The Season Two opening episode - Rajib and Rudra express gratitude to listeners, and explain the conservation goals of the podcast. Released February, 2021. Episode 31 of Season Two.
রাজীবঃ শ্রোতাবন্ধুরা, "গল্প-কথার আসর"-এর আজকের বৈঠকে যোগদান করার জন্য অজস্র ধন্যবাদ । আমি রাজীব ঘোষ ।
রুদ্রঃ আমি রুদ্র দত্ত ।
রাজীবঃ আপনাদের আশীর্বাদ আর শুভকামনা সম্বল করে ফিরে এলাম আমাদের দ্বিতীয় পর্ব নিয়ে -
রুদ্রঃ যাকে পরিভাষায় বলে -
রাজীবঃ যাকে পরিভাষায় বলে সেকেন্ড সীজন ।
------
রুদ্রঃ প্রথম পর্বের মতোই, ভাবলাম এই পর্বের গোড়ায় একটু আমাদের মনের কথা বলে নিই - তাই আজকের আসরে পাঠ নেই, শুধুই কথোপকথন, যেমন ছিলো আমাদের প্রথম পর্বের প্রথম এপিসোডে, যার নাম দিয়েছিলাম "গৌরচন্দ্রিকা" ।
রাজীবঃ কিন্তু এবারের আসরের নাম কি দেবো ? আবার একই নাম দিলে একটু গুলিয়ে যাবে না ? তাছাড়া পুরো এক সীজন পাঠ করে ফেলার পর কি আর গৌরচন্দ্রিকা করা চলে ?
রুদ্রঃ মানে গৌরচন্দ্রিকা, মুখবন্ধ, উপক্রমণিকা - এগুলো তো একবারই করার সুযোগ আসে, তাই না ? বার বার গোড়ায় ফেরার চেষ্টা করলে যদি শ্রোতাবন্ধুদের ধৈর্যচ্যুতির উপক্রম হয় ?
রাজীবঃ একবার মনে করলাম - নাম দিই "গৌরচন্দ্রিকা - টু" । শ্রোতাবন্ধুরা নিশ্চয়ই নিজগুণে ক্ষমা করে নেবেন ।
রুদ্রঃ "গৌরচন্দ্রিকা" কথাটা শুদ্ধ বাংলা - যাকে বলে তৎসম । আর "টু" একেবারে বিদেশী ভাষা - যাকে বলে ম্লেচ্ছ । বাংলায় চলে গেছে অবশ্য - কিন্তু স্কুলের মাস্টারমশায় নির্ঘাৎ কেটে দিয়ে বলতেন "গুরুচন্ডালী দোষ" ।
রাজীবঃ ঠিক । আর সেই জন্যই শেষ পর্যন্ত এপিসোডের নাম দিলাম - "গৌরচন্ডালী" । এরকম সত্যিতে কোনো কথা নেই অবশ্য । কিন্তু কিছুটা গৌরচন্দ্রিকার মতোও শোনালো, আর -
রুদ্রঃ আর মাঝপথে হঠাৎ আবার একটা গৌরচন্দ্রিকা করে বসার গুরুচন্ডালী দোষটাও স্বীকার করে নেওয়া হলো । বেশ । কিন্তু একটা সমস্যা হচ্ছে রাজীব ।
রাজীবঃ আবার কি হলো ?
রুদ্রঃ আমাদের তৃতীয় সীজনের প্রথম এপিসোডের কি নাম হবে ?!
