজায় ৩২২ জন। ইসলামপুর গ্রামের মোট জনসংখ্যা ৯৯৩ জন। যার মধ্যে পুরুষ ৪৪.০% এবং মহিলা ৩০.৪%। গড় স্বাক্ষরতার হার ৪৩.৬২% (৭ বছর ও তদুর্ধে)। সবাই‌ সিলেটী ভাষাভাষী। স্কুলগুলিতে বাংলা এবং ইংরেজি ভাষা শেখানো হয় এবং জনসংখ্যার শিক্ষিত অংশ বাংলা ও ইংরেজিতে বুঝতে এবং কথা বলতে পারে। ইসলাম এখানে প্রধান ধর্ম। শতকরা ১০০ ভাগ গ্রামবাসী মুসলিম এবং সবাই ইসলাম ধর্ম অনুসরণ করেন।

ইতিহাস

প্রায় ১৮০০ সালের দিকে ইসলামপুর গ্রামটি প্রতিষ্ঠিত হয়। পূর্বে এটি “ব্রাম্মণগাও” নামে পরিচিত ছিল। বলা হয়ে থাকে ইসলামপুরে প্রথমে (১৬০০-১৭০০ সালের দিকে) ব্রাম্মণ সম্প্রদায়ের বসবাস ছিল। এক সময় এই গ্রামে পাইলগাওর জমিদার বাবু ব্রজনাথ চৌধুরীর অনেক জায়গা জমি ছিল। ১৮০০ সালের দিকে মুসলমান এই গ্রামে বসতি স্থাপন করতে শুরু করেন। ধীরে ধীরে গ্রামটিতে মুসলিম লোকবসতিতে ভরে উঠে। তৎকালীন সময়ে অত্র গ্রামে কয়েকজন মুনশি বসবাস করতেন এবং তাদের প্রচেষ্টায় গ্রামের সাধারণ মানুষ ধর্ম-কর্মের দিকে অগ্রসর হতে থাকেন। ক্রমান্বয়ে মানুষ যখন ধর্মের দিকে অগ্রসর হতে থাকেন এমনি এক শুভক্ষণে মৌলভীবাজার মহকুমার ইটা সিংকাপন নিবাসী মাওলানা আব্দুল কাদির (ছানী) বাঙালী সহ ইটার মাওলানাগণ অত্র গ্রামে ঘন-ঘন যাতায়াত শুরু করেন এবং এই গ্রামের শতভাগ মানুষ মুসলিম হওয়ায়, উনারা মৌখিক ভাবে এই গ্রামের নাম ইসলামপুর বলে নাম করণ করেন। ১৮৪৪ শতকে মানুষের প্রয়োজনের তাগিদে সবার সম্মতি ক্রমে এই গ্রামের পশ্চিম-পাড়ায় একটি জামে মসজিদ স্থাপন করা হয়, যার নাম দেওয়া হয় ইসলামপুর জামে মসজিদ। এখানে উল্লেখ্য যে, সে সময়ে পার্শ্ববর্তী গ্রাম সৈয়দপুর ব্যতীত অন্য কোন গ্রামে মসজিদ ছিল না।

সেই সময়ে গর্ব করার মত এই গ্রামের অনেক ইতিহাস-ঐতিহ্য রয়েছে তন্মধ্যে উল্লেখযোগ্য, যখন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পরিবর্তে সরপাঞ্ছ নির্বাচিত করা হত, তখন সরপাঞ্ছ ছিলেন এই গ্রামের মরহুম সুলতান উল্লাহ যিনি বেপারী নামে খুব বেশি পরিচিত ছিলেন। আরো গর্বের বিষয় হল যখন সৈয়দপুরের বড় মৌলভী জেলী মৌলভী ছাড়া আশ-পাশ গ্রামে কোন মাওলানা ছিলেন না, তখন এই গ্রামের মরহুম রোয়াইত উল্লাহ মুনশী সাহেবের বড় ছেলে মরহুম মাওলানা আব্দুল মান্নান সাহেব পূর্ব সিলেটের গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী রানাপিং মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে টাইটেল পাশ করেন। যিনি সারা জীবন ধর্মের তরে নিবেদিত ছিলেন, উনার জানাযার উপস্থিতি ও উনার সাগরেদদের বক্তব্যে প্রমাণিত হয়েছিল সেদিন।

