গল্প - কবিতার
গল্প - কবিতার
শহর
শহর
হ্যালো!
স্কুল জীবন থেকে বাংলা সাহিত্যের প্রতি আমার ভীষণ অদ্ভুত রকমের একটা টান আছে। মনের ভিতর পুষে রাখা অনুভুতিগুলোর সামান্য কিছুর বহিঃপ্রকাশ মাঝেমধ্যে হলেও বেশিরভাগ ডালপালা্র বিস্তার রয়ে গেছে অন্তরালে। ডজনখানেক গল্প আর বিশেক কবিতা লিখে কি আর মনের সেই ক্ষুধা এত সহজেই মিটে যায়? যায়না আসলেও,। বর্তমান সময়ে সহজলভ্য প্রযুক্তির এই বিশ্বে আমার মত ক্ষুধার্ত সাহিত্য অনুরাগীদের জন্য ইন্টারনেট দুনিয়া এখন সবথেকে সময়োপযোগী খোরাক । চাইলেই আপনি ছড়িয়ে দিতে পারেন মনের ভিতরে লুকিয়ে থাকা সম্ভাবনাময় আপনার সেই অনুভূতিগুলো অবলীলায়।