Rajib and Rudra open the sixth season of their podcast, and explain plans for the sixth season, bickering a bit in the process. Released February 15, 2025. Episode 453 of Season Six.
রাজীবঃ নমস্কার শ্রোতাবন্ধুরা, গল্পকথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদান করার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ । আমি রাজীব ঘোষ ।
রুদ্রঃ আমি রুদ্র দত্ত ।
রাজীবঃ ফিরে এলাম আমাদের পডকাস্টের ষষ্ঠ সীজন নিয়ে, আর সঙ্গে করে নতুন বছরের শুভেচ্ছা, আপনাদের সকলের জন্য । বলতে পারেন, এই সীজন হচ্ছে আমাদের ষষ্ঠীর বোধন ।
রুদ্রঃ নতুন বছরে আপনাদের সবার মঙ্গল কামনা করি । এই বছর আমাদের কার জন্য কি নিয়ে অপেক্ষা করছে, তা জানি না - যেমন জানি না যে কোনো বছরেই, বা যে কোনো দিন কি ঘন্টা । ভবিষ্যতের প্রকৃতিই তো তাই ।
রাজীবঃ আর সেইজন্যই আমরা সবাই সর্বসময়ে চেষ্টা করে যাচ্ছি, যে যার নিজেদের কিছু লক্ষ্য স্থির রাখার । আমাদের জীবনে যা ঘটবে, তার অনেক কিছুই তো ভবিতব্যের হাতে বটেই । তার জন্য তো আমরা কোনো কৃতিত্ব, দায়িত্ব, কিছুই নিতে পারি না ।
রুদ্রঃ নিয়ে থাকি অবশ্য । (smile)
রাজীবঃ (smile) হ্যাঁ, তা হয়তো কখনো কখনো থাকি । আবার সেটা নিজেদের কাছে ধরাও পড়ে যায় বেশিরভাগ সময় - অন্যদের কাছে তো বটেই । - কিন্তু তার বাইরেও কিছু কিছু জিনিষ হয়তো সত্যিই, একান্তই, আমাদের নিজেদের হাতে থাকে । নিয়তি আমাদের কড়া হাতে চালালেও, কোনো কোনো জায়গায় হয়তো কোনো কোনো জিনিষ আমাদের হাতে ছেড়ে দেয় ।
রুদ্রঃ আর আমাদের কাছে, এই পডকাস্ট করা, করে যাওয়া, চালিয়ে যাওয়া, সেইরকমই একটি কাজ । কাজ বলছি, তবে এটা অবশ্যই ভালো লাগার, ভালোবাসার কাজ - ইংরেজীতে যাকে বলে labor of love - তাই ।
রাজীবঃ আবার, আমাদের মনে, এটা কিছুটা কাজও বটে - পেশাদারী অর্থে বা জীবিকা অর্জনের অর্থে নয়় - কিন্তু আমরা যে এটাকে একটা ব্রত হিসেবে নিয়েছি, এ কথাও সত্যি । এবং এই ব্রত হিসেবে নিয়েছি বলেই হয়তো, অনেক মাইলফলক পার করেও, আবার ছুটে চলার এই প্রবণতাটা বজায় রাখতে পেরেছি ।
রুদ্রঃ আচ্ছা । এইবার কাজের কথায় আসা যাক । বছরের গোড়াতেই অনেক গুরুগম্ভীর কথা হয়ে গেল ।
রাজীবঃ গোড়া আর কোথায় । ফেব্রুয়ারীর মাঝামাঝি । জানুয়ারীর পয়লা, নেতাজী দিবস, জাতীয়তা দিবস এসব তো পেরলোই, ফেব্রুয়ারীতেও একটি নয়, দু-দুটি সপ্তাহান্ত এর আগেই পেরিয়ে গেছে । শ্রোতাবন্ধুরা যদি আমাদের ফেরত আসার আশা ছেড়ে দিয়েই থাকেন, তাহলেও তাঁদের দোষ দেওয়া যায় না ।
রুদ্রঃ আহা, ফেব্রুয়ারীর একেবারে প্রথম দিনেই সপ্তাহান্ত পড়লে কি করা যাবে । - আর আমাদের তো প্রতিবারই আরম্ভ করতে করতে ফেব্রুয়ারীর এই মাঝামাঝিই হয়ে দাঁড়ায় । শ্রোতাবন্ধুরা যাঁরা নিয়মিত সঙ্গে আছেন, তাঁরা এইটুকু এতদিনে বুঝে গেছেন বোধহয়; আমাদের ফেরার আশা ছেড়ে দেননি, এইটুকু ভরসা রাখি । - তোরই তো দোষ; ২০২৪-এর শেষ এপিসোডের নাম "আসরের পঞ্চত্বপ্রাপ্তি" দিয়ে তুই শ্রোতাবন্ধুদের গুলিয়ে দিয়েছিস হয়তো ।
রাজীবঃ আমি কোথায় দিলাম ?! নাম তো তুই দিয়েছিলি !