ইসলামপুর গ্রামটি কয়েকটি পাড়া ও মহল্লায় বিভক্ত। সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বেশি যে পরিবর্তনগুলো এসেছে তা হলো রাস্তাঘাট ও বিদ্যুৎ উন্নয়ন, একে অপরের প্রতি গ্রামবাসীর দৃঢ় বন্ধন, সামাজিক দায়িত্ব এবং পরস্পরের প্রতি সহানুভূতিশীল। বর্তমানে ৭ নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদে ইসলামপুর গ্রামটি অন্তর্ভুক্ত করা হয়েছে এর আগে এটি আশারকান্দি ইউনিয়নের একটি ওয়ার্ড ছিল। উল্লেখ্য, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন মোট ৯টি ওয়ার্ড, ২৭টি মৌজা এবং ৪১টি গ্রাম নিয়ে গঠিত।

ইসলামপুর জামে মসজিদ

'ইসলামপুর জামে মসজিদ' বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দ শাহারপাড়ায় ইউনিয়নের দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। ইসলামপুর জামে মসজিদটি ইউনিয়নের ইসলামপুর গ্রামের পশ্চিম সিমান্তে অবস্থিত। ইতিহাস থেকে জানা যায়, 'ইসলামপুর জামে মসজিদ' জগন্নাথপুর উপজেলার প্রাচীন মসজিদ গুলোর মধ্যে অন্যতম। সে সময়ে আসপাশ গ্রামের লোকজন এই মসজিদে এসে নামায আদায় করতেন। এ মসজিদটি প্রথম নির্মাণ হয়েছিল অষ্টাদশ শতকের চতুর্থার্ধে। এর নির্মাণ ব্যয় বহন করেছিলেন রুয়াইত উল্লাহ মুন্সি সাহেব। এবং পরে ১৯৭৭ সালে গ্রামবাসীর উদ্যোগে মসজিদটি ভেঙ্গে নতুন করে পুনঃনির্মাণ করা হয়। বর্তমানে মসজিদের রক্ষণাবেক্ষণ করেন ইসলামপুর গ্রামের মানুষজন।

শিক্ষাব্যবস্থা ও প্রতিষ্ঠান

ইসলামপুরে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ৫.৮০% এবং শিক্ষার হার ৪০.৩%। শিক্ষার দিক থেকে অনেকটা পিছিয়ে এই গ্রামের অধিকাংশ মানুষ। তবে বাংলাদেশ সরকার কর্তৃক প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করায় গ্রামের অনেক শিশু এখন স্কুলে যায়। প্রাথমিক শিক্ষার জন্য সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে অন্তর্ভুক্ত সোনাতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও অনুচন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয় অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান। ইসলামপুরে এককভাবে কোনো স্কুল নেই তবে আট গ্রামের (সুনাতনপুর, খুড়িহাল, আহমদাবাদ, মোরাদাবাদ, বুধরাইল, অনুচন্দ, তেগরীয়া ও ইসলামপুর) যৌথ উদ্যোগে গঠিত শাহজালাল উচ্চ বিদ্যালয় অন্যতম। গ্রামের দুটি মসজিদ ইনসান আলী ও ইসলামপুর জামে মসজিদ। একটি মসজিদে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষাব্যবস্থা প্রচলিত আছে। এটিতে একজন দক্ষ শিক্ষক দ্বারা আরবি শিক্ষার পাশাপাশি বাংলা ও গণিতের প্রাথমিক জ্ঞান দান করা হয়।