রাজীবঃ তৃতীয় সীজন অবধি পৌঁছই তো । তখন দেখা যাবে ।
------
রাজীবঃ আজকে প্রথম যে কথা বলব, তা হলো আপনাদের কথা, শ্রোতাবন্ধুরা । ইন্টারনেটের কল্যাণে আমাদের পডকাস্ট বিভিন্ন জায়গার অন্ততঃ কিছু চেনা-অচেনা বাঙালী হৃদয়ে ঠাঁই খুঁজে পাবে, এই আশা ছিলো । হয়েছেও তাই - কিন্তু আমাদের আশাতীত মাত্রায় ।
রুদ্রঃ গল্প-কথার আসর আরম্ভ করার পর থেকে নিয়ে আজ অবধি প্রায় পনেরোশো বার আমাদের কোনো না কোনো এপিসোড ডাউনলোড হয়েছে । আমাদের পডকাস্ট পরিষেবকের কাছ থেকে এই তথ্য জানতে পেরে আমরা আনন্দিতও বটে, আবার অভিভূতও বটে ।
রাজীবঃ আর শুধু আমাদের আত্মীয়-বন্ধুরাই যে শুনছেন, তা নয় - পৃথিবীর এমন এমন জায়গা থেকে প্রচুর ডাউনলোড হয়েছে যেখানে আমাদের পরিচিত কেউ থাকেন না । আমাদের পাঠ সম্পূর্ণ অচেনা শ্রোতাবন্ধুদের ভালো লেগেছে ভেবে আমাদেরও ভালো লাগছে ।
রুদ্রঃ আবার আমাদের ei পর্ব আরম্ভ করার আগে তাই আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাতে চাই - আর বলতে চাই, এই দ্বিতীয় পর্বেও সঙ্গে থাকবেন আশা করি ।
------
রাজীবঃ আমাদের পাঠ্য গল্প চয়ন নিয়ে এবার কিছু কথা বলি । আগেই বলেছি, আমাদের প্রিয় গল্প, প্রিয় লেখকদের নিয়েই আমাদের যাত্রা শুরু । কিন্তু বাংলা সাহিত্যের ভান্ডার এতই সমৃদ্ধ, যে তার পরেও প্রাচুর্যের সমস্যা রয়েই যায় ।
রুদ্রঃ মানে যে সাহিত্যিকদের গল্প পড়ছি, তাঁদের তো আরও অনেক গল্প আছে, যা আমাদের খুবই প্রিয় - অন্য প্রিয় সাহিত্যিকও প্রচুর রয়েছেন । তাঁদের জনপ্রিয়তাও অনস্বীকার্য । আর আমাদের সীমিত সময় ও সুযোগ নিয়ে আমরা পাঠ করতে পারছি কতিপয় কয়েকটি গল্প ।
রাজীবঃ তাহলে কোনগুলো পাঠ করব ? এই প্রশ্নের উত্তর দিতে আমরা আর একটা কথা মাথায় রাখার চেষ্টা করেছি । সেই কথাটি হলো - সংরক্ষণ ।
রুদ্রঃ আজকের জীবনে আমাদের সকলেরই সময় অল্প থেকে অল্পতর হচ্ছে - বই পড়ার সময় বার করা খুবই শক্ত । সুখের বিষয় এই যে অনেক গল্প-উপন্যাস থেকেই নাটক, শ্রুতিনাটক, টিভি সিরিয়াল, বা চলচ্চিত্র তৈরী হচ্ছে - তাতে সেই সব গল্প-উপন্যাসের পুনর্জীবন প্রাপ্তি হচ্ছে । কিন্তু তা স্বভাবতই বাংলা সাহিত্যের একাংশ ।
রাজীবঃ আর সেইজন্যই, আমরা পাঠ করার জন্য প্রধানতঃ বেছে নিতে চাই সেইগুলিই, যা অন্যত্র বহুলপ্রচলিত নয় - সিনেমা বা টিভির কল্যাণে যা সমসাময়িক বাঙালীর কাছে সহজলভ্য হয়ে ওঠেনি ।
রুদ্রঃ বহুলপ্রচলিত গল্প একেবারেই পড়বো না তা নয় - লোভে পড়ে নিশ্চয়ই মাঝে মাঝে পড়বো । তবে প্রধান লক্ষ্য রাখতে চাই সেইসব গল্পের দিকে, যা কালজয়ী, কিন্তু ছাপার অক্ষরে ছাড়া আর কোনোভাবে এখনো বিকাশ পায় নি ।
রাজীবঃ আর এই একই কারণে, সমসাময়িক বা অধুনা যুগের সাহিত্যের থেকে আমরা একটু বিগত যুগের লেখকদের সৃষ্টির প্রতিই বেশী মনোনিবেশ করতে চাই । আমাদের এই পডকাস্টের লক্ষ্য প্রধানতঃ সংরক্ষণ - নতুন সৃষ্টি নয় ।
রুদ্রঃ নতুন সৃষ্টি চলা খুবই ভালো, খুবই প্রয়োজন; তার পাশে পাশে আমরা প্রত্যেকে যদি কিছু সংরক্ষণমূলক কাজও করতে পারি, তাহলে বাংলা সংস্কৃতির বর্তমান ও ভবিষ্যৎ, দুয়েরই সমৃদ্ধি হবে - এই আমাদের বিশ্বাস ।
রাজীবঃ আর এই বিশ্বাস নিয়েই আমাদের এই পডকাস্ট করতে নামা । তাইজন্যেই আবার বলছি - যদি আপনাদের কারুর কোনো গল্প শোনার আগ্রহ হয়, যদি মনে হয় এইসব গল্পগুলো হারিয়ে যেতে বসেছে - আমাদের জানাতে দ্বিধা করবেন না । আমাদের আগে পড়া যদি নাও হয়, আমরা যথাসাধ্য চেষ্টা করবো সেইসব অনুরোধ রাখার ।
------
রাজীবঃ আচ্ছা, আজকের মতো তাহলে আসি ।
রুদ্রঃ পরের বার থেকে আবার গল্পপাঠ চালু । সঙ্গে থাকবেন কিন্ত ।
রাজীবঃ নমস্কার ।
রুদ্রঃ নমস্কার ।