নমস্কার শ্রোতাবন্ধুরা, "গল্প-কথার আসর"-এর আজকের বৈঠকে যোগদান করার জন্য অজস্র ধন্যবাদ । আমি রুদ্র দত্ত । আজ পাঠ করবো প্রেমেন্দ্র মিত্রের একটি গল্প ।
গল্পটির একটি বিশেষত্ব আছে, যেটার কথা আমাদের দ্বিতীয় পর্বের গোড়ার কথায় উল্লেখ করেছিলাম । এই গল্পটির কথন, প্রথম পুরুষে নয়, তৃতীয় পুরুষেও নয় - দ্বিতীয় পুরুষের জবানীতে এই গল্পটি কথিত । বাংলা সাহিত্যে এই একমাত্র দ্বিতীয় পুরুষে কথিত গল্প নয় - প্রেমেন্দ্র মিত্রের নিজেরই এরকম গল্প আরো আছে । কিন্তু বাংলা সাহিত্যে খুব বেশী এই আঙ্গিকের গল্প নেই - সম্ভবতঃ এই গল্পটি প্রথম এরকম গল্প হতেও পারে । কেন প্রেমেন্দ্র মিত্র এই গল্পটির জন্য এই লেখনভঙ্গী বেছে নিয়েছিলেন কে জানে । গল্পটা এইরকম ভাবে বললে পাঠকের মনে প্রধান চরিত্রের সঙ্গে সহমর্মিতা আরো সহজে গড়ে ওঠে বলে হয়তো । পাঠ শুনেও সেই বিশেষ বোধের অনেকটাই পাওয়া সম্ভব, এই আশা রইল ।
আরম্ভ করার আগে আর একটা কথা বলে নেওয়া ভালো । এই গল্পের থেকে প্রখ্যাত চিত্র পরিচালক মৃণাল সেন একটি হিন্দী ছবি সৃষ্টি করেছিলেন । ছবিটির নাম ছিলো "খান্ডহার" ।
তাহলে আর বেশী কথা না বাড়িয়ে আরম্ভ করছি আজকের পাঠ, প্রেমেন্দ্র মিত্রের গল্প, "তেলেনাপোতা আবিষ্কার" ।