শাহ জালাল উচ্চ বিদ্যালয়

'শাহজালাল উচ্চ বিদ্যালয়' (ইংরেজি: Shahjalal High School) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউপিতে অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালটির নামকরন করা হয় ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ শাইখ আল মাসায়েক 'হযরত শাহ জালাল আল-মুজাররদে ইয়্যামনি'র নামে। ২০০৬ সালে বিদ্যালয়টি বেসরকারিভাবে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ২০০৭ সালের শুরুর দিকে। শুরুর দিকে শাহ জালাল উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত পাঠদান দেওয়া হলেও বর্তমানে ১০ম শ্রেণী পর্যন্ত একাডেমিক পাঠদান দেওয়া হয়। বিদ্যালয়টি আট গ্রামের বিশিষ্টজনদের উদ্যোগ ও অর্থায়নে গড়ে উঠে। উল্লেখ্য, বিদ্যালয়টি 'ইসলামপুর, উলুচন্দ, মুরাদাবাদ, বুধরাইল, সোনাতনপুর, আহমাদাবাদ, কুড়িহাল ও তেঘরীয়া' এই আট গ্রামের মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া উলুকান্দি, বু্রহানপুর ছাড়াও অন্যান্য গ্রামের শিক্ষার্থী এই স্কুলে লেখাপড়া করতে আসে। স্কুলটি প্রথমে কটকা মৌজায় হওয়ার কথা ছিল। সব গ্রামের শিক্ষার্থীদের সুবিধার্থে এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। যাতে স্কুলটি আট গ্রামের মাঝখান বা মধ্যস্থানে এর অবস্থান হয়। কিন্তু কোনো এক অজানা কারণে কটকা মৌজায় না হয়ে মোরাদাবাদ গ্রামের উত্তর-পশ্চিম সিমান্তে স্কুলের ভবনটি নির্মাণ করা হয়।

তথ্যসূত্র

বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, ইসলামপুরের সংক্ষিপ্ত ইতিহাস, উইকিপিডিয়া, গুগল, উইকিমাফিয়া, ফেসবুক, জিয়িওহ্যাক, ইত্যাদি।

wikipedia article : Islampur Jagannathpur upazila

উইকিপিডিয়ায় বাংলায় পড়ুন : ইসলামপুর জগন্নাথপুর

facebook page : Islampur Jagannathpur

website : Islampur Jagannathpur


Nearest market (bazar) to Islampur village

  • Janatha market জনতা মার্কেট

  • Patkura Bazar পাটকুরা বাজার

  • Syedpur Bazar সৈয়দপুর বাজার

  • Shaharpara Bazar শাহারপাড়া বাজার

  • Shibganj Bazzar শিবগঞ্জ বাজার

  • Raniganj Bazar রানিগাঞ্জ বাজার

  • Daorai Bazar দাওরাই বাজার

  • Guala Bajar গোয়ালা বাজার

  • Jagannathpur Bajar জগন্নাথপুর বাজার

  • Boro fessi bazar বড়ফেছি বাজার

  • Noyabondor Bazar নয়াবন্দর বাজার

Nearest union parishad to Islampur village

  • Syedpur-Shaharpara Union Parshad (Union Council) সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ

  • Asharkandi Union Parishad আশারকান্দি ইউনিয়ন পরিষদ

  • Patli Union Parishad ইউনিয়ন পরিষদ্‌

  • Raniganj Union Parishod রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ

  • Pailgaon Union Porishod পাইল গাও ইউনিয়ন পরিষদ

  • Mirpur Union Porishod মিরপুর ইউনিয়ন পরিষদ

  • Haldipur Union Parishad হলদিপুর ইউনিয়ন পরিষদ

Nearest villages to Islampur village

  • Sunatonpur সোনাতনপুর

  • Uluchon অনুচন্দ

  • Muradabad মোরাদাবাদ

  • Budhrail বুধরাইল

  • Tola khal টলাখাল

  • Kurihal কুরিহাল

  • Thegori তেঘরিয়া গ্রাম

  • Syedpur সৈয়দপুর গ্রাম

  • Sheora শেওরা গ্রাম

  • Patkura পাটকুরা গ্রাম

  • Alagdi আলাগদি গ্রাম

  • Doyal Nagar দয়ালনগর

  • Purtonpur পুর্তনপুর

  • Pailgaon পাইলগাঁও

  • Terautiya তেরাউতিয়া

  • Makorkuna মাকরকোনা

  • Jalalpur জালালপুর

  • Noya Gaon নোয়াগাও

  • Shaharpara শাহারপাড়া গ্রাম

  • Tilok তিলক

  • Purba Tilok পূর্ব তিলক

  • Gual Gaon গোয়ালগাও

  • Ahmadabad আহমদাবাদ গ্রাম

  • Auodot আউদত গ্রাম

  • Romapothipur রমাপতিপুর (রমাইতপুর)