রুদ্রঃ যাকগে যাকগে - নাম যেই দিয়ে থাক না কেন - আসল কথা হচ্ছে যে আমরা ফিরে এসেছি । কোনো না কোনোদিন থমকে থামতে হবে, কিন্তু এই মুহূর্তে আমাদের থামবার কোনো উদ্দেশ্য নেই । তাই যে কথা আসলে বলা প্রয়োজন, তা হলো, আমরা ফিরে এসেছি কি নিয়ে ? বা, আমরা ফিরে এসে করছিটা কি ?
রাজীবঃ ঠিক । আর সেই কারণেই তো - প্রথমেই যে বললাম - আমাদের এই সীজনের এই এপিসোডের নাম দিলাম - "ষষ্ঠীর বোধন" । সেই কথাই হোক তাহলে । - তবে খুব নতুন করে কিছু বলার তো বিশেষ প্রয়োজন নেই । আমরা আমাদের লক্ষ্যে স্থির থাকবো - নিজেদের এবং শ্রোতাবন্ধুদের চিত্তবিনোদন, আর বাংলা সাহিত্যের একটু প্রচ্ছন্ন হয়ে পড়া মাণিক্যের সংরক্ষণ, এই দুই-ই একসঙ্গে যাতে হয়, এই কথা মনে রেখেই আমাদের গল্প চয়ন চালিয়ে যাবো ।
রুদ্রঃ বহু প্রখ্যাত সাহিত্যিকের কালজয়ী লেখায় আমাদের এখনো হাত দেওয়াই হয়নি । আমাদের অতিপরিচিত, অতিপ্রিয় লেখক-লেখিকাদের কাছে আমরা তো বার বার ফিরে যাবোই, কিন্তু তারই পাশে পাশে, গত প্রতি সীজনের মতোই, এই পর্বেও আমরা অন্ততঃ কিছু নতুন সাহিত্যিকের লেখা আমাদের এই পডকাস্টে নিয়ে আসবো প্রতিশ্রুতি দিতে পারি ।
রাজীবঃ এই পডকাস্টে আমরা যে যে সাহিত্যিকের লেখা পাঠ করেছি, তাঁদের সংখ্যা এখন - নয়-নয় করে - আটচল্লিশে দাঁড়িয়ে আছে । গোনাগুনতি সংখ্যাটা অবশ্যই বড় কথা নয়, কিন্তু এই পর্বে আমরা যে পঞ্চাশ ছাড়িয়ে যাবো, তা নিশ্চিত ।
রুদ্রঃ অবশ্য আগের মতোই, যাঁরা এখনো জীবিত, হয়তো যাঁদের সাহিত্য জীবন এখনো শেষই হয়নি, তাঁরা আমাদের সংরক্ষণের লক্ষ্য নন - যাঁরা বিগত, যাঁদের হয়ে কথা বলার জন্য শুধু তাঁদের সাহিত্যকীর্তিগুলিই হয়তো স্থাণু হয়ে আছে, আমাদের মনোযোগ থাকবে তাঁদেরই প্রতি ।
রাজীবঃ তারই সঙ্গে আরো কিছু নূতনত্ব থাকছে আমাদের এই সীজনে । এই পডকাস্টে বর্তমানে আমি, রুদ্র, মহাশ্বেতা, পাঠ করছি - অমৃতা আর পরমাও মাঝে মাঝে কথকতায় কণ্ঠস্বর মিলিয়েছে । কিন্তু এই সীজনে অন্ততঃ একজন নতুন কথক আমাদের যোগদান করবেন বলে আমরা আশা করছি - কিছুদিনের মধ্যেই এই বিষয়ে আপনাদের আরো বিশদভাবে জানাতে পারবো ।
রুদ্রঃ আর আমাদের কিছু পুরনো প্রতিশ্রুতি, যা এখনো রক্ষা করা হয়ে ওঠেনি, তাও আমাদের মাথায় থাকবে । বিশেষতঃ, কাব্যে রচিত গল্প বা কাহিনী পাঠ এই সীজনে আরম্ভ করার দৃঢ় প্রতিশ্রুতি দিচ্ছি ।
রাজীবঃ আগের সীজনের গোড়াতেও তো দিয়েছিলি ।
রুদ্রঃ বলছি তো, প্রতিশ্রুতি রক্ষা করা হয়ে ওঠেনি - শ্রোতাবন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি । - তবে এবারের প্রতিশ্রুতি আগের চেয়ে দৃঢ়তর !
