নমস্কার শ্রোতাবন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ । আমি রুদ্র দত্ত । আজকের পাঠ, পরশুরামের গল্প, "গামানুষ জাতির কথা" ।
এর আগে দেখেছি, পরশুরাম সমকালীন সমাজ থেকে অতি পরিচিত চরিত্রদের - মায় পরিচিত ছাগলদের - তুলে নিয়ে গল্প রচনা করেছেন । অন্য কোনো কোনো গল্পে দেখবো তিনি পৌরাণিক বা ঐতিহাসিক পটভূমিকা এবং চরিত্র ব্যবহার করেছেন - অবশ্য কাল্পনিক । কিন্তু কিছু কিছু গল্পে তিনি ফ্যান্টাসীর আশ্রয় নিয়েছেন - আজকের গল্প সেইরকম একটি । আপাতদৃষ্টে গল্পটি সায়ন্স ফিকশন - অর্থাৎ কল্পবিজ্ঞানের গল্প । কিন্তু গামানুষ আর মানুষের চরিত্রে কতটুকু ভেদ, তা আপনারাই বিচার করুন । তবে এক অর্থে গল্পটি নিশ্চয়ই ভবিষ্যৎমুখী - কারণ গল্পটির একদম শেষ অনুচ্ছেদে যে কথাগুলি আছে, তা প্রায় একশো বছর আগে এই গল্পের রচনাকালে যতটা সত্যি ছিলো, আজও ততটাই । শোনার সময় রচনাকালটা খেয়াল রাখবেন - ১৯৪৫, দ্বিতীয় মহাযুদ্ধ তখনো শেষ হয়নি - মহাযুদ্ধের সবচেয়ে করাল রূপ তখন মানবজাতির সামনে ।
এই গল্পে দেখছি পরশুরাম অনেক আধুনিক রীতি অনুসরণ করেছেন - সংলাপের সামনে নাটকের মতো বক্তার নাম নির্দেশ নেই, ভাষাও সাধুর বদলে কথ্য ভাষা । তাহলে শুরু করছি আজকের পাঠ, "গামানুষ জাতির কথা" ।