ঘুষ
ঘুষ
“আজ থেকে যেকোন কাজে এক পয়সাও ঘুষ চাইলে কানের নিচে বসিয়ে দিবেন”। এ গ্রাফিতিটি সম্পর্কে জানতে চাইলে শিক্ষার্থী মিম বলেন, “ঘুষ কেউ সরাসরি চাওয়ার সাহস পান না। ঘুষের সুযোগ আমরাই আমাদের ক্ষুদ্র স্বার্থে করে দেই। আমরা একটা সুন্দর দেশের স্বপ্নে আন্দোলন করে পরিবর্তন আনলাম। আমরাই যদি বলি আমার এই কাজটা করে দেন চা-পান খাওয়াবো তবে পরিবর্তন কোথায় হলো!”