রাজীবঃ বেশ, বেশ ! - আচ্ছা, একট কথা বলা হয়নি । নিয়মিত আমরা যে এপিসোড প্রকাশ করে চলি, সেইগুলির মধ্যে দিয়ে কিন্তু বিভিন্ন সূত্র প্রবাহিত হয়ে চলেছে - শ্রোতবন্ধুদের সুবিধার জন্য আমরা সেই সূত্রগুলি ধরে দেওয়ার কিছু ব্যবস্থা করেছি; সেই নিয়ে এই পঞ্চম আর ষষ্ঠ পর্বের মাঝের ফাঁকটায় আমরা যে কাজগুলি করেছি, তার সম্বন্ধে একটু কিছু বলে নেওয়া ভালো ।
রুদ্রঃ ঠিক । আমাদের যে শ্রোতাবন্ধুরা আমাদের পডকাস্ট প্রধানতঃ ইউটিউবের মাধ্যমে শুনছেন, তাঁরা হয়তো আমাদের ওয়েবসাইট থেকে যে সুবিধাগুলি পাওয়া যায় সেগুলির কথা জানেন না । আবার যাঁরা প্রধানতঃ কোনো পডকাস্ট মাধ্যমে শুনছেন - যেমন আইটিউনস, অডিবল, বা আমাজন - তাঁরা হয়তো আমাদের ওয়েবসাইটেরও খবর রাখেন না, আবার ইউটিউবেরও না ।
রাজীবঃ যেভাবেই শুনুন, আমরা কৃতজ্ঞ । কিন্তু যদি আপনাদের সুবিধা হয়, সেইজন্য জানিয়ে রাখছি - আমাদের প্রতিটি এপিসোড তো আছেই, সেইসঙ্গে ইউটিউবে কিছু অনুক্রম, বা প্লে-লিস্ট, আমরা সৃষ্টি করেছি । আর আমাদের ওয়েবসাইটে আপনাদের সুবিধার্থে আমরা সংযোজন করেছি বেশ কয়েকটি নতুন page, যাতে আমাদের বিশেষ বিশেষ ধরণের এপিসোড খুঁজে পেতে আপনাদের সুবিধা হয় । আমাদের এপিসোড-সংখ্যা প্রায় পাঁচশোর কাছাকাছি - তাই এইরকম একটু সন্ধানের ব্যবস্থা করলে একটু সুবিধা হতে পারে বলে আমাদের মনে হয়েছে ।
রুদ্রঃ ওয়েবসাইটে দুটি page তো আগেই ছিলো - একটি আমাদের পাঠের কালানুক্রমিক, আর একটি সাহিত্যিকের নাম অনুসারে । এর উপর সংযোজন হয়েছে আরো বেশ কয়েকটি - একটিতে আমাদের সবকটি শ্রুতিপুস্তক বা audiobook -এর তালিকা, আবার একটিতে আমাদের সেইসব এপিসোডের তালিকা, যা কোনো না কোনো বিশেষ সিরিজ বা পরম্পরাভুক্ত - যেমন শুধু ঘনাদা-র গল্পগুলি একটি সিরিজ, আবার শুধু টেনিদা-র গল্পগুলি আর একটি সিরিজ ।
রাজীবঃ শ্রুতিপুস্তক আর সিরিজের তালিকাগুলি ইউটিউবে প্লে-লিস্ট হিসেবে আগেই ছিলো, এখন ওয়েবসাইটেও সংযোজিত হলো । তাছাড়াও আর এক নতুন ধরণের তালিকা আমরা ওয়েবসাইটে সংযোজন করেছি ।
রুদ্রঃ শ্রোতাবন্ধুরা জানেন, আমরা নিজেদের পন্ডিত বলে দাবী করি না, কিন্তু আমাদের যেটুকু সীমিত সুযোগ, বুদ্ধি, অভিজ্ঞতা, তাই দিয়ে আমরা যতদূর পারি আমাদের গল্পপাঠের সঙ্গে কিছু মন্তব্যও আপনাদের দেবার চেষ্টা করি - আমাদের গল্পকথার আসরের বেশীরভাগটাই গল্প, আর এইটুকু কথা - বা কথকতা ।
