নমস্কার শ্রোতাবন্ধুরা, "গল্প-কথার আসর"-এর আজকের বৈঠকে যোগদান করার জন্য অজস্র ধন্যবাদ । আমি রাজীব ঘোষ ।
আজ আপনাদের কাছে যে সাহিত্যিককে নিয়ে আসবো, তাঁর আসল নাম অমিতাভ ঘোষ। কিন্তু পাঠকের কাছে তার প্রসিদ্ধি সিদ্ধার্থ ঘোষ নামে।
জন্ম 1948 সালের 15ই অক্টোবর মাসে কলকাতায়। ছোটবেলা থেকেই লেখালেখি শুরু হলেও 1971 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করার পরেই তার পূর্ণতা পায়। কল্প বিজ্ঞান ও রহস্য গল্পের সাহিত্যিক হিসেবে তিনি খুব অল্প সময়েই পাঠকদের মধ্যে প্রিয় হয়ে ওঠেন। তাঁর সৃজন শীলতা বহু বিস্তৃত। ছবি তোলা, সঙ্গীত ও তার রেকর্ডিং, মুদ্রণ শিল্প, পুরোনো কলকাতা, কারিগরি বিদ্যার ইতিহাস, ডিটেকটিভ আর বিজ্ঞান আর কল্প বিজ্ঞান গল্পের ক্রম বিকাশ, সিনেমার আদিযুগ ইত্যাদি বহু বিষয়ে তাঁর অসামান্য কাজ রয়েছে। মাত্র 54 বছর বয়েসে 2002 সালে তাঁর অকালপ্রয়ান বহু সম্ভাবনার ওপরেই যবনিকা টেনে দেয়। তানাহলে হয়ত তাঁর কাজের জন্যে তিনি অবশ্যই আন্তর্জাতিক খ্যাতি পেতেন।
শ্রোতা বন্ধুরা আমি আর রুদ্র দুজনেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিভাগের প্রাক্তনী। এ কথা হয়ত আপনাদের কাছে আগে ব্যক্ত করা হয় নি। তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আরেক প্রাক্তন ছাত্র ও সাহিত্যিক সিদ্ধার্থ ঘোষ এর এই গল্পটি আপনাদের কাছে নিয়ে আসতে পেরে আমি ব্যক্তিগত ভাবে খুবই আনন্দিত।আজ পাঠ করবো, শ্রী ঘোষের একটি কল্প বিজ্ঞান এর গল্প যেটি 2024 সালে কল্প বিশ্ব নামক সংস্থার পূজা বার্ষিকী তে প্রকাশিত হয়েছিল। গল্পের নাম "কুরুক্ষেত্র হাইওয়ে"।
তাহলে আরম্ভ করছি আজকের পাঠ, সিদ্ধার্থ ঘোষ এর গল্প, "কুরুক্ষেত্র হাইওয়ে" ।