  • Mujahidpur মুজাহিদপুর

  • Ich gaon ইছগাও

  • Gush gaon গোষগাও (গোসগাও)

  • Habibpur হবিবপুর

  • Eshakpur ইসাকপুর

  • Ludorpur লুদরপুর

  • Durgapur দুরগাপুর

  • Athghor আটঘর

  • Asharkandi আশারকান্দি

  • Daorai দাওরাই গ্রাম

  • Jamar gaon জামার গাও

  • Milik মিলিক

  • Fessi ফেসি

  • Digholbak দিগলবাক

  • Koshba কসবা

  • Suklamborpur সুকলাম্বরপুর

  • Condi Hedayetpur চন্ডীহোদায়েতপুর গ্রাম

  • Chituliya চীতৃলিয়া গ্রাম

  • Jalalabad জালালাবাদ গ্রাম

  • Kamalshah কামালশাহ গ্রাম

  • Fatehpur ফতেপুর গ্রাম

  • Guoalpur গোপালপুর গ্রাম

  • Karimpur করিমপুর গ্রাম

  • Kurikar কুরিকেয়ার গ্রাম

  • Mirpur মিরপুর

  • Muktir Chak মুক্তির চক গ্রাম

  • Narayenpur নারাইনপুর গ্রাম

  • Rasulpur রসুলপুর

  • Hari Kuna হাড়িকোনা

  • Agun Kuna আগুনকোনা

  • Ishan Kuna ঈশানকোনা

  • Mollik Para মল্লিকপাড়া

  • Lamba Hati লাম্বাহাটি

  • Nua Para নোয়াপাড়া

  • Baghmoyna বাগময়না

  • Chilaura চিলাউরা

  • Gush Gaon ঘোষগাও

  • Ikorchoi ইকড়ছই

  • Guth gaw গোতগাও

  • Bobanipur ভবানীপুর

  • Lohori লহরী

  • Poschim Bramhan Gaon পশ্চিম ব্রাহ্মণগাও

  • Chor hatiya চর হাতিয়া

  • Khamar khal কামারখাল

  • Golakhal গলাখাল

  • Sreedhorpasha শ্রীধরপাশা

  • Chak Aminpur চক আমিনপুর

  • Rotonpur রতনপুর

  • নলোয়া নযোগাও

  • Jagadishpur পশ্চিম জগদীশপুর

  • Moishakhal মইষাখাল বাদে

  • Kadi pur কাদিপুর

  • Sadirpur সাদিরপুর

  • Kapurpur কাফুরপুর

  • Bani Gaw বানীগাও

  • Parar Gaon পাড়ারগাও

  • Kolyan poor কল্যাণপুর

  • Khir por খিদিরপুর

  • Mullar Gow মোল্লারগাও

  • Kolkoliya কলকালিয়া

  • Dhigolbhak দিগলবাক উত্তর

  • Khadila বাদে খালিসা

  • Sonukhai সনুয়াখাই

  • Muhammadhpur বড় মোহাম্মদপুর

  • Ghurar Gow গোড়ারগাও

  • Dhanpur ঢাংপুর

  • Jomibishnu জমিবিষ্ণু

  • Khanchan pur কাঞ্চনপুর

  • Farid porপশ্চিম ফরিদপুর

  • Vagor kandi ভাগরকান্দি

  • Bhalik handi বালিকান্দি

  • Mojidpur মজিদপর

  • Gor gaon গড়গাও

  • Serpur সেরপুর

  • Hijli হিজলী

  • Nadampur নাদামপুর

  • মোহাম্মদ হাজী

  • বাচস্পতিপুর

  • সুপার মোহাম্মদপুর

  • Mominpur মমিনপুর

  • আলিয়াবাদ

  • হাসিমাবাদ

  • জগন্নাথপুর Jogonnathpur

  • করিমপুর কিসমত

  • বাগজোর

  • শ্রীধরপাশা

  • মইষাখাল বাদে

  • কাদিপুর

  • মোল্লারগাও

  • বড় মোহাম্মদপুর

