নমস্কার শ্রোতাবন্ধুরা, "গল্প-কথার আসর"-এর আজকের বৈঠকে যোগদান করার জন্য অজস্র ধন্যবাদ । আমি রুদ্র দত্ত ।
আজ পাঠ আরম্ভ করবো একটি শ্রুতিপুস্তকের - প্রেমেন্দ্র মিত্রের কিশোর কল্পবিজ্ঞান গ্রন্থ, "শুক্রে যারা গিয়েছিলো" । শ্রোতাবন্ধুরা জানেন, আমাদের পডকাস্টের এই পর্বে আমরা বিজ্ঞানভিত্তিক গল্প আর কল্পবিজ্ঞানের গল্পের প্রতি একটু বিশেষ মনোনিবেশ করছি - তার কারণ এই পর্বের সূচনার এপিসোডে আলোচনা করেছি । প্রেমেন্দ্র মিত্র নিঃসন্দেহে বাংলা বিজ্ঞাননির্ভর গল্পের প্রধান একজন হোতা । আমরা তাঁর কল্পবিজ্ঞানের গল্প কিছু এই পডকাস্টের এর আগে পাঠ করেছি, পূর্ণদৈর্ঘ্য উপন্যাস এই প্রথম পড়ছি ।
প্রেমেন্দ্র মিত্রের ঘনাদার গল্প প্রসঙ্গে একধিকবার বলেছি যে ঘনাদার চালবাজি বাদ দিলে গল্পগুলির পটভূমিকা একেবারে বিশুদ্ধ এবং প্রামাণিক । "শুক্রে যারা গিয়েছিলো" উপন্যাসের সম্বন্ধেও একই কথা বলা চলে । যে সময়ে এই গল্প রচিত, শুক্র গ্রহ সম্পর্কে এবং রকেট চালিত মহাশূন্যযান সম্পর্কে এই গল্পের পটভূমি তখনকার বিজ্ঞান অনুযায়ী নির্ভুল । মূল গল্পটি একটি কিশোর অ্যাডভেঞ্চার, এবং সেখানে লেখক গল্পের খাতিরে কিছু কিছু স্বাধীনতা অবশ্য নিয়েছেন যা আজকে আমাদের কাছে একটু ছেলেমানুষি বলে মনে হতে পারে । কিন্তু সেই সময়ের পরিপ্রেক্ষিতে এই গল্পটি যথেষ্ট গ্রহণযোগ্য । সেই একই সময়ে পাশ্চাত্যের ডাকসাইটে লেখকরাও একই ধরণের লেখা অনেকে লিখেছেন - যেমন ই. ই. "ডক" স্মিথ ।
"শুক্রে যারা গিয়েছিলো" কাহিনীটিতে এইচ. জি ওয়েলসের "দ্য ফার্স্ট মেন ইন দ্য মুন"-এর প্রভাব আছে বলেই মনে হয় । কিন্তু "শুক্রে যারা গিয়েছিলো" আনুমানিক ওয়েলসের গল্পের প্রায় চল্লিশ কি পঞ্চাশ বছর পরে রচিত - যেমন "দ্য ফার্স্ট মেন ইন দ্য মুন" লিখতে গিয়ে ওয়েলস নিজে তারও পঁয়ত্রিশ বছর আগে লেখা জুল ভার্নের "ফ্রম দি আর্থ টু দ্য মুন" দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন । একই ভাবে, "শুক্রে যারা গিয়েছিলো" পাশ্চাত্য কল্পবিজ্ঞানের দ্বারা প্রভাবিত হলেও তা মৌলিক রচনা । আর সব থেকে বড় কথা, এই উপন্যাস সম্পূর্ণভাবে কল্পবিজ্ঞানের গল্প হিসেবেই রচিত, ঘনাদার গল্পের মতো কল্পবিজ্ঞানকে উপলক্ষ করে আসলে সামাজিক মন্তব্য বা নিছক মজার গল্প নয় । আর ডক স্মিথের স্কাইলার্ক বা লেন্সম্যানের গল্পগুলি, বা ওয়েলসের "ফার্স্ট মেন ইন দ্য মুন", কল্পবিজ্ঞানের গল্প হলেও, তাতে রূপকথার ভাগ অনেক । সেই তুলনায় "শুক্রে যারা গিয়েছিলো" অনেক বেশী বিজ্ঞানমনস্ক, এবং সার্থক কল্পবিজ্ঞান । এইরকম পুরোপুরি অকৃত্রিম কল্পবিজ্ঞানের গল্প প্রেমেন্দ্র মিত্র আরো রচনা করেছিলেন - তার কিছু কিছু পরে পাঠ করার ইচ্ছা রইলো । বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যে কল্পবিজ্ঞানের যে জোয়ার এসেছিলো, এইসব গল্পগুলি তারই পূর্বসূরী ।
বন্ধুবর রাজীব ইতিমধ্যে অদ্রীশ বর্ধনের সাহিত্য সম্পর্কে আলোচনা করেছে, আর তাঁর একটি উপন্যাস পাঠ করেছে । প্রেমেন্দ্র মিত্র, অদ্রীশ বর্ধন, আর অন্যান্য বাঙালী কল্পবিজ্ঞান-স্রস্টাদের সম্পর্কে আর কয়েকটি কথা পরে বলার ইচ্ছা রইলো । আপাততঃ আরম্ভ করছি আজকের পাঠ - প্রেমেন্দ্র মিত্রের কিশোর কল্পবিজ্ঞান উপন্যাস, "শুক্রে যারা গিয়েছিলো" - আজ প্রথম পর্ব ।