রাজীবঃ মন্তব্যের কিছুটা তথ্যভিত্তিক, কিছুটা পাঠক হিসেবে নিজেদের অভিমত বা নিবন্ধ, আর কিছুটা হয়তো নিতান্তই নিজেদের হৃদয়াবেগ আপনাদের কাছে উপস্থিত করা । - যে যে এপিসোডে আমরা এই ধরণের কিছু কথকতা রেখেছি, সেই এপিসোডগুলির তালিকাও, কখনো সাহিত্যিকদের নাম অনুসারে, কখনো বিষয়বস্তু অনুসারে, আমাদের ওয়েবসাইটে সংযোজিত হয়েছে ।
রুদ্রঃ এই তালিকাগুলি অবশ্য এখনো ইউটিউবে নেই । সাহিত্যিকদের নামানুসারে তালিকাগুলিও বর্তমানে শুধু ওয়েবসাইটেই আছে, ইউটিউবে নেই । আপনারা, আপনাদের ব্যস্ত জীবনের মধ্যেও, কয়েক মিনিট সময় আমাদের দিয়ে, ওয়েবসাইটে গিয়ে একটু দেখবেন আশা করছি । আর আপনারা যদি আমাদের জানান যে এই তালিকাগুলি ইউটিউবেও প্লে-লিস্ট হিসেবে থাকা বাঞ্ছনীয়, তাহলে আমাদের জানাবেন - আমরা অবশ্যই তার ব্যবস্থা করবো ।
রাজীবঃ আপনাদের মনে যদি আর কোন ভাবে আমাদের এপিসোডগুলিকে তালিকাবদ্ধ করার কথা মনে আসে - যেমন, যদি মনে করেন যে আমাদের পঠিত সবকটি হাসির গল্প, বা ভূতের গল্প, বা বিজ্ঞাননির্ভর গল্প - এইগুলির এক একটি তালিকা করলে ভালো হয় - তাহলেও আমাদের অবশ্যই জানাবেন । আমরা সেইসব তালিকা অবিলম্বে প্রস্তুত করার দিকে মনোযোগ দেবো, প্রতিশ্রুতি দিচ্ছি ।
রুদ্রঃ ... প্রতিশ্রুতি, না দৃঢ় প্রতিশ্রুতি ?
রাজীবঃ (laughs) এইরে, বিপদে ফেললি । - যত পারি দৃঢ় প্রতিশ্রুতি দিচ্ছি । (laughs)
রুদ্রঃ আচ্ছা, তা নাহয় হলো । কিন্তু শ্রোতাবন্ধুরা আমাদের যোগাযোগ করবেন কি করে ?
রাজীবঃ একাধিক উপায় আছে । ইউটিউবে আমাদের যে কোনো এপিসোডের উপরে কমেন্ট করতে পারেন - সেইসঙ্গে একটু লাইক-ও করবেন আশা করছি ! - আর আমাদের ইউটিউব চ্যানেলেও কমেন্ট পাঠাতে পারেন । আর আমাদের ইমেইল - kothok.golpokotha@gmail.com - তাতে যখন ইচ্ছে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন ।
রুদ্রঃ যদি অন্য উৎসাহী শ্রোতাবন্ধুদের সঙ্গে এই পডকাস্ট নিয়ে আলোচনা করার জন্য ইমেইল-গ্রুপে যোগদান করতে চান, আমাদের ওয়েবসাইটে তার লিংক-ও পাবেন । - আপনাদের মন্তব্য পাওয়ার আশায় রইলাম, শ্রোতাবন্ধুরা; মনে রাখবেন, আপনাদের দেওয়া উৎসাহ আমাদের একটা বিশেষ পাথেয় ।
রাজীবঃ তাহলে আর কথা না বাড়িয়ে এবার শেষ করি ? - মানে আরম্ভ করি ? বোধন তো হলো - আমাদের ষষ্ঠ সীজন এখান থেকেই তাহলে তার চলা শুরু করুক ?
রুদ্রঃ ঠিক । শ্রোতাবন্ধুরা, নতুন বছরে শুনতে থাকুন, শোনাতে থাকুন; বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলা সাহিত্যকে সঙ্গে রাখুন, সেইসঙ্গে পারলে আমাদের এই ছোট্ট পডকাস্টের উদ্যোগকে সঙ্গে রাখুন, এই বলে আজ বিদায় নিচ্ছি । - নমস্কার ।
রাজীবঃ নমস্কার ।