  • গোড়ারগাও

  • মজিদপর

  • নাদামপুর

  • উত্তর শ্রীনিধিপুর

  • পরমেশ্বরপুর

  • ইসহাকপুর বাদে Isakpur

  • প্রভাকারপুর

  • পূর্ব ফরিদপুর Foridpur

  • পুস্ক রাক্ষ্যপুর

  • শাশনহবি

  • পৈলবাগ Poilbag

  • আধুয়া

  • সমাট

  • শ্রীকরপুর বাদে

  • আধুয়াচক

  • মশাজান

  • Nabinagar নবীনগর

  • রত্না Rotna

  • শঙ্করপুর Shongkorpur

  • কাঠাল খাইর Khatal khair

  • Sirajpur সিরাজপুর

  • চন্ডিহেদায়েতপুর

  • সাহাপাড়া Shaha para

  • মধ্যমিরপর

  • নারায়ণপুর

  • নওয়াগাও Nowagao

  • কুড়িহাল Kurihal

  • সোনাতনপুর চক্

  • পূর্ব ব্রাহ্মণগাও

  • উলুচান্দ Ulucon

  • উলুকান্দি Ulukandi

  • ধর্ম্মানন্দী Dormanandi

  • Burumpur বুরমপুর

  • গ্রাম রছুলপুর Rosulpur

  • বড়সেওড়া Boro Sheora

  • আটালিয়া Ataliya

  • রৌডর Rowdor

  • মিঠাভরাঙ্গ চক Mita borang

  • গলাখাল Golakhal

  • কাফুরপুর Khapurpur

  • কাঞ্চনপুর Kanchanpr

  • সুপার মোহাম্মদপুর

  • শাসন Shashon

  • হামিদপুর Hamidpur

  • গড়গড়িয়া

  • হালিমপুর Halimpur

  • কালিয়া Kaliya

  • ছেলনী Celni

  • হরিঘোষ Horigush

  • গয়নাকান্দি Goynakandi

  • গাজীরকুল Gajirkul

  • স্বজনশ্রী Sojonsree

  • প্রাণদেব কাপন Prandev Kapon

  • ব্রমারগাও Bromar gao

  • কাদিমগাও Kadim gaon

  • Sata সাতা

  • সাউথসাধক

  • মুজাহিদপুর Mojahidpur

  • চক্‌রী

  • আলীপুর Alipur

  • কলম্বরপুর

  • মন্ডলীভোগ

  • দাসরাইচক

  • দক্ষিণ শ্রীনিধিপুর

  • নলোয়া নযোগাও

  • কল্যাণপুর

  • দিগলবাক উত্তর Dhigalbhak

  • বাদে খালিসা

  • সনুয়াখাই

  • ঢাংপুর Dangpur

  • জমিবিষ্ণু

  • ভাগরকান্দি Vagor kandi

  • বালিকান্দি Balikandi

  • সেরপুর Serpur

  • হিজলী Hijli

  • মোহাম্মদ হাজী

  • বাচস্পতিপুর

  • মমিনপুর Mominpur

  • হাসিমাবাদ Hasimabad

  • বাগজোর Bagjoor

  • হরিহরপুর

  • সাচায়ানী

  • চান্দপুর Chandpur

  • গণেশ্বরপুর

  • পাটলী চক Patli

  • ছালেপুর

  • ঐহারগাই

  • Inathnagar ইনাথনগর

  • কামিনীপুর

  • দরিখঞ্জনপুর

  • মৈজপুর Moijpur

  • মোহাম্মদপুর সেরা

  • Boro khapon বড়কাপন

  • আটঘর Aathghar

  • আমরাতৈল Amratoil

  • Nasirpor নাছিরপুর

  • Mirpur মীরপুর

  • Kittadori কিত্তাধরি

  • Siramisi শ্রীরামসী

  • জয়হরিপুর

  • Kamar gawকামারগাও

  • Chtaliya চিতালিয়া

  • Pothepur ফতেপুর কিস্‌মত

  • Kotka কট্‌কা

  • Sonatthonpur সোনাতনপুর

  • Dustopur দোস্তপুর

  • Shaldhiga শালদীঘা